22/12/2025
স্বাস্থ্য সচেতনতার প্রথম ধাপই হলো নিজের শরীর সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য হলো রক্তের গ্রুপ। রক্ত মানবদেহের জীবনপ্রবাহের মূল উপাদান অক্সিজেন পরিবহন থেকে ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখা এবং প্রতিটি জায়গায় রক্তের ভূমিকা অপরিহার্য। অথচ নিজের রক্তের গ্রুপ জানা বিষয়ে অনেকেই উদাসীন। কিন্তু সত্য হলো এই ছোট্ট তথ্যটি জরুরি চিকিৎসা, নিরাপদ রক্তদান এবং জীবন বাঁচানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে।
রক্তের অভাব নয়, ছড়িয়ে পড়ুক সহানুভূতির রক্তধারা। Sylhet Blood Center কাজ করছে সিলেটে ব্লাড রিলেটেড সমস্যা দূরীকরণে।