TAQWA MEDICINE MART

  • Home
  • TAQWA MEDICINE MART

TAQWA MEDICINE MART We are open from 8:00 AM to 3:00 AM
(2)

20/11/2025
http://16263.dghs.gov.bd/
17/11/2025

http://16263.dghs.gov.bd/

স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রনালয়ের আওতাধীন স্বাস্থ্য ....

এই হাসপাতাল লালমনিরহাটের জনগণের জন‍্য আশীর্বাদ।
03/09/2025

এই হাসপাতাল লালমনিরহাটের জনগণের জন‍্য আশীর্বাদ।

05/08/2025

ভাইরাল জ্বর নিয়ে কিছু তথ্য:

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°f আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলায় বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না যদি না কোন ইনফেকশনের সোর্স পাওয়া যায় যা অনেকসময় প্রকাশ পেতে ৩দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ২৪ ঘন্টায় ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিঁচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে সাপোসিটার ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর হয়তো সাময়িকভাবে ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কমই ১ম তিনদিনের মধ্যে । একটা সাপোসিটারী দেয়ার ৮ ঘন্টার মধ্যে আরেকটা সাপোসিটারী দিতে পারবেন না। তবে ৪/৬ ঘন্টা পর সিরাপ দিতে পারেন।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ ঘন ঘন খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভেজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির হওয়া ইত্যাদি জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

04/07/2025

ঢাকা শনিবার
০৫ জুলাই, ২০২৫
৯, মুহাররম ১৪৪৭ হি.,
২১ আষাঢ় ১৪৩২ বং, বর্ষা

ফজর ০৩:৪৯ - ০৫:১৫
যুহর‌ ১২:০৪ ০৪:৪২
আসর ০৪:৪৩ - ০৬:৪৯
মাগরিব ০৬:৫১ - ০৮:১৬
ইশা ০৮:১৭ - ০৩:৪৮

নামাযের নিষিদ্ধ সময়
সূর্যোদয়কালীন ০৫:১৬- ০৫:৩০
দুপুর ১১:৫৮ ১২:০৩
সূর্যাস্তকালীন ০৬:৩৫ ০৬:৫০

নফল নামায সমূহ
তাহাজ্জুদ শেষ ০৩:৪৮
ইশরাক ০৫:৩১ - ১১:৫৭
চাশত ০৮:৪৪ - ১১:৫৭

🕓🟢বিঃদ্রঃ উক্ত_সময়_ঢাকার_জন্য_প্রযোজ্য🟢🕒

■👉এর_সাথে_যেসব_জেলায়_যোগ_করতে_হবে
৹👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

■👉গাজীপুর,শরীয়তপুর,মাদারীপুর,বরিশাল,ঝালকাঠি,বরগুনা-
1️⃣ মিনিট🕛

■👉টাঙ্গাইল,বাগেরহাট,জামালপুর,শেরপুর,মানিকগঞ্জ,ময়মনসিংহ-
2️⃣ মিনিট🕛

■👉ফরিদপুর,গোপালগঞ্জ,সিরাজগঞ্জ,নড়াইল,খুলনা -
3️⃣ মিনিট🕛

■👉মাগুরা,রাজবাড়ি,পাবনা -
4️⃣ মিনিট🕛

■👉কুষ্টিয়া,যশোর,রংপুর, ঝিনাইদহ,সাতক্ষীরা-
5️⃣ মিনিট🕛

■👉নিলফামারী,চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম,গাইবান্ধা -
6️⃣ মিনিট🕛

■👉রাজশাহী,বগুড়া,মেহেরপুর, লালমনিরহাট -
7️⃣ মিনিট🕛

■👉চাপাইনবাবগঞ্জ,নওগা,নাটোর,জয়পুরহাট -
8️⃣ মিনিট🕛

■👉দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়- (সাহারী -
6️⃣ মি & ইফতারি- 9️⃣ মি)🕛

🕛🔴যেসব_জেলায়_বিয়োগ_করতে_হবে🔴🕛

৹👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

👉নরসিংদী,নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ,চাঁদপুর -
1️⃣ মিনিট🕛

■👉কিশোরগঞ্জ,পটুয়াখালি,ভোলা,লক্ষীপুর -
2️⃣ মিনিট🕛

■👉নেত্রকোনা,কুমিল্লা,বিবাড়িয়া -
3️⃣ মিনিট🕛

■👉নোয়াখালী,ফেনী,সুনামগঞ্জ,হবিগঞ্জ -
4️⃣ মিনিট🕛

■👉 কক্সবাজার,সিলেট,মৌলভী বাজার -
6️⃣ মিনিট🕛

■👉চট্টগ্রাম,খাগড়াছড়ি,রাঙামাটি,বান্দরবান -
7️⃣ মিনিট🕛
__________________________________________

⭕(উপরোক্ত তথ্যাদি "ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ" এর নামায ও রোযার স্থায়ী সময়সূচী থেকে নেওয়া হয়েছে)

⭕( নিষিদ্ধ সময়ে শুধুমাত্র নামায পড়া যাবে না এছাড়া সব ইবাদাত করা যাবে )

⭕নারীরা আযানের জন্য অপেক্ষা না করে ওয়াক্ত শুরু হলেই নামায পড়তে পারবেন,পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রেখে সময়মত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমীন
জাজাকুমুল্লাহ খইরন।

Address

Station Road, Mission More

5500

Telephone

+8801911553131

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAQWA MEDICINE MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TAQWA MEDICINE MART:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram