06/11/2025
হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর সকল লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করে সঠিক ঔষধটা নির্বাচন করতে হলে কতটা সমৃদ্ধ জ্ঞান অর্জনের দরকার তা অনুমান করাও কঠিন। রোগীর কাছ থেকে সংগৃহীত লক্ষণ থাকে শুধুমাত্র একটি লক্ষণের গুরুত্ব অনুধাবন করে সঠিক ঔষধটা নির্বাচন করতে সক্ষম হলে, রোগীর অন্যান্য লক্ষণের সাথে মিলে যাবে। ধরুন কোন রোগী মলদ্বার সমস্যা নিয়ে এসেছে, মলদ্বারের (Anorectal) উল্লেখযোগ্য রোগ
1. হেমোরয়েড (Piles)
2. এনাল ফিশার (A**l fissure)
3. এনাল ফিস্টুলা (A**l fistula)
4. রেক্টাল প্রল্যাপ্স (Re**al prolapse)
5. এনাল অ্যাবসেস (A**l abscess)
6. রেক্টাল ক্যান্সার (Re**al carcinoma)
7. কন্ডিলোমা অ্যাকুমিনাটা / HPV wart (A**l warts)
8. প্রুরিটাস অ্যানি (মলদ্বারে অতিরিক্ত চুলকানি)
9. প্রোকটাইটিস (Proctitis)
10. রেক্টাল পলিপ (Re**al polyp)
মলদ্বারের Anorectal এরকম যে কোন রোগীর মধ্যে রোগী যদি মলদ্বারে পূর্ণতা/ ভরা ভরা অনুভব করে সেই রোগীর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় রেপার্টরির সাহায্যে ঔষধ নির্বাচন করতে Re**um fullness এই রুব্রিক নিতে হবে।
এই রুব্রিকে মোট ৪৩ টি ঔষধ রয়েছে।
তন্মধ্যে প্রথম গ্রেড ঔষধ পাঁচটি যথা-
আর্সেনিক এল্বাম, এলো, হ্যামামেলিস, এসিড নাইট্রিক, সালফার।
দ্বিতীয় গ্রেড ঔষধ দুটি যথা-
ল্যাকেসিস, মনিলিয়া এল্বিকা।
তৃতীয় গ্রেড ঔষধ ৩৬ টি যথা-
একোনাইট নেপিলাস, এগারিকাস মাস্কারিয়াস, এলোক্সানাম, এলুমিনা, এনাকার্ডিয়াম ওরি, এন্থ্রাকুইনন, এপিস মেল,*আর্সেনিক এল্বাম ( এটা প্রথম গ্রেডেও), বেলেডোনা, বার্বারিস ভলগারিস, কার্বো ভেজ, কস্টিকাম, কলচিকাম, ক্রোটন টিগ, সাইক্লামেন, ফেরাম মেট, হাইড্রোজেনিয়াম, কেলি বাইক্রম, লিলিয়াম টিগ, লাইকোপোডিয়াম, ম্যাগ ফস, ম্যানসিনেলা, মেডোরিনাম, মিলিলোটাস, ফসফরাস, প্লান্টেগো মেজর, পোডোফাইলাম, রুটা গ্রাভোলেন্স, সাক্সেনিক এসিড, সিপিয়া, স্ট্র্যামোনিয়াম, থুজা অক্সিডেন্টালিস।
"হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ নয় রোগীর চিকিৎসা"
এই তত্ত্ব কথা উপলব্ধি করতে হলে রোগীর চিত্র অঙ্কন করা শেষ যদি প্রতিটি লক্ষণের মূল্য/ মান অনুযায়ী মূল্যায়ন করা না যায় রোগীর আরোগ্য লাভ অসম্ভব!
রোগীর রোগ নয়, রোগীর লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করতে প্রচুর লেখাপড়া করতে হবে।
নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্র থেকে গৃহীত লক্ষণ সমূহ স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করুন নিশ্চয়ই একদিন সঠিক গন্তব্যে/ কাঙ্ক্ষিত লক্ষ্যে/ রোগীর আদর্শ আরোগ্য লাভে ভালো/ দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারেন।
শুভেচ্ছায়
ডাঃ ইয়াকুব আলী সরকার, সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।
01716-651488
৬.১১.২৫