MD. ALA UDDIN ALAL

MD. ALA UDDIN ALAL Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD. ALA UDDIN ALAL, Family doctor, sreemangal/moulovibazar, Sylhet.

03/11/2024

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে কারও সম্পর্কে কিছু না জেনে তার নামে সমালোচনা করা।

11/10/2024

ব্যক্তি ঠকানো, কোম্পানি ঠকানো দুনোটা একই এবং হারাম,এরদ্বারা শেষ ভালো হয়না,সন্তান ভালো হয়না,এবং এক বিন্দু নেক আমল কবুল হয়না,হবেওনা।

বিশ্ব বাগানে মরুর কাননে ফুটলো নবীন ফুল। ধন্য হল,মাতৃভূমি মা আমিনার কোল।আকাশে চাঁদ ধরায় এসে,মা আমেনার কোলে হাসেউদয় হল হৃদ...
15/09/2024

বিশ্ব বাগানে মরুর কাননে ফুটলো নবীন ফুল।
ধন্য হল,মাতৃভূমি মা আমিনার কোল।
আকাশে চাঁদ ধরায় এসে,মা আমেনার কোলে হাসে
উদয় হল হৃদয় আকাশে,নুরেরও পুতুল
ছিল রবিউল আউয়ালের দ্বাদশ মদিনায় পেল পরশ
ফেরেস্তারা গাহিছে সবে ইয়া হাবিব রাসূল।

14/09/2024

সঠিক ও ভালো মন মানসিকতা থাকলে ভালো পরিবেশ করা যায়।
আর ভালো পরিবেশ পেলে ভালো কাজ করা যায়।
এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকা যায়।

কচু পাতা দেখছেন নিশ্চই,উপরটা সবুজ আর ভিতরটা চুলকানিতে ভরা,ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখতে মানুষের মতন কিন্তু ভেতরটা আবর্জ...
13/09/2024

কচু পাতা দেখছেন নিশ্চই,
উপরটা সবুজ আর ভিতরটা চুলকানিতে ভরা,
ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখতে মানুষের মতন কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা।

একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।-জর্জ লিললো
07/09/2024

একজন আহত ব্যক্তি
তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়,
একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
-জর্জ লিললো

05/09/2024
03/09/2024

কবি ড. ইকবাল বলেছেন : তিন ধরনের লোকের প্রশ্নের উত্তর দিওনা,
১/ হিংসুক
২/ নির্বোধ
৩/ অহংকারী

02/09/2024

সাম্প্রতিক কালে দেখলাম যে,অনেক মাদ্রাসা শিক্ষিতরা নযর,আকল,তাফাক্কুর, তাদাব্বুর,এসব মোটেই বুঝেনা,
আসলে অল্পবিদ্যা ভয়ঙ্করি।

28/08/2024

সন্ত্রাসের একটি বুলেট শুদু একটি মানুষের ক্ষতি করে কিন্তু হিংসুকের হিংসা একটি সমাজের বা জাতির ক্ষতি করে।

27/08/2024

কোনো কিছু করলে নিজের জন্য করা দরকার,
মারা গেলেতো সব শেষ, কারন
আপনজনরাই বলবে,
★লাশ বেশিক্ষণ রাখতে নেই।

26/08/2024

আগে ভালবাসতে হবে তারপরে অনুসরন আর অনুকরন,ভালবাসা ছাড়া যে অনুসরন এর মধ্যে কোন স্বাদ গন্ধ কিছুই নাই, শুকনা কাঠের মত ভিতরটা শক্ত।

আত্মীয়-স্বজন,প্রিয়জন এর গুরুত্ব আলাদা,আত্মীয় হল আত্মার হকদার,সঠিকভাবে গুরুত্ব দিলে সজিব থাকে দূরত্ব বাড়েনা বরং একে অপরের...
26/08/2024

আত্মীয়-স্বজন,প্রিয়জন এর গুরুত্ব আলাদা,আত্মীয় হল আত্মার হকদার,
সঠিকভাবে গুরুত্ব দিলে সজিব থাকে দূরত্ব বাড়েনা বরং একে অপরের হয়"পরম আত্মীয়"
যা হয়ে থাকে অটুট।

নিজ থেকে একবার কথা বলা বন্ধ করে দেখুন, দেখবে অনেক আপনজন পর হয়েগেছে,আসলে কেউই আপন নয়।
22/08/2024

নিজ থেকে একবার কথা বলা বন্ধ করে দেখুন, দেখবে অনেক আপনজন পর হয়েগেছে,
আসলে কেউই আপন নয়।

22/08/2024

জিবনে প্রথম কাপড় অন্যের হাতে পড়তে হয়,
আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে,
তবুও মানুষের অহংকার কমেনা।

প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে,একটা সে সবাইকে শুনায়,আরেকটা সে লুকায়।
19/08/2024

প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে,
একটা সে সবাইকে শুনায়,
আরেকটা সে লুকায়।

* দুটি কাজ মানুষের মর্যাদা বাড়িয়ে দিতে পারে।১. যে কোনো ভুল হলে সাথে সাথেই বিনীত ভাবে Sorry বলা।২. যে কোনো আদেশ-নিষেধ দিত...
15/08/2024

* দুটি কাজ মানুষের মর্যাদা বাড়িয়ে দিতে পারে।
১. যে কোনো ভুল হলে সাথে সাথেই বিনীত ভাবে Sorry বলা।
২. যে কোনো আদেশ-নিষেধ দিতে গিয়ে যাতে ধমকের সুরে না বলা।

11/08/2024

জমিনের উপরে অস্থায়ী ঘুমের জন্য কত মানান সই সাজ-সজ্জা, ঠাণ্ডা-গরম পরিপূর্ণ করে ঘুমাই কিন্তু জমিনের নিচে স্থায়ী ঘুমের কি হবে।

Address

Sreemangal/moulovibazar
Sylhet
3210

Telephone

+8801717325032

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. ALA UDDIN ALAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MD. ALA UDDIN ALAL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category