Dr Azharul Islam Rana

Dr Azharul Islam Rana Dr. Md.

Azharul Islam Rana
MBBS, DLO (ENT)
Bangabandhu Sheikh Mujib Medical University (Former PG Hospital)
Associate Professor, ENT (Head & Neck Surgery)
North East Medical College & Hospital, Sylhet
Advanced Training – Delhi (India) & Singapore

জানেন কি? 👉 গলার প্রদাহ থেকে ক্যান্সার সবকিছুর পেছনে তামাকজাত পণ্যের ব্যবহার এর মূখ্য কারন থাকতে পারে ।  তামাক (সিগারেট,...
22/11/2025

জানেন কি?
👉 গলার প্রদাহ থেকে ক্যান্সার সবকিছুর পেছনে তামাকজাত পণ্যের ব্যবহার এর মূখ্য কারন থাকতে পারে ।

তামাক (সিগারেট, বিড়ি, জর্দা, গুল, পান-মসলা) গলার টিস্যুতে দীর্ঘমেয়াদে প্রদাহ, কোষের ক্ষতি এবং জিনের পরিবর্তন ঘটায়। সময়ের সাথে এই ক্ষতি গলার ক্যান্সারের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে তোলে।

যে সকল সমস্যা হতে পারেঃ

• গলা ব্যথা ও জ্বালা
• গিলতে কষ্ট হওয়া
• কণ্ঠ ভেঙে যাওয়া বা কর্কশতা
• মুখে বা গলায় ঘা না শুকানো
• গলায় চাপ অনুভব বা ফুলে যাওয়া
• কান পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাওয়া

তামাকজনিত গলার সমস্যা উপেক্ষা করলে ধীরে ধীরে স্বাভাবিক কথা বলা, খাওয়া ও দৈনন্দিন কার্যকলাপে বাধা সৃষ্টি হয়। দেরি হলে ক্যান্সারের মতো জীবনঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে, যার চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল।

কি করবেনঃ

• তামাক সম্পূর্ণভাবে পরিত্যাগ করুন
• দীর্ঘদিনের গলা ব্যথা বা কর্কশতা থাকলে দ্রুত পরীক্ষা করুন
• নাক–কান–গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন
• প্রয়োজন হলে ল্যারিঙ্গোস্কপি বা অন্যান্য স্ক্যান করান
• সময়মতো চিকিৎসা নিলে জটিলতা উল্লেখযোগ্যভাবে কমানো যায়

👉 গলা, কণ্ঠ বা গিলতে সমস্যা কোনোটিই অবহেলা করবেন না। তামাকজনিত ক্ষতি আগে শনাক্ত হলে জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন👇👇
----------------------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক
(নাক-কান-গলা বিভাগ)
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
-----------------------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ।
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
-----------------------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট।
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
-----------------------------------------

,

👉বারবার গলা ব্যথা? 👉টনসিল নাকি গ্যাসট্রিক রিফ্লাক্স  কোনটা আসল কারণ?অনেকেই বারবার গলা ব্যথাকে শুধু ঠান্ডা-লাগা বা সাময়িক...
19/11/2025

👉বারবার গলা ব্যথা?
👉টনসিল নাকি গ্যাসট্রিক রিফ্লাক্স কোনটা আসল কারণ?

অনেকেই বারবার গলা ব্যথাকে শুধু ঠান্ডা-লাগা বা সাময়িক ইনফেকশন ভেবে অবহেলা করেন। কিন্তু বাস্তবে গলা ব্যথা দীর্ঘসময় ধরে পুনরাবৃত্তি হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ দুটি কারণ হলো টনসিল ইনফেকশন এবং গ্যাস্ট্রিক রিফ্লাক্স (LPR)।
এই দুই সমস্যার উপসর্গের মধ্যে মিল থাকায় রোগীরা অনেক সময় বুঝতেই পারেন না সমস্যা আসলে কোথায়।

টনসিল ইনফেকশন হলে গলার দুপাশের টনসিল ফুলে যায়, ব্যথা করে এবং শরীর বারবার জ্বর দিয়ে সতর্ক করে। অন্যদিকে গ্যাস্ট্রিক রিফ্লাক্স হলে পেটের এসিড উপরে উঠে গলার টিস্যু পুড়িয়ে দেয়, যার ফলে গলায় পোড়া অনুভূতি, কণ্ঠ ভেঙে যাওয়া বা শুকনো কাশি দেখা দেয়।

উভয় অবস্থাই অবহেলা করলে বারবার ব্যথা, ঘুমের ব্যাঘাত, কথা বলায় সমস্যা এবং দীর্ঘমেয়াদে জটিলতা তৈরি করতে পারে। তাই উপসর্গ একই রকম হলেও সঠিক কারণ নির্ণয় করা অত্যন্ত জরুরি কারণ চিকিৎসা দুই অবস্থাতেই সম্পূর্ণ ভিন্ন।

📌টনসিলের সাধারণ লক্ষণঃ
গলায় তীব্র ব্যথা
গিলতে কষ্ট
ঘন ঘন জ্বর
মাউথ স্মেল
টনসিল ফুলে যাওয়া

📌গ্যাস্ট্রিক রিফ্লাক্স (LPR) হলে যা দেখা যায়ঃ

গলায় পোড়া অনুভূতি
কণ্ঠ ভারী বা ভেঙে যাওয়া
রাতে গলা পুড়তে থাকা
শুকনো কাশি
গলায় কিছু আটকে থাকার অনুভূতি

👉 কী করবেন?

✔ সঠিক কারণ জানতে ENT বিশেষজ্ঞের চেকআপ
✔ প্রয়োজন হলে ল্যারিংগোস্কপি / এন্ডোস্কপি
✔ টনসিল হলে অ্যান্টিবায়োটিক/মেডিকেল ম্যানেজমেন্ট
✔ রিফ্লাক্স হলে ডায়েট + লাইফস্টাইল + ওষুধ
✔ দীর্ঘদিন সমস্যা থাকলে ফলো-আপ অত্যন্ত জরুরি

গলার যেকোনো পুনরাবৃত্ত সমস্যাকে অবহেলা না করে সঠিক কারণ খুঁজে চিকিৎসা নিলেই স্বাভাবিক জীবনযাপন সহজ হয়।
আপনার উপসর্গ যদি নিয়মিত ফিরে আসে, দেরি না করে পরামর্শ নিন।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন👇👇
----------------------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক
(নাক-কান-গলা বিভাগ)
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
-----------------------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ।
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
-----------------------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট।
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
-----------------------------------------


👉 আপনি জানেন কি? ডায়াবেটিস আপনার কানের শ্রবণশক্তি ধীরে ধীরে কমিয়ে দিতে পারে❗আমাদের অনেকেরই ধারণা, ডায়াবেটিস শুধু রক্তে স...
17/11/2025

👉 আপনি জানেন কি?
ডায়াবেটিস আপনার কানের শ্রবণশক্তি ধীরে ধীরে কমিয়ে দিতে পারে❗

আমাদের অনেকেরই ধারণা, ডায়াবেটিস শুধু রক্তে সুগারের মাত্রা বাড়ায় বা চোখ, কিডনি ও নার্ভে সমস্যা সৃষ্টি করে। কিন্তু খুব কম মানুষই জানেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কানের ভেতরের সূক্ষ্ম রক্তনালী ও স্নায়ুতেও প্রভাব ফেলে। দীর্ঘদিন রক্তে সুগার নিয়ন্ত্রণের বাইরে থাকলে কানের রক্তনালী ও স্নায়ু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলেই কমতে শুরু করে শ্রবণশক্তি।

📌 যেসব উপসর্গ দেখা দিতে পারেঃ
👉 কথাবার্তা পরিষ্কারভাবে না শোনা
👉 শব্দ যেন দূর থেকে আসছে মনে হওয়া
👉 কানে হালকা বাজা
👉 ব্যস্ত বা শব্দযুক্ত স্থানে কথা বুঝতে সমস্যা

📌 যা করতে পারেনঃ
✅ ডায়াবেটিস নিয়মিত নিয়ন্ত্রণে রাখুন
✅ বছরে অন্তত একবার শ্রবণশক্তি পরীক্ষা করুন
✅ শব্দ শুনতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
✅ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করুন
✅ পরিমাণমতো পানি পান এবং প্রয়োজনীয় ওষুধ নিয়মিত সেবন করুন

মনে রাখবেন, নিয়ন্ত্রিত ডায়াবেটিস কানের স্নায়ু ও শ্রবণশক্তিকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়মতো শ্রবণশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় যত্ন নিলে ভবিষ্যৎ জটিলতা সহজেই এড়ানো যায়।
তাই কানে যেকোনো পরিবর্তন অনুভব করলে দেরি না করে একজন ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন👇👇
----------------------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক
(নাক-কান-গলা বিভাগ)
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
-----------------------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ।
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
-----------------------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট।
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
-----------------------------------------

📌 আপনার কণ্ঠস্বর কি হঠাৎ বদলে গেছে? 👉 হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন সাধারণ মনে হলেও, এটি অনেক সময় গলার জটিল রোগের প্রাথমিক লক্ষ...
13/11/2025

📌 আপনার কণ্ঠস্বর কি হঠাৎ বদলে গেছে?

👉 হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন সাধারণ মনে হলেও, এটি অনেক সময় গলার জটিল রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। দীর্ঘ সময় জোরে কথা বলা, ধূমপান, অ্যালার্জি, ইনফেকশন বা গলার টিস্যুতে ফোলাভাব সবই কণ্ঠস্বর বদলে দিতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি গলার ভোকাল কর্ডে সমস্যা বা টিউমারের ইঙ্গিতও দিতে পারে। তাই এক সপ্তাহের বেশি কণ্ঠস্বর কর্কশ থাকলে তা অবহেলা না করে কারণ খুঁজে দেখা প্রয়োজন।

যা করবেনঃ
🔹 বেশি কথা বলা বা চিৎকার করা থেকে বিরত থাকুন
🔹 গরম পানীয় পান করুন এবং ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করুন
🔹 দীর্ঘদিন সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন

👉 কণ্ঠস্বরের পরিবর্তন অবহেলা করবেন না। সময়মতো সচেতনতা এবং বিশেষজ্ঞের পরামর্শই রক্ষা করতে পারে আপনার কণ্ঠস্বর।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
----------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুনঃ
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------

🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

#কণ্ঠস্বর_পরিবর্তন #সুস্থ_কণ্ঠস্বর #নাককানগলারোগ #সচেতনতা #সিলেট

কথা বলার সময় বা ঢোক গেলার সময় অনেকেরই গলায় অস্বস্তি বা ব্যথা হয়। যদিও এটি প্রায়শই একটি সাধারণ সমস্যা, তবে এটিকে অবহ...
12/11/2025

কথা বলার সময় বা ঢোক গেলার সময় অনেকেরই গলায় অস্বস্তি বা ব্যথা হয়।
যদিও এটি প্রায়শই একটি সাধারণ সমস্যা, তবে এটিকে অবহেলা করা উচিত নয়, কারণ এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।

📌 গলা ব্যাথার সাধারণ কারণঃ
গলা ব্যথার অন্যতম প্রধান কারণ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ। এর ফলে টনসিল, গলবিল বা স্বরযন্ত্রে প্রদাহ হতে পারে। সাধারণ ঠান্ডা লাগা, ফ্লু বা স্ট্রেপ থ্রোটের মতো সংক্রমণে গলা ব্যথা হতে পারে।

👉ধুলাবালি, ধোঁয়া বা নির্দিষ্ট কিছু খাবারের প্রতি অ্যালার্জির কারণেও গলা ব্যথা হতে পারে।
👉শুষ্ক আবহাওয়ায়, বিশেষ করে শীতকালে, বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় গলা শুকিয়ে যেতে পারে এবং ব্যথা হতে পারে।
👉জোরে কথা বললে বা চিৎকার করলে স্বরযন্ত্রের ওপর চাপ পড়ে এবং গলায় ব্যথা হতে পারে।
👉পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে গলা জ্বালা এবং ব্যথা হতে পারে, যা দীর্ঘস্থায়ী গলা ব্যথার একটি কারণ।

📌 কখন সতর্ক হবেন?
সাধারণ গলা ব্যথা কয়েক দিনের মধ্যে সেরে গেলেও, নিম্নলিখিত উপসর্গগুলো দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরীঃ
👉তীব্র ব্যথা এবং গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হলে।
👉১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকলে।
👉গলা বা ঘাড় শক্ত হয়ে গেলে এবং কানে ব্যথা হলে।
👉কাশির সাথে রক্ত গেলে বা গলার স্বর পরিবর্তন হয়ে গেলে।
👉গলায় কোনো ফোলা বা পিন্ডের মতো অনুভব হলে।

এই ধরনের সমস্যা অবহেলা করলে তা থেকে টনসিলে পুঁজ জমা, কানের সংক্রমণ, এমনকি কিডনি বা হৃৎপিণ্ডের সমস্যাও হতে পারে।

আপনার যদি কথা বলার সময় ক্রমাগত গলা ব্যথা হয়, তবে একজন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
---------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------


#গলাব্যথা #সোরথ্রোট #নাককানগলা #ইএনটিবিশেষজ্ঞ #হেডনেকসার্জন #স্বাস্থ্যসচেতনতা #ডাঃআজহারুলইসলামরানা #সিলেট #বিয়ানীবাজার
#ল্যাবএইডসিলেট #গলারযত্ন

আপনাদের সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।সাময়িক বিরতি শেষে রানা স্যার ১৫ নভেম্বর থেকে আবারও আপনাদের পাশে থাকবেন।নাক-কান-গলা...
11/11/2025

আপনাদের সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।
সাময়িক বিরতি শেষে রানা স্যার ১৫ নভেম্বর থেকে আবারও আপনাদের পাশে থাকবেন।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
---------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯

👉 আপনার কানের যত্নে করণীয় কী কী? চলুন জেনে নিই!কান আমাদের শ্রবণশক্তির প্রধান কেন্দ্র, যা দৈনন্দিন যোগাযোগ, শেখা এবং পরিব...
09/11/2025

👉 আপনার কানের যত্নে করণীয় কী কী? চলুন জেনে নিই!

কান আমাদের শ্রবণশক্তির প্রধান কেন্দ্র, যা দৈনন্দিন যোগাযোগ, শেখা এবং পরিবেশ বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু দৈনন্দিন অভ্যাস, যেমন কটন বাড ব্যবহার, হেডফোনের অতিরিক্ত ব্যবহার বা দীর্ঘ সময় শব্দযুক্ত পরিবেশে থাকা, কানের জন্য ক্ষতিকর হতে পারে। এই ছোট ছোট অভ্যাস কখনো কখনো বড় সমস্যার সৃষ্টি করে, যার ফলে ব্যথা, সংক্রমণ বা স্থায়ী শ্রবণক্ষতি পর্যন্ত হতে পারে। তাই নিয়মিত সচেতনতা এবং সঠিক যত্ন নেওয়া অপরিহার্য।

আপনার কানের যত্নে করনীয়ঃ
✅ কটন বাড ব্যবহার থেকে বিরত থাকুন
✅ কানে ব্যথা বা পুঁজ হলে একজন বিশেষজ্ঞকে দেখান
✅ হেডফোন বা ইয়ারফোন কম ভলিউমে ব্যবহার করুন
✅ বছরে অন্তত একবার শ্রবণ পরীক্ষা করান
✅ গোসলের সময় কানে পানি ঢুকানো থেকে বিরত থাকুন

👉 নিয়মিত যত্ন ও সচেতনতা কানের স্বাস্থ্য রক্ষা করে, শ্রবণশক্তি দীর্ঘদিন ভালো রাখে এবং দৈনন্দিন জীবনকে সহজ ও স্বস্তিদায়ক করে।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
---------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

#কানেরযত্ন #শ্রবণস্বাস্থ্য #কাননাকগলারোগ #ডাঃআজহারুলইসলামরানা #নাককানগলাবিশেষজ্ঞ #সিলেট

08/11/2025

আধুনিক মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারির মাধ্যমে হারানো কণ্ঠস্বর ফিরে পাওয়ার গল্প । বড়লেখার বাসিন্দা আব্দুল মালেক সাহেব দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর ভেঙে যাওয়া ও কথা বলতে না পারার সমস্যায় ভুগছিলেন।
পরীক্ষায় ধরা পড়ে তার কণ্ঠনালীতে টিউমার (Vocal Cord Polyp)।

আলহামদুলিল্লাহ্‌!!
সফল মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারির মাধ্যমে টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা হয়,
এবং তিনি ফিরে পেয়েছেন তার হারানো স্বচ্ছ ও স্বাভাবিক কণ্ঠস্বর।

📌 মাইক্রো ল্যারিঞ্জিয়াল সার্জারি কী?

এটি স্বরযন্ত্র বা কণ্ঠনালীর বিভিন্ন রোগের চিকিৎসার একটি আধুনিক ও তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ (Minimally Invasive) অস্ত্রোপচার পদ্ধতি।
এই প্রক্রিয়ায় মুখের ভেতর দিয়ে একটি বিশেষ যন্ত্র লারিঙ্গোস্কোপ প্রবেশ করানো হয় এবং মাইক্রোস্কোপ বা এন্ডোস্কোপ ব্যবহার করে স্বরযন্ত্রকে বড় করে দেখা হয়।
তারপর সূক্ষ্ম সার্জিকাল যন্ত্রের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।

👉 বাইরে থেকে কোনো কাটাছেঁড়া করতে হয় না, ফলে ব্যথা ও জটিলতার ঝুঁকি খুবই কম।

📌 সাধারণত যেসব সমস্যায় এই সার্জারি করা হয়ঃ
✅ স্বরযন্ত্রে সিস্ট, পলিপ বা নোডিউল অপসারণ
✅ ক্যান্সার বা সন্দেহজনক টিউমার এর বায়োপসি
✅ স্বরযন্ত্রের অস্বাভাবিক বৃদ্ধি অপসারণ
✅ রেইনকিস ইডিমা (Reinke’s Edema) নামক বিশেষ সমস্যার চিকিৎসা

অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন পুরোপুরি ভয়েস রেস্ট পালন করা জরুরি।

সঠিক বিশ্রাম, ওষুধ সেবন এবং নিয়ম মেনে চললে দ্রুত সুস্থতা সম্ভব।

📌 রোগীর সফল চিকিৎসা করেছেনঃ

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
---------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

নাক, কান ও গলার সমস্যা?বিশেষজ্ঞ পরামর্শে সঠিক চিকিৎসা নিন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন👇👇-------------------...
06/11/2025

নাক, কান ও গলার সমস্যা?
বিশেষজ্ঞ পরামর্শে সঠিক চিকিৎসা নিন

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
---------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------

📌📌 যে সকল রোগের চিকিৎসা প্রদান করছেনঃ

👉কানে ব্যাথা, কানে কম শোনা
👉কান দিয়ে পূঁজ/পানি পড়া, কানে শোঁ শোঁ শব্দ, মাথা ব্যাথা নাক দিয়ে পানি পড়া/হাঁচি
👉নাক ডাকা রোগের চিকিৎসা নাক দিয়ে রক্ত পড়া, নাকের হাড় বাঁকা
👉পলিপ, সাইনুসাইটিস, মূখমণ্ডলে কোনো ফোলা বা ক্ষত জিহ্বায় ক্ষত, ফোলা বা শক্ত হয়ে যাওয়া
👉মুখগহবের (গলা, তালু) কোনো ফোলা বা ক্ষত
👉গলা ব্যাথা, গলার টনসিলের সমস্যা
👉গলার স্বর পরিবর্তন, খাবার খেতে অসুবিধা
👉গাল এবং ঘাড়ে কোনো ফোলা বা ক্ষত
👉থাইরয়েড, লালা গ্রন্থি বা অন্যান্য ফোলাসহ
👉নাক, কান ও গলার সকল রোগের চিকিৎসা ও সার্জারি করা হয়।

----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

নাক বন্ধ হয়ে থাকাটা কি আপনার নিত্যদিনের সঙ্গী? 📌 নাকের মাংস বৃদ্ধি (Hypertrophied Inferior Turbinate) সচেতন হই আজই! নাক ...
04/11/2025

নাক বন্ধ হয়ে থাকাটা কি আপনার নিত্যদিনের সঙ্গী?
📌 নাকের মাংস বৃদ্ধি (Hypertrophied Inferior Turbinate) সচেতন হই আজই!

নাক বন্ধ থাকা, ঘন ঘন সর্দি বা নিশ্বাস নিতে কষ্ট এসব সমস্যাকে হালকা ভাবে নিলে চলবে না!
অনেক সময় এর পেছনে কারণ থাকে নাকের ভেতরের মাংস বৃদ্ধি, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় হাইপারট্রফাইড ইনফেরিয়র টারবিনেট।

📌 নাকের মাংস বৃদ্ধির সম্ভাব্য কারণঃ
🔹 দীর্ঘদিনের সর্দি বা অ্যালার্জি
🔹 ধুলা, ধোঁয়া ও ঠান্ডা বাতাসের প্রভাব
🔹 সাইনোসাইটিস বা ইনফেকশন
🔹 নাকের গঠনগত ত্রুটি

📌 কিছু সাধারণ লক্ষণঃ
🔹 সবসময় নাক বন্ধ অনুভব করা
🔹 একপাশ দিয়ে বাতাস না যাওয়া
🔹 ঘন ঘন নাক দিয়ে পানি পড়া
🔹 ঘুমের সময় নাক ডাকা
🔹 ঘ্রাণশক্তি কমে যাওয়া

📌 নাকের মাংস বৃদ্ধির চিকিৎসা ও করণীয়:
✅ অ্যালার্জি ও ধুলাবালি থেকে দূরে থাকা
✅ চিকিৎসকের পরামর্শে নাসাল স্প্রে ব্যবহার
✅ প্রয়োজন হলে ছোট সার্জারি (Turbinoplasty)

আপনার নাকে যদি এমন কোনো সমস্যা দীর্ঘদিন ধরে থেকে থাকে, তাহলে অবহেলা না করে অবশ্যই একজন নাক, কান ও গলা (ENT) বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
একটি সঠিক পরামর্শই পারে আপনার এই ভোগান্তির অবসান ঘটাতে।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ও হেড-নেক সার্জন👇👇
---------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

👉 প্রতিদিনের মাথাব্যথা কি স্বাভাবিক নাকি সাইনাসের লক্ষণ?অনেকেই দৈনন্দিন মাথাব্যথাকে চোখের সমস্যা বা মানসিক চাপের সঙ্গে য...
01/11/2025

👉 প্রতিদিনের মাথাব্যথা কি স্বাভাবিক নাকি সাইনাসের লক্ষণ?

অনেকেই দৈনন্দিন মাথাব্যথাকে চোখের সমস্যা বা মানসিক চাপের সঙ্গে যুক্ত করেন। তবে অনেক সময় এর মূল কারণ হতে পারে সাইনাস ইনফেকশন। সাইনাসে প্রদাহ বা সংক্রমণ হলে মাথার একপাশ ভারি লাগে, নাক বন্ধ থাকে, গালে ব্যথা হয় এবং ঘ্রাণশক্তিও কমে যেতে পারে।

অধিকাংশ ক্ষেত্রে ঠান্ডা-সর্দি বা ধুলাবালি সাইনাসে সংক্রমণের কারণ হয়ে থাকে। সমস্যা দীর্ঘস্থায়ী হলে সাধারণ ব্যথানাশক উপশম দেয় না; প্রয়োজন সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা। গরম পানির বাষ্প নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম এবং অ্যালার্জি থেকে দূরে থাকা কিছুটা উপশম দিতে সাহায্য করে।

📌 সাধারণ মাথাব্যথার সম্ভাব্য কারণ:

🔹 ঘুমের অভাব বা অনিয়মিত ঘুম
🔹 মানসিক চাপ, টেনশন বা উদ্বেগ
🔹 দীর্ঘ সময় মোবাইল/কম্পিউটার ব্যবহার
🔹 চোখের সমস্যা (চশমার পাওয়ার পরিবর্তন)
🔹 পানিশূন্যতা বা খাবার বাদ দেওয়া
🔹 রক্তচাপের তারতম্য

📌 সাইনাসের মাথাব্যথার লক্ষণ:

🔴 কপাল, চোখের চারপাশ বা নাকের দু’পাশে চাপধরা ব্যথা
🔴 ঝুঁকে কিছু তুললে বা মাথা নিচু করলে ব্যথা বেড়ে যায়
🔴 নাক বন্ধ বা সর্দি লেগে থাকা
🔴 গন্ধ ঠিকমতো না পাওয়া
🔴 মুখ ভার ভার লাগা

👉 দীর্ঘস্থায়ী মাথাব্যথাকে উপেক্ষা করবেন না।
সময়মতো সঠিক চিকিৎসা নিলে সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
হেড-নেক সার্জন👇👇
-----------------------------------------
মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক
(নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত
দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
------------------------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

#মাথাব্যথা #নাককানগলারোগ #সচেতনতা #সিলেট

অতিরিক্ত নাক ডাকেন? আজই সতর্ক হোন!এটি হতে পারে ‘স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea)’ নামের এক বিপজ্জনক ঘুমজনিত ব্যাধির লক্ষণ।...
30/10/2025

অতিরিক্ত নাক ডাকেন? আজই সতর্ক হোন!
এটি হতে পারে ‘স্লিপ অ্যাপনিয়া (Sleep Apnea)’ নামের এক বিপজ্জনক ঘুমজনিত ব্যাধির লক্ষণ।

👉স্লিপ অ্যাপনিয়া কী?

✅ স্লিপ অ্যাপনিয়া হলো এমন একটি অবস্থা, যেখানে ঘুমের সময় বারবার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় বা কমে যায়। এর ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ঘুমের গুণগত মান নষ্ট হয়, এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। চিকিৎসা না করালে এটি হতে পারে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, এমনকি মানসিক সমস্যারও কারণ।

👇👇 স্লিপ অ্যাপনিয়া যেসব লক্ষণে বুঝবেন 👇👇
✅উচ্চস্বরে নাক ডাকা
✅ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা বা হাঁসফাঁস করা
✅সকালে মাথাব্যথা বা ক্লান্তি
✅দিনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব
✅ঘুম থেকে ওঠার পর মুখ ও গলা শুকিয়ে থাকা

স্লিপ অ্যাপনিয়ার কীভাবে চিকিৎসা করা হয়?
👉 স্লিপ টেস্ট (Polysomnography) করে নির্ণয়
👉 জীবনযাত্রার পরিবর্তন (ওজন কমানো, ধূমপান-অ্যালকোহল পরিহার, ঘুমের ভঙ্গি পরিবর্তন)
👉 প্রয়োজনে CPAP থেরাপি বা ওরাল অ্যাপ্লায়েন্স

আপনার বা প্রিয়জনের যদি এসব লক্ষণ থাকে, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন

নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন👇👇
----------------------------
ডাঃ মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহযোগী অধ্যাপক (নাক-কান-গলা বিভাগ)
নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত দিল্লী (ইন্ডিয়া) এবং সিঙ্গাপুর
----------------------------
🏥 চেম্বার-১: ল্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক)
নিউ মেডিকেল রোড, কাজল শাহ, সিলেট, বাংলাদেশ
🕘রোগী দেখছেন: প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৫-৪৬৯৯৯৯
👉 ০১৯২৭-৮৬৭৯৩৪
👉 ০১৭৬৬-৬৬২৭২৭-২৮
----------------------------
🏥 চেম্বার-২: সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস
(কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টার)
মজুমদার কমপ্লেক্স, হাসপাতাল রোড, বিয়ানীবাজার, সিলেট
🕘রোগী দেখছেন: প্রতি বৃহস্পতিবার বিকাল ৩.৩০টা-রাত ৯টা
প্রতি শুক্রবার সকাল ১১টা - রাত ৯টা পর্যন্ত

📞 সিরিয়ালের জন্য কল করুন:
👉 ০১৮১৮-৩৫৯৯৯৯
----------------------------

Address

LABAID Diagnostic Sylhet, House-# 362-363, New Medical Road, Kajol Shah
Sylhet
3100

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Azharul Islam Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram