Annur Ruqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Annur Ruqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার

Annur Ruqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার রুকইয়াহ আশশারিয়া হচ্ছে জীন যাদুর এক মাত্র কার্যকর স্থায়ী চিকিৎসা।

26/11/2025

ঘুম যথেষ্ট হলেও সবসময় ক্লান্তি, দুর্বলতা, এবং শরীরে ভারীভাব থাকা বদনজর ও যাদুর লক্ষণ।

25/11/2025
25/11/2025

প্রায়ই স্বপ্নে খাবার খেতে দেখা, খাবার রুচি না থাকা কিংবা দিনদিন শরীর শুকিয়ে যাওয়া পেটে থাকা যাদুর লক্ষণ ।

21/11/2025

"হে মানবজাতি! তোমরা তোমাদের প্রভুর ভয় কর। নিশ্চয় কেয়ামতের কম্পন একটি ভয়াবহ ব্যাপার।"
সূরা হজ-০১

20/11/2025

"শরীরের সৌন্দর্যের শত্রু: আশিক ও খবিস শাইতান জিনের ৫টি প্রভাব!"

আপনার সৌন্দর্য কি ক্ষতিগ্রস্ত? সতর্ক হোন এখনই!

শরীরের সৌন্দর্য ও স্বাভাবিকতা নষ্ট করার জন্য আশিক এবং খবিস শাইতান বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এগুলো সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও, এগুলোর পেছনে প্যারানরমাল বা আশিক ও খবিস জিন দ্বারা পজেস হওয়ার মতো কারণ বিদ্যমান থাকে।

আশিক-খবিস শাইতান জিনের কার্যকলাপের ৫টি লক্ষণ:

📌 চেহারায় ব্রণের আধিক্য: যত যত্নই নিন না কেন, চেহারায় ব্রণ উঠতেই থাকে।
📌 স্কিনে অ্যালার্জি ও চুলকানি: ত্বকে এমন অ্যালার্জি বা চুলকানি, যা সহজে ভালো হয় না।
📌 দাগ ও ছাপ: শরীরের বিভিন্ন অংশে কামড়ের দাগ, নখের আঁচড়ের মতো লাল, নীল বা কালো দাগ।
📌 মেছতার সমস্যা: চেহারায় মেছতা, যা চেহারার উজ্জ্বলতা নষ্ট করে।
📌 অতিরিক্ত দুর্গন্ধ: শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়ায় যা পরিচ্ছন্নতার পরও দূর হয় না।

এই সমস্যার সমাধান কীভাবে করবেন?

✅ আত্মিক পরিশুদ্ধি:

নিয়মিত সালাত আদায় করুন।

প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মাসনূন যিকির করুন।

কুরআন তিলাওয়াত এবং রুকইয়াহ শারইয়াহ করুন।

✅ পরামর্শ নিন:

শরীয়াহ অনুযায়ী অভিজ্ঞ রাকীর সাহায্য নিন।

পবিত্রতা বজায় রাখুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন।

আপনার সমস্যার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন?

আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন। সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ, আমরা আপনাকে সাহায্য করব।

আন-নূর রুকইয়াহ সেন্টার
রুকইয়াহ শারইয়াহ, কন্সালটেশন সেশন, এবং হিজামা (কাপিং থেরাপি) সেশনের জন্য এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:

যোগাযোগের জন্য অফিসিয়াল নম্বার:
📞 +8801310616305
📞 +8801794520425

(যোগাযোগের সময়: সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত)

#রুকইয়াহ #আত্মিক_শুদ্ধি Ruqyah center Moulvibazar #রাকী #সুস্থ_জীবন #আশিক #খবিস #যানী #জিন #যাদু #বদনজর #হাসাদ

19/11/2025

মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে করা যাদুকে সাধারণভাবে পাগল করার যাদু বলা হয়। এই প্রভাব ধীরে ধীরে মানুষের আচরণ, চিন্তা ও অনুভূতিতে অস্বাভাবিক পরিবর্তন এনে দেয় যা সাধারণ চিকিৎসায় সহজে ধরা পড়ে না।

🔹পাগল করার যাদুর কিছু লক্ষণসমূহ -

🔻অস্থিরতা ও বিভ্রান্তি অনুভব হওয়া, মাথায় চাপ, সিদ্ধান্ত নিতে অসুবিধা।
🔻 কারণ ছাড়া আতঙ্ক বা হঠাৎ ভয় পাওয়া।
🔻 হঠাৎ রাগ, কান্না করা, ইমোশন নিজের নিয়ন্ত্রণে না থাকা।
🔻স্মৃতিশক্তি কমে যাওয়া, বারবার ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা।
🔻নেতিবাচক চিন্তা নিজেকে সবসময় দোষী মনে হওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া।
🔻 একাকিত্বে থাকতে চাওয়া,মানুষের সাথে মেলামেশায় অনীহা আসা।
🔻অস্বাভাবিক সন্দেহ,পরিবার বা স্বামী/স্ত্রীর প্রতি অকারণ অবিশ্বাস।
🔻 ঘুমে নানা সমস্যা অনুভব হওয়া,দুঃস্বপ্ন, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, গুঙিয়ে ওঠা।

উপরে থাকা একাধিক লক্ষণ স্থায়ীভাবে দেখা গেলে অভিজ্ঞ রাকীর নিকট থেকে সঠিক ডায়াগনোসিস নেওয়া প্রয়োজন।

19/11/2025

আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে।
আল-হাদিস।

18/11/2025

প্রত্যেক জালিমকেই পরিণতি ভোগ করতে হয়। আপনার উপর জুলুমকারী যাদুকর, আত্মীয় ও জ্বীন শয়তানরাও একদিন পরিণতি ভোগ করবে
—Insha Allah—

17/11/2025

✅ যাদু (سِحْرٌ) হলো এমন এক প্রকার কুফরি ও গোপন কার্যপ্রণালী, যার মূলভিত্তি শয়তান ও জিনের সাথে চুক্তি বা সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। যাদুকর (সাহির) শয়তানের নিকট কিছু নির্দিষ্ট চাওয়া বা আনুগত্য প্রদর্শনের বিনিময়ে যেমন আল্লাহর নাম অবমাননা, কুরআনের আয়াত বিকৃতি, অশুদ্ধ কাজ, বা কুরবানির মাধ্যমে শয়তান তার চাওয়া পূরণ করে। এই পারস্পরিক চুক্তিই যাদুর কার্যকারিতা বজায় রাখে। যখন যাদুকর ঐ আনুগত্য বা বলিদান বন্ধ করে দেয়, তখন শয়তানও সাহায্য করা বন্ধ করে দেয়।

অতএব, যাদু আসলে শয়তানের সঙ্গে এক প্রকার ‘ইবাদত বিনিময়’ চুক্তি, যা আল্লাহর নিকট মহা গুনাহ ও স্পষ্ট কুফরি।

কুরআনের বলা হয়েছে -

وَلَـٰكِنَّ ٱلشَّيَـٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ ۖ
“কিন্তু শয়তানরাই কাফের হয়েছিল; তারা মানুষকে যাদু শিক্ষা দিত।”
সুরা আল-বাকারা ২:১০২

এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, যাদু শিক্ষা ও এর মাধ্যমে কাজ করা কুফরি; কারণ এটি শয়তানের নির্দেশে সংঘটিত হয়।

আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন

وَأَنَّهُۥ كَانَ رِجَالٌۭ مِّنَ ٱلْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍۢ مِّنَ ٱلْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًۭا
“মানুষদের কিছু ব্যক্তি জিনদের কিছু ব্যক্তির আশ্রয় নিত; ফলে তারা তাদের বিপথে আরও বাড়িয়ে দিত।”
সুরা আল-জিন ৭২:৬

এই আয়াতে মানুষ ও জিনের মধ্যে অবৈধ সম্পর্ক বা সাহায্য চাওয়ার (যেমন যাদুর ক্ষেত্রে) নিষিদ্ধতা ও এর পরিণতির দিকটি তুলে ধরা হয়েছে।

সারকথা:
যাদু কোনো স্বতন্ত্র শক্তি নয়; বরং এটি জিন ও শয়তানের সঙ্গে করা এক শিরকভিত্তিক চুক্তির ফল। যাদুকর যতদিন শয়তানের জন্য উপাসনা ও আনুগত্য চালিয়ে যায়, ততদিন যাদু কার্যকর থাকে। কিন্তু এই সম্পর্ক আল্লাহর দৃষ্টিতে স্পষ্ট কুফরি ও চিরস্থায়ী শাস্তির কারণ।
#যাদু #সেহের
#বদনজর #রুকইয়াহ

17/11/2025

একজন পাকিস্তানি যাদুকরের বক্তব্য...

আমি মাঝে মাঝে কিছু জ্বীনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালু জাদু করতে আসত। জ্বীনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হত, যেমন কারো বাড়ির শান্তি অস্থিতিশীল করার জন্য, কারো অসুস্থতা সৃষ্টি করতে অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য। মাঝে মাঝে কারো উপর জ্বীন চালনা করা হলে কখনো কখনো জ্বীনেরা ফিরে এসে আমাকে বলত যে তারা কাউকেই সেখানে দেখতে পায়নি, আবার কখনো কখনো তারা বলত যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না।

তখন আমি আফারিত দের (ইফ্রিদ) পাঠাই, যাদের ক্ষমতা জ্বীনদের মধ্যে সর্বোচ্চ এবং তারাও একই অজুহাত দিয়ে ফিরে আসত।

এরপর আমি জ্বীনদের আবারও পুনরায় যাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছিলো তাদের নাম, জায়গার ঠিকানা এবং কোন অবস্থানে আছে সেটি বলি। এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ আমরা আপনার বলে দেয়া জায়গাতেই গিয়েছিলাম কিন্তু তাদের খুঁজে পাই নি!
আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে, ওইসব লোকদের সুরক্ষার স্তর, তাদের চারপাশের সুরক্ষা বেস্টনি বেশ মজবুত।
আবার এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই, এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছেমতো কালো জাদুতে আক্রান্ত করা আমার জন্য খুব সহজ।

যাদেরকে আফারিত (ইফ্রিদ) পর্যন্ত খুজে পায় না সেসব লোকজন কুরআন এবং সালাত দিয়ে তাদের চারপাশে ভালমত সুরক্ষা বলয় তৈরী করে রাখে। কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাত মিস করে, জ্বীনেরা তাদের দেখতে না পেলেও শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে নির্দিষ্ট একটি দুরুত্ব থেকে।
যাদের প্রকৃত সুরক্ষা আছে, জিনরা তাদের দেখতে পায় না যাই হোক না কেন।

এবং তারপর আমি কুরআনের একটি আয়াত সম্পর্কে বুঝতে পারলামঃ
*যখন তুমি কুরআন তেলাওয়াত করো, তখন তোমার এবং যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দা স্থাপন করে দেই*
যার অর্থ আপনি মানুষের মন্দ ব্যাপার এবং দুষ্ট জ্বীন উভয়ের বিরুদ্ধেই ঢাল (সুরক্ষা বলয়) পাবেন।"
প্রতিদিন কুরআন পড়ুন।

সহীহ মুসলিম এবং ইবন হিব্বানে নবী (সঃ) বলেছেনঃ "তোমাদের ঘরগুলিকে কবরস্থানে পরিণত করো না (কোরআন বা জিকির যে ঘরে নেই)।

যেখানে সূরাতুল বাকারা (আয়াতুল কুরসি্) নিয়মিত পাঠ করা হয় সেখান থেকে শয়তান ও দুষ্ট জ্বীন আতংকিত হয়ে পালিয়ে যায়।

কালেক্ট

16/11/2025

ঘুমের মধ্যে বুকে প্রচন্ড চাপ বা পুরো শরীর অবশ অনুভব করা,হঠাৎ গুঙিয়ে ওঠা জ্বীন আক্রান্ত হওয়ার লক্ষণ।

15/11/2025

♦️সিহরুল মারশুশে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ—

★ হাঁটুর নীচে, পায়ের তালুতে, পায়ের পাতায় ব্যথা থাকা।

★ পায়ে বা পায়ের তালুতে হার্টবিটের মত খোঁচা বা লাফালাফি অনুভূত হওয়া।

★ দুই হাঁটুতে ভার কিংবা অবশ অনুভূত হওয়া। ফলে হাঁটতে কষ্ট হওয়া, ব্যালেন্স না পাওয়া, হাঁটতে গেলেই অস্থির লাগা বা প্রচন্ড গরম লাগা, ক্লান্তি লাগা ইত্যাদি।

★ পায়ে অতিরিক্ত গরম অনুভূত হওয়া।

★ ঘুমের ভেতর বা জাগ্রত অবস্থায় দৃষ্টিবিভ্রম (Hallucination) হওয়া।
যেমনঃ ঘরের মাঝে অদৃশ্য কিছু হাঁটছে বা তাকিয়ে আছে বা দৌঁড়ে চলে গেলো ইত্যাদি অনুভূত হওয়া। এর দ্বারা প্রতীয়মান হয় যে, উক্ত ঘরে সিহরুল মারশুশ আছে।

★ নিজের ঘরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা। কিন্তু বাসার বাহিরে সুস্থ অনুভব করা।

★ বিশেষ স্থান/ জায়গায় বা বিশেষ কাজ করতে গেলে অসুস্থ বোধ করা।
যেমনঃ রান্নাঘরে গেলে রান্না করতে অসুস্থ বোধ করা। বাসায় গেলে অসুস্থ বোধ হওয়া, অথচ বাসার বাহিরে সুস্থ বোধ করা ইত্যাদি।

★ যাদুগ্রস্থ রোগীর পুরো শরীর আংশিক অবশ বা জড়তা ভাব থাকা।

★ ঘরে বা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় রক্ত বা পানি জাতীয় কিছু ছিটানো দেখতে পাওয়া; যার উৎস অজানা।

★ হঠাৎ করে শরীরে বা পোশাকের উপর কারণ ছাড়াই পানির ছিটা অনুভূত হওয়া।

©

Address

Sylhet

Opening Hours

Monday 13:00 - 21:00
Tuesday 12:00 - 21:00
Wednesday 01:00 - 21:00
Thursday 13:00 - 17:00
Friday 20:30 - 22:00
Saturday 01:50 - 20:00
Sunday 01:50 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annur Ruqyah center Moulvibazar মৌলভীবাজার রুকইয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram