25/02/2022
মধু_কেন_মিষ্টি?
একদা রাসুলে পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৌমাছিকে প্রশ্ন করলেন, তুমি কি ভাবে মধু তৈরী কর?
মৌমাছি বিনয়ের স্বরে বলল, ইয়া রাসুলাল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বাগানে গিয়ে হাজার রকমের ফুলের রস চুষে নেই। পেটের ভিতর একত্রিত ও মিশ্রিত করে বের করলে তা মধুতে পরিণত হয়।
রাসুলে করীম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক ফুলের রস তো টক ও তিক্ত। কিন্তু সব মধু মিষ্টি হয় কেন?
মৌমাছি উত্তরে বললো,
-আমাকে আল্লাহ তায়ালা কুদরতী ভাবে শিক্ষা দিয়েছে যে, বাগান থেকে ফুলের রস নিয়ে বাসায় আসার সময় যেন আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। আর ঐ দরুদ শরীফের বরকতেই মধু মিষ্টি হয় এবং এ মধু সকল রোগের শেফা হয়।
__সুবহানাল্লাহ !!!! (মসনবী_শরীফ)
🐝 মধু 🐝
মধু যদি পিওর না হয় মধু ফেরত দিবেন।
অনেকেই দাম শুনে বলে খাটি হবে কিনা🤔
কম দামে দিতেছি বলে খাটি হবে না এইটা ভাবা ঠিক না।কারন আমি খুব সীমিত লাভ করে সেল বাড়াচ্ছি।যদি দাম বেশি দিয়ে সেল কম হয় আমার লাভ হবে বেশি কিন্তু পরিচিতি হবে কম।তাই সীমিত লাভে মধু দিতেছি তাই বলে খাটি হবে না এইটা ভাবা ভুল।আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু করার।আমি বিজনেস টা অনেক দূর নিতে চাই।
আল-মদিনা ন্যাচারাল সপ থেকে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন কেননা এখানে দুকা-বাজি /বেজাল হওয়ার কোন সুযোগ নাই।
আমরা সর্বোচ্চ মান বজায় রেখে সরিষা ফুলের মধু, প্রাকৃতিক চাকের মধু,ইত্যাদি ফুলের খাঁটি মধু সংগ্রহ করে থাকি।
প্রাকৃতিক চাকের মধু ও সরিষা ফুলের মধু নিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন অথবা অডার করুন সারা বাংলাদেশে পার্সেলে পাঠানো হয়।
০১৭৫২-৭৪৮৩৪২ ইমু
যোগাযোগ =আল-মদিনা ন্যাচারাল সপ।
দক্ষিন সুরমা, সিলেট।
বিঃদ্রঃ আমাদের মধু বেজাল প্রমান করতে পারলে পুরুস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে।