01/12/2025
গর্ভপাতের যাদু’-কারণ, লক্ষণ ও চিকিৎসা।
بسم الله الرحمن الرحيم
﴿ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ ... ﴾ الحج 5
প্রিয় পাঠক, বিশেষ করে যারা বারবার গর্ভপাতের শিকার হচ্ছেন-এ পোস্টটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকে সংক্ষেপে আলোচনা করা হলো:-
যাদুর গর্ভপাত কী?
কেন করা হয়?
এর কৌশল কী?
লক্ষণ কী?
এবং চিকিৎসা কীভাবে হবে?
গর্ভপাত-মূল চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী ধারণা।
গর্ভপাত বলতে বোঝায়-
গর্ভের সন্তান সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই বের হয়ে যাওয়া, সাধারণত পাঁচ মাসের আগেই।
গর্ভপাত দুই ধরনের:
1, স্বাভাবিক / অনাকাঙ্ক্ষিত (তালুকি)
কারণ হতে পারে:
শারীরিক দুর্বলতা।
মানসিক/স্নায়বিক সমস্যা।
হরমোন দুর্বলতা।।
ভ্রূণের ক্রোমোজোম সমস্যা (সবচেয়ে বেশি দেখা যায়)।
দুর্ঘটনা বা আঘাত।
জরায়ুর গঠনগত সমস্যা।
2, ইচ্ছাকৃত গর্ভপাত
চিকিৎসাজনিত (হুমকির সময়)।
শাইত্বানি গর্ভপাত (সিহর/জাদু/নজর)।
সামাজিক কারণে (যা ইসলামে হারাম)।
যাদুর মাধ্যমে গর্ভপাত কী?
এটি এমন এক ধরনের জাদু, যার মাধ্যমে জাদুর খেদমতকারী (খাদেম)
গর্ভের সন্তানকে হত্যা করে, অর্থাৎ গর্ভপাত ঘটায়।
সবচেয়ে বড় লক্ষণ:-
নির্দিষ্ট একটি সময়েই বারবার গর্ভপাত হওয়া।
কোনো চিকিৎসাগত কারণ না পাওয়া।
কেন এই সিহর করা হয়?
স্বামী - স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে।
হিংসা বা ঈর্ষা।
প্রতিশোধ।
সম্পদের লোভ।
নারীকে ক্ষতি করতে ও পরিবার নষ্ট করতে।
কীভাবে সিহরে গর্ভপাত ঘটানো হয়? (স্ট্র্যাটেজি)
এ ধরনের সিহরে খাদেমের কাজ হলো-
ভ্রূণের বৃদ্ধি থামিয়ে দেওয়া।
অক্সিজেন ও খাদ্য রসায়ন বন্ধ করে দেওয়া।
পরে ভ্রূণ মারা যায় এবং গর্ভপাত হয়ে যায়।
এটা সাধারণত ৩য় মাসের প্রথম ২০ দিনের মধ্যে হয়।
কারণ-
এই সময়েই
প্লাসেন্টা সম্পূর্ণ কাজ শুরু করে।
শিশুর প্রধান অঙ্গগুলো তৈরি হয়।
রক্ত সঞ্চালন ব্যবস্থা সক্রিয় হয়।
এই সময় শরীর দুর্বল হলে খাদেম শাইত্বান সহজে আক্রমণ করতে পারে।
খাদেম জিনে কীভাবে গর্ভপাত ঘটায়?
1, ডিম্বাশয়ের হরমোনে গোলযোগ
এতে জরায়ু দুর্বল হয়ে পড়ে।
গর্ভ টিকে থাকতে পারে না।
2, পিটুইটারি গ্রন্থির হরমোনে গোলযোগ।
তীব্র মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা।
3, থাইরয়েড হরমোনে সমস্যা।
রক্তচাপ সমস্যা।
বিষণ্নতা, ভয়, উদ্বেগ।
জরায়ুর মুখ নরম হয়ে যাওয়া।
প্লাসেন্টা দুর্বল হওয়া।
4, প্লাসেন্টা ও নাভিনালীর কার্যক্রমে বাঁধা।
শিশুর খাবার ও অক্সিজেন কমে যায়।
ভ্রূণের হার্টবিট কমে যায়।
শেষ পর্যন্ত মৃত্যু ও গর্ভপাত।
সিহরে গর্ভপাতের লক্ষণসমূহ-
ঘুমের মধ্যে লক্ষণ,-
দুঃস্বপ্ন।
কেউ পেটে আঘাত করছে এমন দৃশ্য স্বপ্নে দেখা।
সাপ পেটের চারপাশে প্যাঁচানো দেখা।
স্নায়বিক লক্ষণ,-
অতিরিক্ত রাগ।
হঠাৎ চিৎকার।
অকারণ জেদ।
মানসিক লক্ষণ,-
ভয়।
দুশ্চিন্তা।
মন খারাপ।
খাওয়া বন্ধ।
শারীরিক লক্ষণ
বারবার গর্ভপাত।
পেটের নিচে ব্যথা।
বমি/ডায়রিয়া।
রক্তাল্পতা।
অস্বাভাবিক রক্তপাত।
কোমরের ব্যথা।
দুর্বলতা।
জরায়ুর মধ্যে পিনচিং, চিমটি অনুভব।
ভ্রূণের নড়াচড়া কমে যাওয়া।
হার্টবিট কমে যাওয়া।
রুকইয়ার সময় লক্ষণ
মাথা ঘোরা।
হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
জরায়ুতে ব্যথা।
শরীর কাঁপা।
ভয় পাওয়া।
যাদুর গর্ভপাতের চিকিৎসা
চিকিৎসা ৫ টি মূল ধাপে হয়-
1,তাওবা ও ইস্তেগফার দিয়ে শুরু।
দুই রাকাআত সালাতুল তাওবা।
2, বিশেষ দোয়াসহ সালাতুল হাজত।
যাদু নষ্ট হওয়ার নিয়তে।
3, যাদুর খাদেমকে বের করে দেওয়া
(এটি রাক্বির কাজ)।
4, শরীর ও মনের দুর্বলতা ঠিক করা।
বিশেষ রুকইয়া ও আমল।
5, ভবিষ্যৎ সুরক্ষা ও পুনরায় যাদু বন্ধ রাখা।
হিজব, দোয়া, সুরা বাকারাহ, পানি-তেল রুকইয়া।
পুরো চিকিৎসাকালের সময় মা'কে নিয়মিত পর্যবেক্ষণে রাখা জরুরি।
খুলাসা কথা
الحمد لله
ব্যাপারগুলো সংক্ষেপে তুলে ধরলাম।
ভুলত্রুটি আল্লাহ ক্ষমা করুন।
🖊️ Raqi M***i Anisur Rahman
Consultant -Ruqyah and cupping fair
সুস্থতার পথে সবাইকে সহায়তা করতে পোস্টটি শেয়ার করুন।
Raqi M***i Anisur Rahman