হোমিওপ্যাথিক পাঠশালা

হোমিওপ্যাথিক পাঠশালা homeopathic treatment

ডাঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি - বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম BOHF
ইভা হোমিও হল
আশুলিয়া থানা বাসস্ট্যান্ড
এ আর টাওয়ার, রুম নং ৯
বাইপাইল কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে। মোবাইল নাম্বার 01716651488/ 01686981445
হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন।

হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর সকল লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করে সঠিক ঔষধটা নির্ব...
06/11/2025

হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণের গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর সকল লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করে সঠিক ঔষধটা নির্বাচন করতে হলে কতটা সমৃদ্ধ জ্ঞান অর্জনের দরকার তা অনুমান করাও কঠিন। রোগীর কাছ থেকে সংগৃহীত লক্ষণ থাকে শুধুমাত্র একটি লক্ষণের গুরুত্ব অনুধাবন করে সঠিক ঔষধটা নির্বাচন করতে সক্ষম হলে, রোগীর অন্যান্য লক্ষণের সাথে মিলে যাবে। ধরুন কোন রোগী মলদ্বার সমস্যা নিয়ে এসেছে, মলদ্বারের (Anorectal) উল্লেখযোগ্য রোগ

1. হেমোরয়েড (Piles)
2. এনাল ফিশার (A**l fissure)
3. এনাল ফিস্টুলা (A**l fistula)
4. রেক্টাল প্রল্যাপ্স (Re**al prolapse)
5. এনাল অ্যাবসেস (A**l abscess)
6. রেক্টাল ক্যান্সার (Re**al carcinoma)
7. কন্ডিলোমা অ্যাকুমিনাটা / HPV wart (A**l warts)
8. প্রুরিটাস অ্যানি (মলদ্বারে অতিরিক্ত চুলকানি)
9. প্রোকটাইটিস (Proctitis)
10. রেক্টাল পলিপ (Re**al polyp)
মলদ্বারের Anorectal এরকম যে কোন রোগীর মধ্যে রোগী যদি মলদ্বারে পূর্ণতা/ ভরা ভরা অনুভব করে সেই রোগীর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় রেপার্টরির সাহায্যে ঔষধ নির্বাচন করতে Re**um fullness এই রুব্রিক নিতে হবে।
এই রুব্রিকে মোট ৪৩ টি ঔষধ রয়েছে।
তন্মধ্যে প্রথম গ্রেড ঔষধ পাঁচটি যথা-
আর্সেনিক এল্বাম, এলো, হ্যামামেলিস, এসিড নাইট্রিক, সালফার।
দ্বিতীয় গ্রেড ঔষধ দুটি যথা-
ল্যাকেসিস, মনিলিয়া এল্বিকা।
তৃতীয় গ্রেড ঔষধ ৩৬ টি যথা-
একোনাইট নেপিলাস, এগারিকাস মাস্কারিয়াস, এলোক্সানাম, এলুমিনা, এনাকার্ডিয়াম ওরি, এন্থ্রাকুইনন, এপিস মেল,*আর্সেনিক এল্বাম ( এটা প্রথম গ্রেডেও), বেলেডোনা, বার্বারিস ভলগারিস, কার্বো ভেজ, কস্টিকাম, কলচিকাম, ক্রোটন টিগ, সাইক্লামেন, ফেরাম মেট, হাইড্রোজেনিয়াম, কেলি বাইক্রম, লিলিয়াম টিগ, লাইকোপোডিয়াম, ম্যাগ ফস, ম্যানসিনেলা, মেডোরিনাম, মিলিলোটাস, ফসফরাস, প্লান্টেগো মেজর, পোডোফাইলাম, রুটা গ্রাভোলেন্স, সাক্সেনিক এসিড, সিপিয়া, স্ট্র্যামোনিয়াম, থুজা অক্সিডেন্টালিস।

"হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ নয় রোগীর চিকিৎসা"

এই তত্ত্ব কথা উপলব্ধি করতে হলে রোগীর চিত্র অঙ্কন করা শেষ যদি প্রতিটি লক্ষণের মূল্য/ মান অনুযায়ী মূল্যায়ন করা না যায় রোগীর আরোগ্য লাভ অসম্ভব!

রোগীর রোগ নয়, রোগীর লক্ষণ সমষ্টি বিশ্লেষণ করতে প্রচুর লেখাপড়া করতে হবে।
নির্ভরযোগ্য বিশ্বস্ত সূত্র থেকে গৃহীত লক্ষণ সমূহ স্মৃতিতে ধরে রাখতে চেষ্টা করুন নিশ্চয়ই একদিন সঠিক গন্তব্যে/ কাঙ্ক্ষিত লক্ষ্যে/ রোগীর আদর্শ আরোগ্য লাভে ভালো/ দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারেন।
শুভেচ্ছায়
ডাঃ ইয়াকুব আলী সরকার, সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।
01716-651488
৬.১১.২৫

বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF) এর ২৬৬ তম ফেসবুক লাইফ।বিষয়- Congenital জন্মগত হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎস।সম...
06/11/2025

বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF) এর ২৬৬ তম ফেসবুক লাইফ।

বিষয়- Congenital জন্মগত হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎস।

সময়সূচি- ৭ নভেম্বর, শুক্রবার দুপুর তিনটায়।

আলোচনায়-
ডাঃ মোঃ জাকির হোসেন
BHMS (DU)
Dip IACH (Greece)

সঞ্চালনায়-
ডা. ইয়াকুব আলী সরকার,
সভাপতি-
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF)
ইভা হোমিও হল
বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার
01716-651488

দৃষ্টি আকর্ষণ -
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এর ফেসবুক লাইভ সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিচের লিঙ্ক থেকে- এই পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ নিয়মিত ফেসবুক শুরু হওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন।
স্বাগতম
সভাপতি/ মহাসচিব
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম- BOHF।

১) https://www.facebook.com/yeakub.sarker.984?mibextid=ZbWKwL
২)
হোমিওপ্যাথিক পাঠশালা
https://www.facebook.com/share/16ZKGv8YuA/
৩)
Classical homeopathy study online YouTube-
https://www.youtube.com/
হোমিওপ্যাথিক পাঠশালা

Bangladesh Online Homeopathic Forum -BOHF
#বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম- BOHF
#হোমিওপ্যাথিক

05/11/2025

BOHF ফেসবুক লাইভের ২৬৫ তম পর্ব -

বিষয়- "হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা "

আলোচনায়-
ডা. আনোয়ার এইচ বিশ্বাস
-বিএইচএমএস (ঢা.বি), এমপিএইচ, এমএসএস (ঢা.বি)
প্রভাষক - কমিউনিটি মেডিসিন বিভাগ।
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর ১৪, ঢাকা ১২০৬।

চেম্বার -
গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক
সনি স্কয়ার, মিরপুর -২
ঢাকা - ১২১৬
মোবাইল নাম্বার
+880 1711-345387

সঞ্চালনায়-
ডা. ইয়াকুব আলী সরকার,
সভাপতি-
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF)
ইভা হোমিও হল
বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার
01716-651488

05/11/2025

আজ রাত দশটায় হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ। কোন প্রশ্ন থাকলে মন্তব্য করুন।

🍁 BOHF ফেসবুক লাইভের ২৬৫ তম পর্ব - 🩺 বিষয়- "হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা " ⏰ সময়সূচী - ৫ নভেম্বর, ২০২৫, বুধবার রাত দশ...
04/11/2025

🍁 BOHF ফেসবুক লাইভের ২৬৫ তম পর্ব -

🩺 বিষয়- "হৃদরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা "

⏰ সময়সূচী - ৫ নভেম্বর, ২০২৫, বুধবার রাত দশটায়।

👉 আলোচনায়-
ডা. আনোয়ার এইচ বিশ্বাস
-বিএইচএমএস (ঢা.বি), এমপিএইচ, এমএসএস (ঢা.বি)
প্রভাষক - কমিউনিটি মেডিসিন বিভাগ।
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর ১৪, ঢাকা ১২০৬।

চেম্বার -
গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক
সনি স্কয়ার, মিরপুর -২
ঢাকা - ১২১৬
মোবাইল নাম্বার
+880 1711-345387

👉 সঞ্চালনায়-
ডা. ইয়াকুব আলী সরকার,
সভাপতি-
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF)
ইভা হোমিও হল
বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার
01716-651488

দৃষ্টি আকর্ষণ -
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এর ফেসবুক লাইভ সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিচের লিঙ্ক থেকে- এই পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ নিয়মিত ফেসবুক শুরু হওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন।
স্বাগতম
সভাপতি/ মহাসচিব
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম- BOHF।

১) https://www.facebook.com/yeakub.sarker.984?mibextid=ZbWKwL
২)
হোমিওপ্যাথিক পাঠশালা
https://www.facebook.com/share/16ZKGv8YuA/
৩)
Classical homeopathy study online YouTube-
https://www.youtube.com/
হোমিওপ্যাথিক পাঠশালা

Bangladesh Online Homeopathic Forum -BOHF
#বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম- BOHF

03/11/2025

বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম (BOHF) এর ২৬৪ তম ফেসবুক লাইভে আপনাদের আমন্ত্রণ।

বিষয়- "ফুসফুসের ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসায় ঔষধ নির্বাচন কৌশল।"

আলোচনায় -
ডা. মোঃ নজরুল ইসলাম ভূইয়া,
প্রধান উপদেষ্টা BOHF,
সহকারি অধ্যাপক (অবঃ),
সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর।
চেম্বার -
ইসলাম হোমিও ফার্মেসী
ট্রপিক্যাল রাজিয়া শপিং কমপ্লেক্সের নিচতলা, রুম নম্বর ১০, ২৬/১ চামেলীবাগ,
শান্তিনগর, ঢাকা।
মোবাইল নাম্বার
‪+880 1712-293006‬

সঞ্চালনায়-
ডা. ইয়াকুব আলী সরকার
সভাপতি - বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম- BOHF

চেয়ার -
ইভা হোমিও হল
এ আর টাওয়ার, রুম # ৯,
বাইপাইল কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে, আশুলিয়া থানা বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার
01716-651488

03/11/2025

আজ রাত দশটায় ফেসবুক লাইভে ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া স্যার ফুসফুসের ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক আলোচনা করবেন।

Address

Ashulia Thana, Ashulia, Savar, Dhaka
Tangail

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথিক পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথিক পাঠশালা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram