NURSE ATIK HASAN

NURSE ATIK HASAN Registered Nurse of Bangladesh Nursing and Midwifery Council (BNMC)
Session: 2020-2021
NMCJ

30/11/2025

কেউ আর নার্সিং এ আসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যেতে পারে।🤧💔

📍খান মোঃ গোলাম মোর্শেদ সিনিয়র স্টাফ নার্স এর পেশাগত নিবন্ধন বাতিল।🤧
27/11/2025

📍খান মোঃ গোলাম মোর্শেদ সিনিয়র স্টাফ নার্স এর পেশাগত নিবন্ধন বাতিল।🤧

📍দেখতে ঠিক পাখির মতো এই Device এর নাম কী এবং এর কাজ কী কে কে জানেন??
27/11/2025

📍দেখতে ঠিক পাখির মতো এই Device এর নাম কী এবং এর কাজ কী কে কে জানেন??

27/11/2025

📍 Reference নাই, রিজেক্ট!
📍 Salary একটু বেশি চাইলে, রিজেক্ট!
📍 Fresher হলে, রিজেক্ট!
📍 Career gap থাকলে, রিজেক্ট!
📍 Overqualified হলে, রিজেক্ট!
📍 English fluency কম হলে, রিজেক্ট!

📍প্রিয় HR,
মানুষকে এমন নিখুঁত হওয়ার চাপ দেবেন না। কেউই পারফেক্ট নয়। একটা সুযোগ দিলে, অনেকেই নিজেকে প্রমাণ করতে পারে।👨‍⚕️👩‍⚕️🩺

📍আপনার হাতে আছে সেই দরজা খুলে দেওয়ার ক্ষমতা।

📝Tarek Hossain

📍বলেন তো কিসের জন্য রেডি করা হয়েছে এই সিরিঞ্জগুলো??👨‍⚕️💉🩸
25/11/2025

📍বলেন তো কিসের জন্য রেডি করা হয়েছে এই সিরিঞ্জগুলো??👨‍⚕️💉🩸

23/11/2025

📍অধিকার যখন চেপে রাখা হয়।🤧👨‍⚕️
📍কণ্ঠ তখন গর্জে ওঠে। অস্তিত্বের লড়াই।✊

📍একজন বাসার মালিক বাসা ভাড়া ক্ষেত্রে নার্সদের অগ্রাধিকার দিচ্ছে,আর এদিকে আপনি একজন স্বাস্থ্য উপদেষ্টা হয়েও বুঝেন না না...
23/11/2025

📍একজন বাসার মালিক বাসা ভাড়া ক্ষেত্রে নার্সদের অগ্রাধিকার দিচ্ছে,আর এদিকে আপনি একজন স্বাস্থ্য উপদেষ্টা হয়েও বুঝেন না নার্সদের চাওয়া পাওয়া।🤧💔

📍৮ দফা বাস্তবায়ন  না হলে নিম্নোক্ত কর্মসূচির দিকে ধাবিত হবে BNA.
22/11/2025

📍৮ দফা বাস্তবায়ন না হলে নিম্নোক্ত কর্মসূচির দিকে ধাবিত হবে BNA.

📍দেখতে ঠিক মুরগীর রানের মতো মনে হচ্ছে তাই না?📍কিন্তু এইটা কোন মুরগীর রান না, এইটা হলো এক অসহায় মায়ের uterus.🥺💔👨‍⚕️
22/11/2025

📍দেখতে ঠিক মুরগীর রানের মতো মনে হচ্ছে তাই না?📍কিন্তু এইটা কোন মুরগীর রান না, এইটা হলো এক অসহায় মায়ের uterus.🥺💔👨‍⚕️

📍Antazol কী? Antazol 0.05% এবং Antazol 0.1% কোনটি কার জন্য বিস্তারিত জেনে নিন?✅ Antazol কী?➡️ Antazol হলো নাক বন্ধ হওয়া ...
21/11/2025

📍Antazol কী? Antazol 0.05% এবং Antazol 0.1% কোনটি কার জন্য বিস্তারিত জেনে নিন?

✅ Antazol কী?

➡️ Antazol হলো নাক বন্ধ হওয়া কমানোর ওষুধ।
এর সক্রিয় উপাদান: Xylometazoline Hydrochloride।
✔ এটি কীভাবে কাজ করে?
নাকের ভেতরের রক্তনালী সংকুচিত করে
ফলে নাক খোলে, শ্বাস নেওয়া সহজ হয়
দ্রুত কাজ করে (কয়েক মিনিটের মধ্যে)
✔ কোন সমস্যায় ব্যবহার হয়?
ঠান্ডা বা সর্দিতে নাক বন্ধ
অ্যালার্জি রাইনাইটিস
সাইনুসাইটিসে নাক বন্ধ হওয়া
নাক পরীক্ষা/প্রসিডিউরের আগে নাক খোলা করতে

🎯 Antazol-এর দুটি ডোজ

Antazol সাধারণত দুটি শক্তিতে পাওয়া যায়—
1️⃣ Antazol 0.05%
2️⃣ Antazol 0.1%
এখন দেখা যাক কোনটি কার জন্য।
🟦 Antazol 0.05% — কার জন্য?
👉 মূলত শিশুদের জন্য (৬–১২ বছর বয়স)
✔ কেন?
কম ঘনত্ব (0.05%)
শিশুদের নাকে নিরাপদ
পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি কম
✔ ডোজ:
প্রতি নাসারন্ধ্রে ১–২ ফোটা
দিনে ১–২ বার
সর্বোচ্চ ৫–৭ দিন

🟧 Antazol 0.1% — কার জন্য?

👉 প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের উপরের সবাই
✔ কেন?
বেশি ঘনত্ব (0.1%)
বড়দের নাকের কাঠামো অনুযায়ী কার্যকর
নাক খুব বেশি বন্ধ থাকলে দ্রুত কাজ করে
✔ ডোজ:
প্রতি নাসারন্ধ্রে ২–৩ ফোটা
দিনে ২–৩ বার
সর্বোচ্চ ৫–৭ দিন
⚠️ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম
৭ দিনের বেশি ব্যবহার করা যাবে না → Rebound congestion (ওষুধ বন্ধ করলে নাক আরও বেশি বন্ধ হয়ে যায়) হতে পারে।
বোতল খোলার পর ৩০ দিন এর মধ্যে ব্যবহার শেষ করা ভালো।
চোখে বা মুখে লাগানো যাবে না।
শিশুদের ক্ষেত্রে ভুল করে 0.1% দেবেন না।

🚫 যাদের সাবধানে ব্যবহার করা উচিত
হার্টের সমস্যা
উচ্চ রক্তচাপ
থাইরয়েড সমস্যা
ডায়াবেটিস
গর্ভবতী/দুগ্ধদানকারী নারী (চিকিৎসকের পরামর্শ ছাড়া)

⭐ সংক্ষেপে

Antazol = নাক খোলার নাসাল ড্রপ (Xylometazoline)
0.05% → শিশুদের জন্য
0.1% → প্রাপ্তবয়স্কদের জন্য
উভয়টাই ৫–৭ দিনের বেশি নয়।

📍সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরামের সমাবেশটি একই সাথে থাকায় তাদের প্রতি সম্মান ...
20/11/2025

📍সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ফোরামের সমাবেশটি একই সাথে থাকায় তাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আগামী ২২/১১/২০২৫ ইং তারিখের নার্স ও মিডওয়াইফ সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনার এর পরিবর্তে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সবাইকে সেভাবেই সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য অনুরোধ করছি।

📍সমাবেশটি সফল করা ছাড়া আমাদের কোন বিকল্প নাই।

📍বলেন তো এই পটটি কিসের জন্য রেডি করা হয়েছে??
16/11/2025

📍বলেন তো এই পটটি কিসের জন্য রেডি করা হয়েছে??

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when NURSE ATIK HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram