17/11/2025
রক্ত ডোনার হিসেবে নিকট আত্মীয়দের (বাবা/মা, ভাই-বোন, সন্তান) রক্ত নেওয়া উচিত নয়। এতে রেয়ার কিন্তু প্রাণঘাতী একটি জটিলতাকর হতে পারে, যার নাম TA-GvHD বা Transfusion Associated Graft versus Host Disease।
এ সমস্যাটি যে সবসময় হবে এমন নয়, কিন্তু হলে মৃত্যুর সম্ভাবনা অবশ্যম্ভাবী।
এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্ত সংস্থাপন না করি, আপনজনের রক্ত গ্রহণ থেকে বিরত থাকি।ব্লাড ডোনার হিসেবে পরিচিত কিন্তু অনাত্মীয়—এমন ডোনার সিলেক্ট করি (যেমন: প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সহকর্মী ইত্যাদি)।
স্বামী স্ত্রীর মধ্যেও কি সমস্যা হতে পারে?
স্বামী যদি স্ত্রীকে ব্লাড দেয়, তাদের ব্লাডগ্রুপ যদি একই হয়, তাহলেও সমস্যার সৃষ্টি হতে পারে। স্বামীর রক্তের মধ্যে থাকা মাইনর অ্যান্টিজেন স্ত্রীর রক্তে যেতে পারে, যা পরবর্তীতে স্ত্রীর দেহে ঐ অ্যান্টিজেন এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরী করায়। এই অ্যান্টিবডি স্ত্রীর দেহ থেকে যাবে এবং সেটি পরবর্তীতে প্লাসেন্টা (গর্ভফুল) এর মাধ্যমে গর্ভস্থ ভ্রূণের মধ্যে স্থানান্তর হতে পারে, যা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।
কারণ পরবর্তীতে সেই মাইনর অ্যান্টিজেন এর বিরুদ্ধে তৈরী হওয়া “অ্যান্টিবডি” foreign particle (সহজ করে বললে বাইরের শত্রু) হিসেবে চিন্তিত করে তা নষ্ট করে দিতে বা মেরে ফেলতে চাইবে!
এই অ্যান্টিবডি একসময় থাকে না, দেহ থেকে বের হয়ে যায়। কিন্তু বাচ্চা জন্মের সময় সমস্যার সৃষ্টি করে।