Ruqyah & Hijama Service Bd

Ruqyah & Hijama Service Bd যাদু,জ্বীন,বদনজর ও বিভিন্ন রকম জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

29/11/2025

#রুকইয়াহ সফরে আসছি ঢাকায়
থাকবো আগামীকাল পর্যন্ত।
যাদের জরুরী রুকইয়াহ করার প্রয়োজন যোগাযোগ করতে পারেন।

16/11/2025

জ্বীনগ্রস্ত রোগীর রুকইয়াহ #জ্বীন #রুকইয়াহ

16/11/2025

রুকইয়াহ

রুকইয়াহ ও হিজামার উপকারিতা🌿 সুন্নাহভিত্তিক চিকিৎসা – দেহ ও মনের প্রশান্তি🔶 রুকইয়াহ (Ruqyah) কী?রুকইয়াহ হলো কুরআনের আয়াত,...
14/11/2025

রুকইয়াহ ও হিজামার উপকারিতা
🌿 সুন্নাহভিত্তিক চিকিৎসা – দেহ ও মনের প্রশান্তি
🔶 রুকইয়াহ (Ruqyah) কী?
রুকইয়াহ হলো কুরআনের আয়াত, দুআ ও যিকিরের মাধ্যমে আল্লাহর কাছে শিফা প্রার্থনার পদ্ধতি।
এটি সুন্নাহ অনুযায়ী সম্পূর্ণ হালাল, নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।
✨ রুকইয়াহর উপকারিতা
🕊️ মানসিক প্রশান্তি ও হৃদয়ের শক্তি বৃদ্ধি
😔 দুশ্চিন্তা, ভয়, বিষণ্নতা ও মানসিক ক্লান্তি দূরীকরণ
👁️ নজর লাগা, জিনের সমস্যা ও জাদুর প্রভাব থেকে আল্লাহর সাহায্যপ্রাপ্তি
💞 পরিবারিক কলহ, অশান্তি ও আত্মিক দুর্বলতা দূর
🤲 ইমান বৃদ্ধি ও আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার সংস্কার
🔄 দেহ-মনের ভারসাম্য ফিরিয়ে আনে
হিজামা (Cupping Therapy) কী?
হিজামা হলো কাপিং পদ্ধতিতে দেহের ক্ষতিকর দুষিত রক্ত বের করার সুন্নাহভিত্তিক চিকিৎসা।
✨ হিজামার উপকারিতা
🩸 দেহের টক্সিন ও নষ্ট রক্ত পরিষ্কার করে
💆 মাথাব্যথা, মাইগ্রেন ও মানসিক চাপ কমায়
🦵 জয়েন্ট পেইন, কোমর ব্যথা, ঘাড় ব্যথা উপশম
❤️ রক্তসঞ্চালন বৃদ্ধি করে হৃদপিণ্ডকে সুস্থ রাখে
🔥 গ্যাস, এসিডিটি, হজম সমস্যা ও স্নায়ুর ব্যথা কমায়
⚡ শরীরকে চাঙ্গা ও কর্মক্ষম করে
🛡 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
🌙 কেন রুকইয়াহ ও হিজামা গ্রহণ করবেন?
এ দুটি চিকিৎসা পদ্ধতি প্রিয় নবী ﷺ এর সুন্নাহ।
দেহ–মন–আত্মা—সবকিছুতেই আনে প্রশান্তি, শক্তি ও আরোগ্য।

চিকিৎসা ও পরামর্শের জন্য👇
Raqi Hussain Ahmed
Hussain Ahmed
01753-517790
01866388409

https://youtu.be/nlJiZVyWX8Q
28/07/2025

https://youtu.be/nlJiZVyWX8Q

জ্বিন যাদু বদনজর শারীরিক মানুষিক রোগের শরিয়া ভিত্তিক চিকিৎসার জন্য যোগাযোগ করুন।01866388409(Whatsapp) 01753517790(imo)

রিজিকের সর্বোচ্চ স্থর হচ্ছে সুস্থতা, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ অবস্থায় জীবন যাপন করার তাওফিক দান করুন।আমীন  ゚viralシ    ゚...
25/05/2025

রিজিকের সর্বোচ্চ স্থর হচ্ছে সুস্থতা, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ অবস্থায় জীবন যাপন করার তাওফিক দান করুন।
আমীন
゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

22/05/2025

২৪ শে মে থেকে কয়েকদিন ঢাকায় অবস্থান করবো ঢাকার ভিতরে ও পাশ্ববর্তী জেলা সমূহে রুকইয়াহ হোম সার্ভিস দেওয়া হবে। ইনশাআল্লাহ
যোগাযোগ 01753-517790

17/05/2025

স্বামী স্ত্রী বিচ্ছেদের যাদু ধ্বংসের রুকইয়াহ
Hussain Ahmed
Raqi Hussain Ahmed

゚viralシ

রুক্বইয়াহ হচ্ছে শরিয়া সম্মত চিকিৎসা পদ্ধতি যা রাসুলুল্লাহ সাঃ এর বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। রুকইয়াহ এর মাধ্যমে যে সকল ...
15/05/2025

রুক্বইয়াহ হচ্ছে শরিয়া সম্মত চিকিৎসা পদ্ধতি
যা রাসুলুল্লাহ সাঃ এর বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত।

রুকইয়াহ এর মাধ্যমে যে সকল চিকিৎসা সমস্যার সমাধান হয়👇

✅ বদনজর,
✅ হিংসা,
✅ অবনতি,
✅ জিনের আসর,
✅ জাদু-টোনা,
✅ বানমারা,
✅ কালো-যাদু,
✅ বিয়ের আলাপ বাধাগ্রস্থ হওয়া,
✅ স্বামী-স্ত্রীর সম্পর্কের অমিল,
✅ পারিবারিক কলহ/অশান্তি,
✅ ব্যবসা-বাণিজ্যে উন্নতি না হওয়া,
✅ ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা,
✅ রোগবালাই লেগেই থাকা,
✅ পড়া-লেখায় অবনতি,
✅ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলা,
✅ ডিপ্রেশন,
✅ প্যারানরমাল সমস্যা, ইত্যাদি।

রুক্বইয়াহ কিভাবে করা হয়❓

কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ সাহাবাদের আমল এবং সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে সম্পূর্ণ শারইয়্যাহ মেনে রুক্বইয়াহ করা হয়।

📞 যোগাযোগঃ 01753517790 (রাকী)
📌 ঠিকানাঃ Ruqyah & Hijama Service Bd
জহিরগন্জ বাজার, ঝগড়ি,সুজানগর,বড়লেখা,মৌলভীবাজার।

সুন্নাহ সম্মত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করুন কুফর শিরক মুক্ত জীবন যাপন করুন।

19/04/2025

বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাবীব আত্তারী হুজুরের 'দুরুদ শরীফের" ফজিলত নিয়ে কিছু বক্তব্য শুনেছিলাম।
তার মধ্যে কিছু বাক্য হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।
পুরো বক্তব্য যদিও মনে নেই, তবে যতটুকু মনে আছে সেটাই শেয়ার করছি—

🪺 আপনি যদি চান দুনিয়াতে সুখ ও শান্তি, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺আপনি যদি চান আপনার জীবন থেকে সকল ধরনের দুশ্চিন্তা দূর হয়ে যাক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺আপনি যদি চান আপনার সম্মান বাড়ুক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺আপনি যদি চান মৃত্যুর সময় রাসূলুল্লাহ ﷺ-এর দিদার নসিব হোক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺আপনি যদি চান আপনার কবর নূরে ভরে যাক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺কেয়ামতের সময় নবী ﷺ-এর চেহারা মোবারক দেখতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺কেয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ-এর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺রাসূলুল্লাহ ﷺ-এর সাথে জান্নাতে যেতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺বার- বার মদিনা যেতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

🪺স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-এর দিদার নসিব হোক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।

আর কী বাকি আছে জীবনে?
দুনিয়ার জীবনে যা চাই, মৃত্যুর সময় যা চাই, আর কেয়ামতের দিন যা চাই—সবই তো চেয়ে নিলাম।

এখনো কিছু বাকি আছে কি? 🤔

🔹আপনার রিজিকে বরকত চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹আপনার সম্মান বৃদ্ধি চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹 সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹ঈমানের সাথে মৃত্যু চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গী হয়ে জান্নাতে যেতে চান? দুরুদ শরীফ পড়ুন।

🟩 দুরুদ শরীফ—সমস্ত সমস্যার সমাধান 🟩

🍁 আমাদের জীবনের সব রকমের সমস্যা সমাধান দুরূদ শরীফের মধ্যে মজুদ রয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা দুরুদ শরীফের ফজিলত শুনে মাঝে-মাঝে জোসে অনেকবার পড়ি, কিন্তুু নিয়মিত করতে পারি না।
আমলের পরিমান অল্প হোক সমস্যা নাই, নিয়মিত করলে এই আমল জীবনে অনেক রহমত-বরকত বয়ে নিয়ে আসে।
ফজিলত লাভ করতে হলে অবশ্যই নিয়মিত আমল করতে হবে।

এটা নিয়মিত করার জন্য একটি পদ্ধতি বের করুন। প্রয়োজন হলে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে রাখুন, যেকোনো ভাবেই হোক এ সংখ্যাটা সারাদিন আমি পূরণ করবোই—এমন নিয়ত করুন।
১০০ বার, ২০০ বার, ৩০০ বার, হাজার বার—যত পারেন পড়ুন। মহব্বতের সহীত দুরুদ শরীফ পড়ুন আর দুরুদের বরকত আপনার চোখের সামনে দেখুন।"

আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সবাইকে দুরুদ. শরীফের বরকত লাভের তাওফিক দান করুক।
আমিন। 🤲

💠 কয়েকটি ছোট্ট দুরুদ শরীফ 💠

🍁আল্লাহুমা সাল্লিয়ালা সায়্যিদিনা মোহাম্মদ (ﷺ) 📿

🍁 আল্লাহুমা সাল্লিয়ালা সায়্যিদিনা মোহাম্মদ (ﷺ) ওয়া আলা আ-লি সায়্যিদিনা মোহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম 📿

🍁 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ﷺ)

🍁আল্লাহুমা সাল্লিয়ালা মোহাম্মদ (ﷺ) 📿

🍁আল্লাহুমা বারিক আ'লা মোহাম্মদ (ﷺ) 📿

🍁আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ {ﷺ} 📿

🍁আল্লাহুমা ছাল্লি আলা মুহাম্মাদীওঁ ওয়া আলা আ-লি মুহাম্মাদ। {ﷺ} 📿

🍁 সল্লাল্লাহু আ'লা সায়্যিদিনা মুহাম্মাদ {ﷺ} 📿

কপি.গাজী ইয়াকুব

19/04/2025

এটা কোন সিস্টেমের জিকির রে ভাই?

#জিকির ゚viralシ

Address

Jahirgang Bazar
Sylhet
3252

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah & Hijama Service Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah & Hijama Service Bd:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram