22/11/2025
জানেন কি?
👉 গলার প্রদাহ থেকে ক্যান্সার সবকিছুর পেছনে তামাকজাত পণ্যের ব্যবহার এর মূখ্য কারন থাকতে পারে ।
তামাক (সিগারেট, বিড়ি, জর্দা, গুল, পান-মসলা) গলার টিস্যুতে দীর্ঘমেয়াদে প্রদাহ, কোষের ক্ষতি এবং জিনের পরিবর্তন ঘটায়। সময়ের সাথে এই ক্ষতি গলার ক্যান্সারের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে তোলে।
যে সকল সমস্যা হতে পারেঃ
• গলা ব্যথা ও জ্বালা
• গিলতে কষ্ট হওয়া
• কণ্ঠ ভেঙে যাওয়া বা কর্কশতা
• মুখে বা গলায় ঘা না শুকানো
• গলায় চাপ অনুভব বা ফুলে যাওয়া
• কান পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাওয়া
তামাকজনিত গলার সমস্যা উপেক্ষা করলে ধীরে ধীরে স্বাভাবিক কথা বলা, খাওয়া ও দৈনন্দিন কার্যকলাপে বাধা সৃষ্টি হয়। দেরি হলে ক্যান্সারের মতো জীবনঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে, যার চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল।
কি করবেনঃ
• তামাক সম্পূর্ণভাবে পরিত্যাগ করুন
• দীর্ঘদিনের গলা ব্যথা বা কর্কশতা থাকলে দ্রুত পরীক্ষা করুন
• নাক–কান–গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন
• প্রয়োজন হলে ল্যারিঙ্গোস্কপি বা অন্যান্য স্ক্যান করান
• সময়মতো চিকিৎসা নিলে জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো যায়
👉 গলা, কণ্ঠ বা গিলতে সমস্যা কোনোটিই অবহেলা করবেন না। তামাকজনিত ক্ষতি আগে শনাক্ত হলে জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন👇👇
----------------------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক
(নাক-কান-গলা বিভাগ)
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
-----------------------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ।
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
-----------------------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট।
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
-----------------------------------------
,