16/08/2025
উইক্লিব সিম খাসিয়া রাজা।। 🥰🥰
নীলাদ্রি লেকের মহানায়ক, খাসিয়া রাজা উইক্লিব সিম—প্রথম খাসিয়া সিভিল ইঞ্জিনিয়ার। নংস্টইনের শাসক পরিবারের উত্তরসূরি হয়েও তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। দেশভাগের পর আশ্রয় নেন সুনামগঞ্জের তাহিরপুরে, বিয়ে করেন খাসি কন্যাকে এবং পান নাগরিকত্ব ও জমিজিরাত। তাঁর নামে আজও ‘রাজাই’ গ্রামের নাম বহন করছে স্মৃতি।
১৯৬৬ সালে টেকেরঘাট চুনাপাথর প্রকল্পে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। স্যুট-টাই পরে ঘোড়ায় চড়ে অফিসে যেতেন তিনি। ছিলেন শিকারপ্রিয়, কর্মনিষ্ঠ ও দূরদর্শী। প্রকল্পে স্কুল, ব্যাংক, বাংলোসহ
গড়ে তোলেন আধুনিক অবকাঠামো।
১৯৭১ সালে অবসর নিলেও টেকেরঘাটের সাথে তাঁর মায়া কাটেনি। মৃত্যুর পরও তাঁর স্মৃতি ও অবদান অমলিন। পরিবারিক সূত্রে আমাদের সম্পর্ক ছিল রাজার সঙ্গে রক্তের চেয়েও গভীর। রাজা নেই, তবু তাঁর পরিবার আজও আমাদের আপনজন।
শ্রদ্ধার সাথে স্মরণ করি মহানায়ক রাজা উইক্লিব সিমকে।