Alkarim Homio Holl

Alkarim Homio Holl Dr. Maw. Liakot Ali
Masimpur Bazar, Mobarok Sarkar Market, Titas Cumilla.

আলকারিম হোমিও হল, এখানে হোমিও জার্মানি মেডিসিনের মাধ্যমে নিম্নলিখিত নতুন ও পুরাতন রোগের সু- চিকিৎসা দেওয়া হয়।যেমন-প্যা...
04/10/2025

আলকারিম হোমিও হল, এখানে হোমিও জার্মানি মেডিসিনের মাধ্যমে নিম্নলিখিত নতুন ও পুরাতন রোগের সু- চিকিৎসা দেওয়া হয়।

যেমন-প্যারালাইসিস, দীর্ঘদিনের হাঁপানি, নিউমোনিয়া, কিডনির পাথর ও পিত্ত পাথর, অর্শ গেজ পাইলস,
নালী ঘা, নাকের পলিপাস,এবং যে কোন স্থানের চর্মপীড়া ও একজিমা, দাদ, শরীরের যেকোন স্থানের আচিল, পুরুষ এবং মহিলাদের মুখের ব্রণ এবং দীর্ঘদিনের মাথাব্যথা, শরীরের যে কোন স্থানের টিউমার, মহিলাদের ব্রেস্ট টিউমার, ছোট বড় সকলের সর্দি কাশি জ্বর, বমি পাতলা পায়খানা, নতুন ও পুরাতন বাতব্যাথা হাঁটুরবাত ও শরীরে যে কোন স্থানের বাতব্যথা, মুখের মেছতা কালো দাগ, জরায়ুতে টিউমার এবং জরায়ু নিচে নেমে যাওয়া, মহিলাদের সাদা স্রাব, পুরুষের অতিরিক্ত স্বপ্ন, ধাতু ক্ষয় এবং যেকোনো যৌন সমস্যার চিকিৎসা করা হয়।

যোগাযোগ-
আল কারীম হোমিও হল, মাছিমপুর বাজার, মোবারক সরকার মার্কেট নিচতলা, তিতাস কুমিল্লা।
মোবাইল ০১৯৮৯০৪৭৩৪১, ০১৮১৮ ১২৮৯৫৪

তখন ২০১৫ সাল, হোমনা আসাদপুর থেকে একটি মহিলা রোগী আমার নিকট আসে, এসে সে বলল হুজুর আমি এলোপ্যাথি গাইনি ডাক্তার দেখিয়েছি দ...
02/10/2025

তখন ২০১৫ সাল,
হোমনা আসাদপুর থেকে একটি মহিলা রোগী আমার নিকট আসে, এসে সে বলল হুজুর আমি এলোপ্যাথি গাইনি ডাক্তার দেখিয়েছি দীর্ঘদিন যাবত আমার জরায়ু থেকে রক্ত স্রাব হচ্ছে, এমতাবস্থায় পরীক্ষা-নিরীক্ষা করার পর আমার জরায়ু ক্যান্সার ধরা পড়ে, গাইনি ডাক্তার আমাকে ৬ মাস ট্রিটমেন্ট করে তাতে আমি কোনরকম ফলাফল পাইনি, কোন ফলাফল না পেয়ে আমি ভালো একজন ডাক্তার খুঁজতে থাকি কিন্তু দুর্ভাগ্য আমার আমার স্বামী নেই আমার স্বামী মারা গেছে আমার টাকা পয়সা কিছু নেই আমাকে চিকিৎসা করার মত আমার পরিবারের মধ্যে কেউ নেই আমার আব্বা নেই আমার আম্মা নেই আমার একটি ছোট বোন আছে আমার একটি মেয়ে আছে এখন আপনি দয়া করে আমার চিকিৎসা টুকু করুন, প্রথমত আমি তার পরীক্ষার নিরীক্ষার রিপোর্ট গুলো দেখি দেখার পর আমি তাকে বললাম আপনি আমার ঠিকানা কিভাবে পেয়েছেন ও বলল আমার খালার বাড়ি নাগেরচর, উনি আমাকে আপনার ঠিকানা দিয়েছে তারপর আমি তার বিস্তারিত সবকিছু জেনে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কিছু মেডিসিন দিলাম দুই মাসের মেডিসিন দিলাম, দিয়ে বললাম যে ১৫ দিন পরে পরীক্ষা করে আমার সাথে রিপোর্টগুলো এনে দেখাবেন, আলহামদুলিল্লাহ রোগীটাকে ওষুধগুলো দিলাম দেওয়ার পর ১৫ দিন ওষুধ খাওয়ার পর তার জড়ায়ু থেকে রক্ত ক্ষরণ বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ, তার কিছুদিন পর মেয়েটি আবার ওই গাইনি ডাক্তারের কাছে যায়, যাওয়ার পর গাইনি ডাক্তার আবার তার পরীক্ষা গুলো করে করার পর রিপোর্ট আসে তার ক্যান্সার এখন আর নাই, তাকে প্রশ্ন করলো তুমি কি ওষুধ খেয়েছো তোমার তো এখন ক্যান্সার নেই, রোগী বলল আলহামদুলিল্লাহ ম্যাম আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার কে দেখিয়েছিলাম উনি কিছু ওষুধ দিয়েছিল আমাকে, আমি সেই ঔষধ গুলো ব্যবহার করে কিছুদিনের মধ্যেই উপকার পাই, তারপর মহিলাটি আমাকে ফোন করে, আমি বললাম আপনি আমার সাথে দেখা করেন, মহিলাটি আমার সাথে দেখা করতে আসে, আসার পর আমার পাশের চেয়ারে বসে অঝোরে কান্না করতে ছিল আমি বললাম যে কাঁদছেন কেন বললেন যে হুজুর আমি কখনো কল্পনাও করতে পারিনি হোমিও চিকিৎসার মাধ্যমে আমার জরায়ু ক্যান্সার ভালো হয়ে যাবে, আমি বললাম সবই আল্লাহ তায়ালার দয়া আলহামদুলিল্লাহ। এযাবৎ পর্যন্ত আমার চিকিৎসার মাধ্যমে তিনজন ক্যান্সারের রোগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহ পাকের দয়া সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকুন আল্লাহ হাফেজ। পুরুষ ও মহিলার যেকোনো রোগ ব্যাধির জন্য যোগাযোগ করুন,01989047341.01818128954

হোমিওপ্যাথি চিকিৎসা আল্লাহপাকের একটি নেয়ামত, এ যাবৎ পর্যন্ত অনেক রোগী আমি দেখেছি, চিকিৎসা করেছি কোন কোন সময় চিকিৎসা কর...
01/10/2025

হোমিওপ্যাথি চিকিৎসা আল্লাহপাকের একটি নেয়ামত, এ যাবৎ পর্যন্ত অনেক রোগী আমি দেখেছি, চিকিৎসা করেছি কোন কোন সময় চিকিৎসা করতে গিয়ে রোগীর রোগ বিবরণী শুনে স্তব্ধ হয়ে যেতাম, যে আমি কি এই রোগের চিকিৎসা করতে পারব, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে একটি ঔষধ বেছে নিলাম, রোগীকে নিয়ম অনুযায়ী সেবন করতে বললাম, কিছুদিন পর রোগি এসে বলছে হুজুর আল্লাহ তায়ালার মেহেরবানীতে আপনার দেয়া চিকিৎসায় আমার এই কঠিন রোগটি আরোগ্য হয়েছে। এভাবেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলতে থাকি, এবং চিকিৎসার সফলতা দেখে বুকের মধ্যে সাহস বেড়ে গেল যে ইনশাআল্লাহ আমি পারবো তাই আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে এই চিকিৎসায় নিজেকে জড়িয়ে ফেলি, পেতে থাকি রোগীদের অবিরাম ভালোবাসা ও দোয়া,বাকি জীবনটা যেন আল্লাহ তাআলার হোমিওপ্যাথি নেয়ামত দিয়ে মানুষের খেদমত করতে পারি সকলের কাছে দোয়া চাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যেকোনো সমস্যায় যে কোন রোগ ব্যাধির জন্য আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভালো চিকিৎসা পাবেন। যোগাযোগ-01989047341.01818128954. আল্লাহ হাফেজ

30/09/2025

আলহামদুলিল্লাহ
হোমিওপ্যাথি চিকিৎসায়
১২ বছর পূর্ণ হল।

05/02/2022

আল কারীম হোমিও প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম।

Address

Masimpur Bazar
Titas Nadir Nutan Char
3547

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alkarim Homio Holl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram