Ashraful Laboratories

  • Home
  • Ashraful Laboratories

Ashraful Laboratories অফিসিয়াল ফেসবুক পেইজ আশরাফুল ল্যাবরেটরীজ

🌸 শিশুর সুস্থতার জন্য মায়েদের প্রথম পছন্দ — এপোটামিন 🌸আপনার সোনামণিটিও প্রতিদিনের পড়াশোনা, খেলাধুলা আর ব্যস্ততায় হারিয়ে ...
26/11/2025

🌸 শিশুর সুস্থতার জন্য মায়েদের প্রথম পছন্দ — এপোটামিন 🌸

আপনার সোনামণিটিও প্রতিদিনের পড়াশোনা, খেলাধুলা আর ব্যস্ততায় হারিয়ে ফেলে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি।

তাই আজকাল অনেক মা-বাবার ভরসা — এপোটামিন,
একটি ন্যাচারাল ফ্যামিলি টনিক, যা শিশুদেরও দেয়—
✔ প্রয়োজনীয় পুষ্টি
✔ শক্তি ও এনার্জি
✔ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

💛 প্রতিদিন একটু এপোটামিন, শিশুর হাসি আর শক্তি থাকবে ঠিক আগের মতোই।

👉 আপনার সন্তানের সুস্থতায় বেছে নিন ন্যাচারালের শক্তি — এপোটামিন।

এপোটামিনApotaminবিশ্বনন্দিত ফ্যমিলি টনিক শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকারী । ঢাকা বিভাগের প্রতিটি জেলা ও থা...
26/11/2025

এপোটামিন
Apotamin

বিশ্বনন্দিত ফ্যমিলি টনিক
শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকারী ।

ঢাকা বিভাগের প্রতিটি জেলা ও থানায় MPO ও পরিবেশক নিয়োগ চলছে!
বাংলাদেশের অনুমোদিত ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান
“আশরাফুল ল্যাবরেটরীজ (ইউনানী)”
সারা ঢাকা বিভাগের প্রতিটি জেলা–থানায়
Medical Promotion Officer (MPO)
পরিবেশক (Dealer)
নিয়োগ দিচ্ছে।
যোগ্যতা: আগ্রহ, পরিশ্রমী মানসিকতা ও যোগাযোগ দক্ষতা
সুযোগ–সুবিধা: প্রশিক্ষণ, ইনসেনটিভ, ক্যারিয়ার গ্রোথ
আপনি কি চাকরি করতে চান?
আপনি কি পরিবেশক হতে চান?
আপনার জেলার নাম ইনবক্স করুন।

যোগাযোগ:
Ashrafullaboratories.com

স্বাস্থ্য সচেতন বাংলাদেশ গড়তে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি।

আজ যদি তুমি স্বাধীনভাবে বাঁচতে চাও, নিজের সময়, সিদ্ধান্ত আর স্বপ্নের মালিক হতে চাও—তাহলে অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর...
19/11/2025

আজ যদি তুমি স্বাধীনভাবে বাঁচতে চাও, নিজের সময়, সিদ্ধান্ত আর স্বপ্নের মালিক হতে চাও—তাহলে অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কারণ স্বাধীনতা মানে শুধু বাইরের শৃঙ্খল ভাঙা নয়, বরং ভেতরের অলসতাকে পরাজিত করা।

অলসতা তোমাকে একদিনে শেষ করে না, বরং ধীরে ধীরে তোমার স্বাধীনতাকে কেড়ে নেয়। প্রথমে বলে—“আজ একটু বিশ্রাম নিই”, তারপর বলে—“কাল থেকেই শুরু করবো”, আর সেই কাল আর কখনো আসে না। যতবার তুমি কাজ ফেলে রাখো, ততবার তুমি নিজের ভবিষ্যৎকে পিছিয়ে দাও।

বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে—যেসব মানুষ প্রতিদিনের কাজ ২ ঘণ্টা দেরিতে শুরু করে, তাদের উৎপাদনশীলতা প্রায় ৩০% কমে যায় (Source: Harvard Business Review, 2023)। অলসতা শুধু কাজ কমায় না, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। একসময় তুমি নিজের সক্ষমতাকেই সন্দেহ করতে শুরু করো।

একটা উদাহরণ দিই—Elon Musk দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজ করেন। তাঁর এক সাক্ষাৎকারে বলা হয়েছিল, “Success is when your discipline beats your laziness.” তিনি জানতেন, যতক্ষণ শৃঙ্খলা অলসতার ওপর জয় না পাবে, ততক্ষণ স্বাধীন চিন্তা বা সাফল্য কোনোটাই সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের তরুণদের নিয়ে World Bank (2024) এক প্রতিবেদনে জানিয়েছে, আমাদের দেশে প্রায় ২৭% গ্র্যাজুয়েট কর্মহীন, এবং এর বড় কারণ হলো স্কিল না থাকা ও আলসেমি করে সুযোগ হাতছাড়া করা।

অলসতা এমন এক বিষ যা অল্পে শুরু হয়, কিন্তু পুরো জীবনকে গ্রাস করে ফেলে। তুমি যত বেশি দেরি করো, তত বেশি সুযোগ অন্য কারো হাতে চলে যায়। সফল মানুষদের মধ্যে পার্থক্য একটাই—তারা “কাল” বলে না, তারা “আজই” শুরু করে।

তাই আজ যদি তুমি স্বাধীনভাবে বাঁচতে চাও, নিজের সময়, সিদ্ধান্ত আর স্বপ্নের মালিক হতে চাও—তাহলে অলসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো।কারণ স্বাধীনতা মানে শুধু বাইরের শৃঙ্খল ভাঙা নয়, বরং ভেতরের অলসতাকে পরাজিত করা।

শেষ পর্যন্ত মনে রেখো—অলসতা তোমার শত্রু, আর কর্মই তোমার মুক্তি।যে দিন তুমি নিজের আলসেমিকে হারাতে পারবে, সেদিনই তুমি সত্যিকারের স্বাধীন মানুষ হয়ে উঠবে।
হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন
প্রতিষ্টাতা ঃ আশরাফুল ল্যাবরেটরীজ
www.ashrafullaboratories.com

এপোটামিনApotaminবিশ্বনন্দিত ফ্যমিলি টনিক শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকারী । ঢাকা বিভাগের প্রতিটি জেলা ও থা...
18/11/2025

এপোটামিন
Apotamin
বিশ্বনন্দিত ফ্যমিলি টনিক
শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকারী ।

ঢাকা বিভাগের প্রতিটি জেলা ও থানায় MPO ও পরিবেশক নিয়োগ চলছে!

বাংলাদেশের অনুমোদিত ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান
“আশরাফুল ল্যাবরেটরীজ (ইউনানী)”
সারা ঢাকা বিভাগের প্রতিটি জেলা–থানায়
Medical Promotion Officer (MPO)
পরিবেশক (Dealer)
নিয়োগ দিচ্ছে।

যোগ্যতা: আগ্রহ, পরিশ্রমী মানসিকতা ও যোগাযোগ দক্ষতা
সুযোগ–সুবিধা: প্রশিক্ষণ, ইনসেনটিভ, ক্যারিয়ার গ্রোথ

আপনি কি চাকরি করতে চান?
আপনি কি পরিবেশক হতে চান?
আপনার জেলার নাম ইনবক্স করুন।

যোগাযোগ:
Ashrafullaboratories.com

স্বাস্থ্য সচেতন বাংলাদেশ গড়তে আপনার অংশগ্রহণই আমাদের শক্তি।

17/11/2025

“স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়,
এটি পরিশ্রমের প্রতি সম্মান—
আর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

আজকের এই মুহূর্তটি তাদের জন্য,
যারা নীরবে, নিষ্ঠা ও সততার সঙ্গে
নিজেকে এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন।

একটি সাফল্যের গল্প কখনো একদিনে লেখা হয় না—
লক্ষ্য, চেষ্টা এবং ধারাবাহিকতাই গড়ে তোলে প্রকৃত অর্জন।

ডায়াবেটিস ঔষধ ছাড়াই নিরাময়>ডায়াবেটিস কী?>ডায়াবেটিস রোগের লক্ষণ>ডায়াবেটিস নির্ণয় করার উপায়>ডায়াবেটিসের ধরন>ইনসুল...
13/11/2025

ডায়াবেটিস ঔষধ ছাড়াই নিরাময়
>ডায়াবেটিস কী?
>ডায়াবেটিস রোগের লক্ষণ
>ডায়াবেটিস নির্ণয় করার উপায়
>ডায়াবেটিসের ধরন
>ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধিতা
>টাইপ—২ ডায়াবেটিসের কারণ
>ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব
>টাইপ—২ ডায়াবেটিসের প্রচলিত চিকিৎসা
>ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও নিরাময়ে আধুনিক দৃষ্টিভঙ্গি
>ডায়াবেটিস নিরাময়ে করণীয়:
ক্যাপসুল হর্সটেইল (Capsule Horsetail)

প্রতিটি বাহনের জন্যে প্রয়োজন জ্বালানি, যেমন: ডিজেল পেট্রোল অকটেন ইত্যাদি। শরীররূপী আমাদের এই বাহনেরও জ্বালানি প্রয়োজন। শরীরের মূল জ্বালানি হচ্ছে গ্লুকোজ। আমাদের শরীরের যত ধরনের কাজ আছে—নড়াচড়া হাঁটা দৌড়ানো চিন্তা করাসহ সকল ধরনের কাজে ব্যবহৃত হয় গ্লুকোজ। শর্করা জাতীয় খাবার গ্রহণের পর হজমশেষে গ্লুকোজ ক্ষুদ্রান্ত্র থেকে রক্তে প্রবেশ করে। ইনসুলিনের সাহায্যে গ্লুকোজ রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করে এবং বিপাকক্রিয়ায় অংশ নিয়ে শক্তি তৈরি করে।
কোনো কারণে রক্ত থেকে গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে না পারলে রক্তে গ্লুকোজ জমা হতে থাকে। ফলে রক্তের গ্লুকোজ লেভেল বেড়ে যায়। একপর্যায়ে এই বাড়তি গ্লুকোজ কিডনি প্রস্রাবের সাথে বের করে দেয়।
রক্তে অতিরিক্ত গ্লুকোজ কিন্তু কোষের মধ্যে গ্লুকোজ স্বল্পতা, আর প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতি—এই অবস্থার নামই ডায়াবেটিস।

বার বার ক্ষুধা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, অবসন্নতা, ওজন কমে যাওয়া, অপুষ্টি। তবে অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ধরা পড়ে ঘটনাচক্রে অর্থাৎ অন্য কোনো রোগের চিকিৎসায় পরীক্ষা—নিরীক্ষাকালে।
ডায়াবেটিস নির্ণয় করার উপায়।
জেনে অবাক হবেন, আমাদের রক্তে যে পরিমাণ সুগার বা চিনি থাকে তার পরিমাণ মাত্র এক চা চামচ। আমরা যদি প্রতিদিন চা/ কফি/ কোমল পানীয়/ মিষ্টান্ন/ অন্য কোনো খাবারের সাথে ২/৩/৪/৫ চা চামচ চিনি খাই, তখন রক্তের সুগার বেড়ে দাঁড়ায় কয়েকগুণ—যা স্থূলতা, ফ্যাটি লিভার ডিজিজ, ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ—২ ডায়াবেটিসের কারণ।

১. টাইপ—১ ডায়াবেটিস (১০%)
এ—ক্ষেত্রে অগ্ন্যাশয় থেকে কোনো ইনসুলিন তৈরি হয় না।
একমাত্র চিকিৎসা ইনসুলিন।
এটি জীবনাচারের সাথে সম্পর্কযুক্ত নয়।
২. টাইপ—২ ডায়াবেটিস (৯০%)
এ—ক্ষেত্রে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন তৈরি হলেও শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধিতা সৃষ্টির ফলে শরীর যথাযথভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না।
ভুল জীবনাচারের কারণে এটি হয়ে থাকে।

ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধিতা।
ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধিতা

টাইপ—২ ডায়াবেটিস কীভাবে হয় তা বুঝতে হলে প্রথমেই জানতে হবে কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এ ব্যাপারে দুটি তত্ত্ব আছে:

তত্ত্ব—১
আমরা যখন প্রাণিজ আমিষ এবং তৈলাক্ত—চর্বিযুক্ত খাবার খাই, তখন এই চর্বি শরীরে গিয়ে কোষে প্রবেশ করে। কোষের মাইটোকন্ড্রিয়া তখন এই চর্বিকে পুড়িয়ে শক্তি তৈরি করে। কিন্তু অতিরিক্ত তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত প্রাণিজ আমিষ খাওয়া এবং শারীরিক পরিশ্রম না করার ফলে কোষের ভেতর অধিক পরিমাণে এই চর্বি প্রবেশ করে, যা মাইটোকন্ড্রিয়া পুরোপুরি বার্ন—আউট করতে পারে না। ফলে তা কোষের মধ্যে জমতে থাকে। একপর্যায়ে এই সঞ্চিত চর্বি কোষের স্বাভাবিক কাজে বাধার সৃষ্টি করে।

যদি কেউ আপনার দরজার লক—এ চুইংগাম ঢুকিয়ে দেয়, তখন আপনি যেমন দরজার লক খুলতে পারবেন না তেমনি কোষের ভেতর অতিরিক্ত চর্বি জমার ফলে ইনসুলিন তার স্বাভাবিক কাজ করতে পারে না। কেননা ইনসুলিন রিসেপ্টরের গায়ে চর্বির প্রলেপ জমে গেছে। অর্থাৎ ইনসুলিন কোষের ভেতরে গ্লুকোজ প্রবেশে সাহায্য করতে পারে না, যা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধিতা নামে পরিচিত।

তত্ত্ব—২
রিফাইন্ড কার্বোহাইড্রেট (চিনি, সাদা চাল ও সাদা ময়দা) এবং চিনিসমৃদ্ধ খাবার (চা কফি জুস পিঠা পায়েস মিষ্টান্ন ও কোমল পানীয় ইত্যাদি) খেলে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ রক্তে প্রবেশ করে। লিভার এই অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে লিভারেই জমা করে ভবিষ্যতে ব্যবহারের জন্যে।
আবার প্রয়োজনের অতিরিক্ত এমাইনো এসিড (আমিষের ক্ষুদ্রতম অংশ) রক্তে প্রবেশ করলে তা লিভার কর্তৃক প্রথমে গ্লুকোজ এবং পরে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে লিভারেই জমা হয়। যখন লিভারে আর গ্লাইকোজেন জমা হওয়ার জায়গা থাকে না, তখন লিভার অতিরিক্ত গ্লুকোজকে চর্বি বা ফ্যাটে (ট্রাইগ্লিসারাইড) রূপান্তরিত করে।

এই রূপান্তরিত ফ্যাট লিভার থেকে শরীরের বিভিন্ন স্থানে গিয়ে জমা হতে থাকে, বিশেষ করে মাংসপেশিতে এবং পেটের মধ্যে অবস্থিত বিভিন্ন অঙ্গে ও এর চারপাশে। একটা পর্যায়ে এই অতিরিক্ত চর্বি লিভারেও জমা হতে থাকে। ফলাফল ফ্যাটি লিভার, যা প্রকারান্তরে তৈরি করে ইনসুলিন রেজিস্ট্যান্স।

টাইপ—২ ডায়াবেটিসের কারণ।
>স্থূলতা
>ইনসুলিন রেজিস্ট্যান্স
>অতিরিক্ত তৈলাক্ত—চর্বিযুক্ত—কোলেস্টেরল সমৃদ্ধ খাবার
>রিফাইন্ড কার্বোহাইড্রেট (চিনি, সাদা চাল ও সাদা ময়দা)
>চিনিসমৃদ্ধ খাবার (চা কফি জুস পিঠা পায়েস মিষ্টান্ন ও কোমল পানীয়)
>প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ
>শরীরে নাইট্রিক অক্সাইডের উৎপাদন কমে যাওয়া
>শারীরিক পরিশ্রমের অভাব
>ক্রমাগত মানসিক চাপ বা স্ট্রেস

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব।
দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগলে যে—সব রোগ হতে পারে তার মধ্যে করোনারি হৃদরোগ, উচ্চ রক্তচাপ (৭৫% ডায়াবেটিসের রোগী উচ্চ রক্তচাপে আক্রান্ত), স্ট্রোক, অন্ধত্ব, কিডনি রোগ, গ্যাংগ্রিন, ক্যান্সার অন্যতম।
টাইপ—২ ডায়াবেটিসের প্রচলিত চিকিৎসা।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও নিরাময়ে আধুনিক দৃষ্টিভঙ্গি।
ডায়াবেটিস নিরাময়ে করণীয়:


জীবনদৃষ্টি ও জীবনাচার পরিবর্তন করে যে ডায়াবেটিস নিরাময় করা যায়—এই বিষয়ে প্রথম গবেষণা করেন আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. নিল বার্নার্ড। এ গবেষণায় আরো এগিয়ে আসেন ডা. জোয়েল ফুরম্যানসহ অন্যান্য গবেষকরা। খাদ্যাভ্যাস ও জীবনাচারে আমূল পরিবর্তন এনে তারা ডায়াবেটিস নিরাময় করতে সক্ষম হন।
হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন স্যারের—এর মতামত অনুসারে ডায়াবেটিস নিরাময়ে করণীয়
বর্জন করুন (দুই বছর)
মাছ মাংস ডিম দুধ
তেল ঘি মাখন ডালডা মার্জারিন
তৈলাক্ত ও চর্বিযুক্ত ভাজাপোড়া খাবার
চিনি, সাদা চাল ও সাদা ময়দা
প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার

প্রতিদিন খান
পূর্ণ শস্যদানা (হোল গ্রেইন) লাল চালের ভাত বা লাল আটার রুটি এবং এর পরিমাণ হবে খুবই কম। চাইলে ভাত বা
রুটির পরিবর্তে খুব অল্প পরিমাণে ওটস খেতে পারেন।
শাকসবজি, সালাদ ও সবুজ পাতা হতে হবে পর্যাপ্ত।
ডাল মটরশুঁটি বাদাম বীজ বিন পরিমিত ও নিয়মিত।
ফল: প্রতিদিন কমপক্ষে ৪ ধরনের টক ও কম মিষ্টি ফল খান এবং ওষুধ

এ—ছাড়াও ডায়াবেটিসের রোগীরা খেতে পারেন
১. প্রতিদিন সকালে ১ গ্লাস করে কাঁচা করলার জুস, মেথি ভিজানো পানি ও ঢেঁড়স ভিজানো পানি এবং রাতে ৩ চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার।
২. প্রতিদিন কিছু দারুচিনি, ১ কাপ হার্বাল চা ও ৩—৪ কাপ গ্রিন টি।
এ—ছাড়াও ডায়াবেটিসের রোগীরা যা যা করবেন
১. প্রতিদিন একঘণ্টা ব্যায়াম। ব্যায়াম ইনসুলিনের প্রতি শরীরের কোষগুলোর সংবেদনশীলতা বাড়ায়, ফলে ইনসুলিন রক্তের গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করাতে সমর্থ হয়। এ—ছাড়াও ব্যায়ামের ফলে সৃষ্ট পেশিসংকোচন গ্লুকোজ পরিবহন বাড়ায়, যা ইনসুলিনের সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ ইনসুলিনের সহযোগিতা ছাড়াই গ্লুকোজ কোষে প্রবেশ করে। তাই ব্যায়াম করলে ব্লাড সুগার লেভেল বেশ কিছুটা কমে। ফলে ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে।
২. প্রতিদিন দুই বেলা মেডিটেশন
৩. প্রতিদিন তিন থেকে পাঁচ দফা প্রাণায়াম
৪. প্রতিদিন কিছু সময় সূর্যস্নান
৫. সপ্তাহে দুই থেকে তিন দিন রোজা/ উপবাস/ ফাস্টিং

ক্যাপসুল হর্সটেইল (Capsule Horsetail)
উপাদান: গাছের তাজা, সবুজ, শুকনো কান্ড বা তা থেকে তৈরী কার্যকর উপাদান ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এতে সিলিসিক এসিড (৫—৭.৭%), ফ্লাভোনয়েডসমূহ (০.৬—০.৯%) যেমন, এপিজেনিন—৫—অক্সিগ্লুকোসাইড, জেনকওয়ানিন—৫—অক্সি—গ্লুকোসাইড, ক্যাম্পফেরল ম্যানোনিল গ্লুকোসাইড, ক্যাম্পফেরল—৩—অক্সি সফোরোসাইড, লুটেওলিন—৫—অক্সি গ্লুকোসাইড প্রভৃতি, কোরজেনিক এসিড ও ডাইক্যাফেয়িল—মেসো—টারটারিক এসিড ইত্যাদি ক্যাফেয়িক এসিড এস্টার (১% পর্যন্ত); প্যালুস্ট্রিন, ইকুইসটামপাইরন ইত্যাদি পাইরিডিন অ্যালকালয়েড থাকে।

ক্রিয়া: মৃদু মূত্রকর, প্রজনন—রেচনতন্ত্রের কষায়কারক, পাথরীনাশক, বৃদ্ধ ও মূত্রাশয়ের শক্তিবর্ধক, আক্ষেপ নিবারক। প্রাকৃতিক সিলিকা সমৃদ্ধ হর্সটেইল দেহে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ফলে অস্থিগঠন, অস্থিপুনর্গঠন, দাঁত, নখ ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

কার্যকারিতা ঃ
ডায়াবেটিস নিরাময়, মূত্রবদ্ধতা, মূত্রকৃচ্ছতা, হাড়ের দুর্বলতা, শোথ, অস্থি অপুষ্টি, অস্থিভঙ্গ, নখ—ভঙ্গুরতা, মূত্রনালীর জীবাণু সংক্রমণ ও প্রদাহিত অবস্থা, বাত এবং খুব ধীর গতিতে সারে এমন ক্ষত ও পোড়া ঘা।

হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন
প্রতিষ্ঠাতা পরিচালক, মরহুম আমজাদ হোসেন দাতব্য চিকিৎসালয়
ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ল্যাবরেটরীজ।
প্রতিষ্ঠাতা পরিচালক, হাবীব ইউনানী ও আয়ুবেদিক ঔষধালয়
প্রতিষ্ঠাতা পরিচালক, আশরাফুল হারবাল এন্ড নিউট্রাসিউটিক্যালস

13/11/2025

মেডিক্যাল প্রমোশন অফিসার পদে ক্যারিয়ার গড়তে কি প্রয়োজন ? | Skills Talk |

নিয়োগ বিজ্ঞপ্তি – পীরগঞ্জ থানায়!বাংলাদেশের অনুমোদিত ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানআশরাফুল ল্যাবরেটরীজ এখন পীরগঞ্জ থ...
13/11/2025

নিয়োগ বিজ্ঞপ্তি – পীরগঞ্জ থানায়!
বাংলাদেশের অনুমোদিত ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান
আশরাফুল ল্যাবরেটরীজ
এখন পীরগঞ্জ থানায়
“মেডিকেল প্রমোশন অফিসার (MPO)”
“পরিবেশক (ডিলার)”
নিয়োগ চলছে!

আমাদের অঙ্গীকার:
মানুষের স্বাস্থ্য – আল্লাহর রহমতে রাখিব সুস্থ
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন।
রোগ মুক্ত মানুষ বেকার মুক্ত সমাজ আলোকিত বাংলাদেশ গড়বো ইন শাহ আল্লাহ।
কর্মস্থল: পীরগঞ্জ থানা, ঠাকুরগাও জেলা
📞 যোগাযোগ: 01716002993
হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন
🌐 www.ashrafullaboratories.com

13/11/2025

“আশরাফুল ল্যাবরেটরীজ” এ #নিয়োগ চলছে!!
বাংলাদেশ সরকারের অনুমোদিত অর্ধ শতাধিক ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান

নিয়োগ স্থান:
রংপুর বিভাগের সকল জেলা —
#রংপুর #দিনাজপুর #ঠাকুরগাঁও #পঞ্চগড় #নীলফামারী #কুড়িগ্রাম #লালমনিরহাট

১. ডিলার / ডিস্ট্রিবিউটর
ইউনানী, ফার্মেসি বা ঔষধ ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকার
ন্যূনতম পুঁজি থাকতে হবে
অফিস, চেম্বার বা ফার্মেসি স্থাপনের সক্ষমতা থাকতে হবে
ব্যবসা ব্যবস্থাপনায় আগ্রহী ও দায়িত্বশীল হতে হবে

২. মেডিকেল প্রমোশন অফিসার (MPO)
ন্যূনতম এইচ.এস.সি / গ্র্যাজুয়েট
ভালো যোগাযোগ দক্ষতা ও আচরণ
স্বাস্থ্যসচেতন, পরিশ্রমী ও উদ্যমী হতে হবে

সুবিধাসমূহ
>কোম্পানির নিয়ম অনুযায়ী কমিশন ও ইনসেনটিভ
>প্রশিক্ষণ ও মার্কেটিং সহায়তা
>ক্যারিয়ার গড়ার সুযোগ
>স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় অংশগ্রহণের সম্মান

হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন
Founder & Managing Director
আশরাফুল ল্যাবরেটরীজ
ইউনানী ঔষধ উৎপাদন, বিপণন ও মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান
হেড অফিস: চাচড়া থানা, কতোয়ালী, যশোর ।
ফ্যাক্টরি: মিয়া বাড়ি, রঘুনাথপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ।
মোবাইল: 01716002993 / 01990720028
ওয়েবসাইট: www.ashrafullaboratories.com

আমাদের অঙ্গীকার:
মানুষের স্বাস্থ্য আল্লাহর রহমতে রাখিব সুস্থ,
সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন।
“রোগমুক্ত মানুষ, বেকারমুক্ত সমাজ, আলোকিত বাংলাদেশ”
গড়বো ইনশাআল্লাহ।

আশরাফুল ল্যাবরেটরীজে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের অনুমোদিত ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান“আশতীত” সহ একাধিক জনপ্রিয় হা...
13/11/2025

আশরাফুল ল্যাবরেটরীজে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশের অনুমোদিত ইউনানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান
“আশতীত” সহ একাধিক জনপ্রিয় হারবাল ওষুধের প্রস্তুতকারক

নিয়োগ চলছে
ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড় জেলার প্রতিটি থানায়
একজন মেডিকেল প্রমোশন অফিসার (MPO)
একজন পরিবেশক (ডিলার)

জেলা ও থানা অনুযায়ী নিয়োগ এলাকা
ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও সদর, রাণীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গী
নীলফামারী জেলা:
নীলফামারী সদর, সৈয়দপুর, জলঢাকা, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ
পঞ্চগড় জেলা:
পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী, তেতুলিয়া
যোগ্যতা:
ন্যূনতম এইচ.এস.সি / গ্রাজুয়েট
জনসংযোগে দক্ষ ও স্বাস্থ্য সচেতন
মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে
সুযোগ-সুবিধা:

প্রশিক্ষণসহ কাজের নির্দেশনা প্রদান
আকর্ষণীয় কমিশন ও ইনসেনটিভ
স্থায়ী কর্মসংস্থানের সুযোগ
আগ্রহীরা যোগাযোগ করুন:

হাকীম মোঃ আশরাফুল ইসলাম লিটন মিয়া
প্রতিষ্ঠাতা
মোবাইল: 01716002993
আশরাফুল ল্যাবরেটরীজ
মিয়া বাড়ি, রঘুনাথপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ
www.ashrafullaboratories.com

আমাদের লক্ষ্য:

“রোগমুক্ত মানুষ, বেকারমুক্ত সমাজ – আলোকিত বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।”

Managing Director, Ashraful Laboratories

12/11/2025
Ashraful Laboratories Product Guide 2025 প্রকৃতির নির্যাসে গড়া স্বাস্থ্য ও জীবনের সঠিক দিশা! এক নজরে আমাদের সব ইউনানী ও ...
12/11/2025

Ashraful Laboratories Product Guide 2025
প্রকৃতির নির্যাসে গড়া স্বাস্থ্য ও জীবনের সঠিক দিশা!
এক নজরে আমাদের সব ইউনানী ও ভেষজ পণ্যের তথ্য —
গুণ, ব্যবহার, উপকারিতা ও চিকিৎসা নির্দেশনা একত্রে।
“বিশ্বাস রাখুন ইউনানীতে, ফিরিয়ে আনুন সুস্থতার আলো।”

সুস্থতা, শক্তি ও সাম্য রক্ষায় আমাদের ৬৩টি ইউনানী ও হারবাল ঔষধ
নিচে প্রতিটি ঔষধের উপকারিতা সংক্ষেপে দেওয়া হলো:

♣ সিরাপ (Syrup)
1. সিরাপ-এপোটামিন: পুষ্টিতে ভরপুর বিশ্ব নন্দিত ফ্যামিলি টনিক।
2. সিরাপ-আশরিক্যান: ক্যান্সার, সিস্ট, টিউমার প্রতিরোধে কার্যকরী।
3. সিরাপ-প্যাকলোনা: গ্যাস্টিক নিরাময়ে অত্যান্ত কার্যকরী ।
4. সিরাপ-গ্রেপটন: ভিটামিন ও মিনারেল ঘাটতি পূরণে সহায়ক।
5. সিরাপ-আশকুলি: হেপাটাইটিস, প্রসাবে জ্বালাপোড়া ও অবসাদে কার্যকরী।
6. সিরাপ-আশলিভ: লিভার গোলযোগ দূরকরতে এক নম্বর ঔষধ।
7. সিরাপ -আশভাসিন: হাঁপানি ও কাঁশি চিরতরে দৃুরকরে।
8. সিরাপ -আশফল: শিশুদের বৃদ্ধি ও বিকাশে সহায়ক।
9. সিরাপ-লিকোভিক্স: নারীদের মেজাজজনিত সমস্যা ও স্ত্রীরোগে কার্যকরী।
10. সিরাপ-এজিক: জ্বর নাশক ও শান্তকারক।
11. সিরাপ-এসলস: ডায়রিয়া, আমাশয় নিরাময়ে।
12. সিরাপ -আমাগ: ব্রেইন টনিক, মন প্রশান্তি ও কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
13. সিরাপ -আশফি: রক্ত পরিশোধক, এলার্জি দূর করে।
14. সিরাপ-আশজিন: শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যাডাপটোজেন।
15. সিরাপ-এযমিন: বায়ুনাশক ও হজম শক্তিবর্ধক।
16. সিরাপ -ইরাইফুল: রক্ত উৎপাদক ও খুদা বৃদ্ধিতে কার্যকরী।
17. সিরাপ-এপট্রোন: ২৮টি ভেষজ উপাদানে তৈরিকৃত ফ্যামিলি স্বা্স্থ্যবদ্যক ঔষধ।
18. সিরাপ-আশটোন: ভিটামিন ঘাটতি পূরণে সহায়ক।
19. সিরাপ-আশরোজ: রুচি বৃদ্ধিতে ও বলকারক।
20. সিরাপ-আশআমলা: স্নায়বিক শক্তি ও শরীরিক বল বৃদ্ধি করে।

♣ বিশেষ ঔষধ
21. সিরাপ- আশরাফুল জিরা: স্থুলতা (মেদ কমায়) স্লিম হওয়ার মহা ঔষধ।
22. সিরাপ- আশরাফুল কাবেদী: ফ্যাটি লিভার ডিজিজ, জন্ডিস, প্রদাহে কার্যকরী।
23. সিরাপ-আশরাফুল নিসা: সকল শ্রেণির মহিলা অনিয়মিত ঋতুস্রাব ও জরায়ু প্রদাহে সহায়ক।
24. সিরাপ -মুআদ্দিল: এলার্জি ও রক্তদূষণ প্রতিরোধে কার্যকরী।
25. সিরাপ - আশরাফুল সেব: অঙ্গ-শক্তি ও রক্ত উৎপাদনে কার্যকরী।
26. সিরাপ আশরাফুল হাজমিনা: হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ট পরিষ্কারে সহায়ক।
27. সিরাপ এযাজ: কফ দূরকারী ও শুকনো কাশিতে কার্যকরী।

♣ ক্যাপসুল (Capsule)
28. ক্যাপসুল ব্যাকটোকন: নানাবিধ ব্যাধির সহজ সমাধান।
29. ক্যাপসুল নিউরোআশ: মাথাব্যথা ও স্নায়বিক দুর্বলতা নিরাময়।
30. ক্যাপসুল আশজান: ব্যথা ও বেদনা নিরাময়ে।
31. ক্যাপসুল স্যাটিনা: উচ্চ রক্তচাপ ও দুশ্চিন্তা দূর করে।
32. ক্যাপসুল এম্বুলা: রক্ত আমাশয় নিরাময়ে কার্যকরী।
33. ক্যাপসুল আশটিল: গ্যাস্ট্রিক নিরাময়ে মহৌষধ।
34. ক্যাপসুল ট্যানিকা: যেকোনো রক্তক্ষরণ বন্ধ করতে কার্যকরী
35. ক্যাপসুল জারনক: স্বপ্নদোষ ও শুক্র মেহ নিরাময়ে কার্যকরী।
36. ক্যাপসুল আশতিন: A to Z ভিটামিন সমৃদ্ধ।
37. ক্যাপসুল নিশাত: যৌনশক্তি, বীর্য ও উত্তেজক শক্তিবর্ধক

ট্যাবলেট (Tablet)
38. ট্যাবলেট এসপার্টো: যৌনশক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক সহায়ক।
39. ট্যাবলেট জয়ফুল: আত্মবিশ্বাস ও যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক।
40. ট্যাবলেট আশরিকার্ড: (হৃদরোগ) হার্ট সুস্থ রাখে, সার্জারির বিকল্প
41. ট্যাবলেট আশ-ওসবা: এলার্জি ও চর্মরোগ চিরতরে বিনাশ।
42. ট্যাবলেট হেমোরিড: নাকের পলিপাস ও অর্শরোগে কার্যকরী।
43. ট্যাবলেট ব্রোসিল: হাঁপানি ও শ্বাসকষ্টে উপকারী
44. ট্যাবলেট আশপেইন: বাত ও ব্যথা নিরাময়কারী।
45. ট্যাবলেট আশমম: ইরেক্টাইল ডিসফাংশন নিরাময়ে কার্যকরী।
46. ট্যাবলেট আশতীত: রুচি ও ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার।
47. ট্যাবলেট আশলি: শুক্র তারল্য দূর করে।
48. ট্যাবলেট ইরাইফুল: রক্ত উৎপাদন ও থ্যালাসেমিয়া রোগে কার্যকরী ।
49. ট্যাবলেট হাজমোল: হজম শক্তিবর্ধক ও রুচি উদ্দীপক।
50. ট্যাবলেট আযারাকী: পক্ষাঘাত ও বাতবেদনায় দ্রুত উপকারী
51. ট্যাবলেট তাবাশীর: জ্বর নাশক ও শান্তকারক হাত-পা জ্বালা পোড়া দূরকরে।
52. ট্যাবলেট আলকুশি: স্নায়বিক দুর্বলতা ও শুক্রস্বল্পতা নিরাময়।
53. ট্যাবলেট আর্টিচোক: কিডনি ও মূত্রপাথুরী দূর করে।

পাউডার (Powder)
54. পাউডার রুলাজিল: ওজন কমানো ও স্লিম হওয়ার জন্য
55. পাউডার এসজা: মাতৃদুগ্ধ বৃদ্ধি।
56. পাউডার জিগার: হেপাটাইটিস ও জন্ডিস নিরাময়ে কার্যকরী।
57. পাউডার জিরিয়ান: শুক্রমেহ ও শুক্র তরলতা নিরাময়ে কার্যকরী।

সেমিসলিড (Semi-solid)
58. সেমিসলিড লিওপাক: বন্ধ্যাত্ব ও জরায়ু শক্তি বৃদ্ধিতে সহায়ক।
59. সেমিসলিড লিনুস: পাকস্থলীর শক্তিবর্ধক ও বায়ুনাশক।
60. সেমিসলিড মুলজা: শুক্রবর্ধক ও স্নায়ুবিক শক্তিবর্ধক
61. সেমিসলিড আশদুর: কিডনি ও মূত্রনালী শক্তিশালী করে
62. সেমিসলিড আশভিন: গলা পরিস্কার ও হাঁপানিতে উপকারী।

বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসাকের পরামর্শে ও নির্ধারিত মাত্রায় সেবন করুন।
আমাদের ওষুধসমূহ ইউনানী পদ্ধতিতে অত্যন্ত গবেষণালব্ধ, প্রাকৃতিক উপাদানে প্রস্তুত এবং স্বাস্থ্যঝুঁকিমুক্ত।

প্রতিষ্ঠানের ঠিকানা
কারখানা: মিয়া বাড়ি, রঘুনাথপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ। 01819 114438
হেড অফিস: চাচড়া ডালমিল মোড়, থানা: কৌতয়ালী, জেলা: যশোর।

মোবাইল ও হোয়াটসঅ্যাপ: 01716002993
ইমেইল: ashrafullaboratories.jess@gmail.com
ওয়েবসাইট: www.ashrafullaboratories.com

আশরাফুল ল্যাবরেটরীজ ২০১০ সাল থেকে বিশ্বস্ত ইউনানী স্বাস্থ্যসেবায় এক অগ্রগামী নাম।

পোস্টটি শেয়ার করুন স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন, দেশীয় ঔষধে আস্থা রাখুন।
ইউনানী ঔষধে ফিরে আসুন, প্রকৃতিকে ভালোবাসুন।

Address

Raja Borda Kanto Road

7400

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Laboratories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ashraful Laboratories:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram