Jafar Pharmacy

  • Home
  • Jafar Pharmacy

Jafar Pharmacy v doctor � com chamist and pharmacist

 #লজ্জা নয় জানতে হবে "ছেলেদের বিশেষ অঙ্গ সুস্থ রাখার উপায়!” অন্য অঙ্গের মতো পুরুষাঙ্গেরও নিয়মিত যত্ন লাগে।প্রতিদিন হা...
14/12/2025

#লজ্জা নয় জানতে হবে
"ছেলেদের বিশেষ অঙ্গ সুস্থ রাখার উপায়!”

অন্য অঙ্গের মতো পুরুষাঙ্গেরও নিয়মিত যত্ন লাগে।
প্রতিদিন হালকা গরম পানি দিয়ে পরিষ্কার রাখা, খুব টাইট কাপড় না পরা, এবং জায়গাটি শুষ্ক রাখা। অন্ততপক্ষে মাসে একবার পশম কাটা, অলিভ অয়েল ব্যবহার করা,
ধূমপান বন্ধ করলে রক্তসঞ্চালন ভালো হয়। ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, ঘুম— যৌনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত।

@@ #টিনএজ সন্তানের সাথে সুন্দর সম্পর্ক গড়ার উপায়💁‍♀️টিনএজ মানেই শুধু জেদ, রাগ, দরজা বন্ধ করে থাকা আর “আমাকে কেউ বোঝে না”...
08/12/2025

@@ #টিনএজ সন্তানের সাথে সুন্দর সম্পর্ক গড়ার উপায়💁‍♀️

টিনএজ মানেই শুধু জেদ, রাগ, দরজা বন্ধ করে থাকা আর “আমাকে কেউ বোঝে না”, এই ভাবনা নয়। বাস্তবে টিনএজ হলো একটি সন্তানের জীবনের সবচেয়ে সংবেদনশীল ও নিউরোলজিকালি পরিবর্তনশীল সময়। এই সময় বাবা-মার আচরণ যদি ভুল হয়, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আর ঠিকভাবে বুঝলে, এই সময়টাই সম্পর্ক সবচেয়ে গভীর হয়।

আজ আমরা জানবো, টিনএজ ব্রেইনে আসলে কী ঘটে, কেন তারা হঠাৎ বদলে যায়, এবং নিউরোসায়েন্স অনুযায়ী বাবা-মা কী করলে সম্পর্ক সুন্দর থাকে

টিনএজ ব্রেইনে কী পরিবর্তন হয়?🤷‍♀️

টিনএজ বয়সে শিশুর ব্রেইনের ৩টি অংশ সবচেয়ে বেশি পরিবর্তনের মধ্য দিয়ে যায়, চলুন জেনে নেই

Amygdala (আবেগের কেন্দ্র)
এটি ভয়, রাগ, উত্তেজনা, অপমান—সব ইমোশন নিয়ন্ত্রণ করে।টিনএজে এই অংশটি অতিসংবেদনশীল হয়ে যায়।তাই অল্প কথায় তারা খুব রেগে যায়, অপমান বোধ করে, কেঁদে ফেলে। আবেগ থাকে একদম সর্বোচ্চ।

Prefrontal Cortex (বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র)
এই অংশটি ২০–২৫ বছর বয়স পর্যন্ত পুরোপুরি বিকশিত হয় না। তাই তারা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়, ভুল বুঝে, ভবিষ্যৎ ভাবতে পারে না।

Dopamine System (রিওয়ার্ড ও আনন্দ কেন্দ্র)
এই বয়সে ডোপামিন কম সেনসিটিভ থাকে। তাই তারা নতুন রিস্ক, উত্তেজনা, মোবাইল, গেম, রিলস, প্রেম, এসবের দিকে বেশি ঝোঁকে।

“সে ইচ্ছা করে খারাপ করছে” ব্যাপার টা ঠিক না। আসলে তার ব্রেইন এখনো পুরোপুরি পরিণত হয়নি।

কেন টিনএজ সন্তান বাবা-মা থেকে দূরে যেতে চায়?
কারন তারা স্বাধীনতা চায়, নিজের আইডেন্টিটি খুঁজে, বারবার তুলনা সহ্য করতে পারে না, কানেকশন চায়, অথচ জাজমেন্ট পায়, বোঝা চায়, অথচ বকুনি পায়। এই কারণেই তারা নীরব হয়ে যায়, রেগে যায় বা রিবেল করে।

নিউরোসায়েন্স অনুযায়ী টিনএজ সন্তানের সাথে সম্পর্ক সুন্দর রাখার ৭টি চাবিকাঠি জানি চলুন।

১। আগে কানেকশন, পরে কারেকশন
ব্রেইন তখনই শেখে যখন সে নিজেকে “সেইফ” মনে করে।আগে তার কথা শুনুন, পরে উপদেশ দিন।

২। রাগের সময় কথা বলবেন না
রাগের সময় Amygdala সক্রিয় থাকে, Prefrontal Cortex বন্ধ থাকে। তখন উপদেশ ঢোকে না, শুধু আঘাত লাগে। এই সময় কথা বাড়ালে, সন্তান আর আপনি দুজনি ভুল করতে পারেন।

৩। তুলনা বন্ধ করুন
তুলনা ব্রেইনে “threat signal” তৈরি করে। আত্মসম্মান ভেঙ্গে দেয়। একটা সময় " এর তার পা ধোঁয়া পানির গল্প শুনতে শুনতে" বিরক্ত হয়। নিজের আত্মবিশ্বাস একদম ভেঙে যায়।

৪। ছোট সিদ্ধান্তের স্বাধীনতা দিন
নিজের জামা, বন্ধু, শখ,এগুলোতে স্বাধীনতা দিলে “control center” শক্তিশালী হয়। এতে সে ভাবে আমার সিদ্ধান্তের গুরুত্ব আছে।

৫। চোখে চোখ রেখে কথা বলুন
এতে Oxytocin (bonding hormone) তৈরি হয়
সম্পর্ক গভীর হয়। ওরা নিরাপদ বোধ করে।

৬। “তুমি খারাপ” না বলে। “এই কাজটি ঠিক হয়নি” বলুন। তার ব্যক্তিত্ব নয়, আচরণ সংশোধন করুন।

৭। প্রতিদিন ২০ মিনিট ডিভাইসবিহীন সময় দিন
এই ২০ মিনিটই আপনার সন্তানের মানসিক অক্সিজেন।ওই সময় টা খুব উপভোগ করুন। ওর গল্প শুনুন, নিজে বলুন। এতে দারুন এক অভ্যাস তৈরি হয়। আপনার কাছে কিছু আর লুকাবেনা।

বাবা-মার কিছু আচরণ যা টিনএজ ব্রেইনকে স্থায়ীভাবে আঘাত করে, এগুলো এড়িয়ে চলুন: অপমান করে কথা বলা, সবার সামনে শাসন করা, আবেগকে হালকা করে দেখা, “আমরা যা বলি তাই করো” এই ভবা সবসময় বজায় রাখা,ভয় দেখিয়ে বড় করা। এগুলো শিশুর ব্রেইনে Anxiety, Depression ও Low self-esteem তৈরি করতে পারে।

সত্যিটা হলো, টিনএজ সন্তানদের সবচেয়ে বেশি দরকার: বোঝাপড়া, সম্মান, ইমোশনাল সেইফটি, নিঃশর্ত গ্রহণযোগ্যতা।এই বয়সে আপনি যদি তার “safe zone” হতে পারেন,তাহলে ভবিষ্যতে সে পৃথিবীর যেকোনো ঝড় সামলাতে পারবে।

আপনার সন্তান এখন “খারাপ” হচ্ছে না।সে “ভিন্নভাবে গড়ে উঠছে”। আপনি যদি নিউরোলজিকালি তাকে বুঝতে শিখেন,তাহলে সম্পর্ক কখনো নষ্ট হবে না বরং আরও গভীর হবে।❤️

ছবিতে আমাদের সন্তান/ছেলে, আমাদের পরিবারের টিনএজ সন্তান। কোথায় গেলে ঘুরতে ওকে নিয়ে যাই রিফ্রেশ করার জন্য। ওর মতামত কে আমরা প্রাধান্য দেই, বন্ধুত্ব সম্পর্কটার যত্ন নিচ্ছি, যাতে ভুল পথে পা না বাড়ায়।

ধন্যবাদ 🙏

07/12/2025

কিছুদিন আগে কৌতুহলবশত গুগলে লিখে ফেলেছিলাম— “হেলিকপ্টারের দাম”।
আর তখন থেকেই আমার অনলাইন জীবন একেবারে উলট-পালট!😂😂

ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম—যেখানেই যাই, শুধু বড়লোকি মানুষের জন্য বানানো বিজ্ঞাপনই ভেসে ওঠে।

“এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খলিফা…”
“প্রিয় মানুষকে দিন লিমিটেড এডিশন ডায়মন্ড…”
“আপনার অপেক্ষায় মিশরের পিরামিড…”
“অগ্রিম বুকিং দিন আইফোন ১৬…”
“কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি…”

মানুষ কতটুকু সহ্য করবে বলুন?

শেষমেশ বিপদ থেকে বাঁচার উপায় বের করতেই হলো। গতকাল রাতে নতুন করে সার্চ দিলাম— “ছ্যাড়া জুতা সেলাই করার উপায়”।

আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান দ্রুতই মিলেছে।
বিজ্ঞাপনের লেভেলও অবশেষে আমার লেভেলে নেমে এসেছে।

আজ সকাল থেকে ইউটিউব আমাকে দেখাচ্ছে—
“মাত্র ১২০ টাকায় ২ জোড়া স্যান্ডেল! সাথে ১০ টাকা ক্যাশব্যাক!”👍👍

01/12/2025

স্ট্রেস কমাও—পুরুষের পাওয়ার বাড়াও!”

টেনশন বাড়লে শরীর কর্টিসল হরমোন ছাড়ে, যা পুরুষের শক্তি কমিয়ে ফেলে।
ধীরে গভীর শ্বাস নিন, হাঁটুন ১০ মিনিট, মাথা ঠান্ডা রাখুন। মানসিক শান্তি বজায় রাখলে শক্তি দীর্ঘ সময় একই থাকে।

25/11/2025

#যাদের চুল পড়া একেবারে বন্ধ হচ্ছে না।

যাদের চুল অনেক পড়ে, নারিকেল তেলের মধ্যে তৃষি দানা, মেথিদানা আর কালোজিরা একসাথে করে ভেজে নিয়ে কিছুক্ষণ পর ছেকে তেলটা থেকে আলাদা করে ওই তেলটা সপ্তাহে দুই দিন মাথায় লাগিয়ে এক ঘন্টা রেখে দেবে তারপরে মাথা ধুয়ে ফেলবে ,ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হবে, এক্সট্রা করো সাপ্লিমেন্ট বা আর কিছু দরকার নাই।

🌞🌞শুভ সকাল সারাদিন 🌞🌞

 #এ ধরনের এসএমএস কেউ কি পেয়েছেন? অফার দিয়েছিল ১২ঃ০০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত, অথচ এসএমএস আসছে ২:৩৮ এ একেমন ধরনের অফার...
21/11/2025

#এ ধরনের এসএমএস কেউ কি পেয়েছেন? অফার দিয়েছিল ১২ঃ০০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত, অথচ এসএমএস আসছে ২:৩৮ এ একেমন ধরনের অফার??

 #বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তু...
19/11/2025

#বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতেই আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়l

19/11/2025

#বেশি মোবাইল ব্যবহার করলে চোখের ক্ষতি কেন?

মোবাইলের ব্লু-লাইট চোখের কোষে চাপ সৃষ্টি করে। এতে চোখ শুকিয়ে যায়, মাথাব্যথা হয় এবং দৃষ্টি ঝাপসা লাগে। প্রতি ২০ মিনিটে ২০ সেকেন্ড দূরে তাকালে চোখ অনেকটাই রিল্যাক্স থাকে।

স্ত্রীর হাসি হলো স্বামীর জীবনের জন্য সবচেয়ে বড় সম্পদ। আর স্বামীর ছায়া হলো স্ত্রীর সবচেয়ে বড় নিরাপত্তা।
06/11/2025

স্ত্রীর হাসি হলো
স্বামীর জীবনের জন্য সবচেয়ে বড় সম্পদ।
আর স্বামীর ছায়া হলো স্ত্রীর সবচেয়ে বড় নিরাপত্তা।

06/11/2025

"স্বাস্থ্য আগে, সম্পর্ক পরে"

জ্বর মানে শরীর বিশ্রাম চায়।
সহবাস করলে শরীরের এনার্জি নষ্ট হয়, এবং সুস্থ হতে সময় বেশি লাগে।
#মনে রেখো - সুস্থ শরীরেই সম্পর্ক সুন্দর হয়।।

Address


Telephone

+8801687488680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jafar Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jafar Pharmacy:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram