03/12/2025
🤰 গর্ভাবস্থায় ডেংগু জ্বর—কতটা ঝুঁকিপূর্ণ? কী করবেন?
ডেংগু জ্বর এখন খুবই সাধারণ একটি সংক্রমণ। কিন্তু গর্ভাবস্থায় ডেংগু হলে মা ও বেবি—দুজনের জন্যই ঝুঁকি কিছুটা বেশি হতে পারে। তাই প্রত্যেক গর্ভবতী মায়েরই এই বিষয়ে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
চলুন পয়েন্ট ধরে ব্যাপারগুলো জেনে নেই।
🔥 গর্ভাবস্থায় ডেংগুর প্রধান ঝুঁকি
1️⃣ মায়ের জন্য ঝুঁকি
* Severe dengue / Dengue hemorrhagic fever হওয়ার ঝুঁকি বাড়ে
* Platelet নিচে নেমে যাওয়া → রক্তক্ষরণের সম্ভাবনা বাড়ে
* লিভার involvement → SGPT/SGOT বাড়তে পারে
* ডিহাইড্রেশন, প্রচণ্ড দুর্বলতা
* Rarely → Shock (DSS)
👉 গর্ভবতী মায়ের শরীরে fluid balance একটু আলাদা থাকে, তাই ডিহাইড্রেশন বা হেমোরেজ হলে তা দ্রুত জটিলতা তৈরি করতে পারে।
👶 2️⃣ বেবির জন্য ঝুঁকি
✔ Preterm delivery (আগে প্রসব)
ডেংগুর জ্বর, ব্যথা ও শরীরের ইনফ্লামেশন contractions/agitation বাড়াতে পারে।
✔ Fetal distress
মায়ের শরীর খারাপ হলে বেবির অক্সিজেন ও nutrient supply প্রভাবিত হতে পারে।
✔ Low birth weight
✔ Rarely vertical transmission
মায়ের জ্বরের শেষ দিকে (late pregnancy) ডেংগু হলে বেবির সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
🩺 3️⃣ ডেংগু হলে গর্ভবতী মাকে কীভাবে মনিটর করা জরুরি?
* Platelet count (প্রয়োজনে 12–24 ঘণ্টা পরপর)
* Hematocrit (HCT)
* Liver function (SGPT/SGOT)
* Urine output
* USG দিয়ে বেবির well-being (growth, AFI, Doppler, BPP—প্রয়োজনে)
* CTG (৩২ সপ্তাহ পর)
👉 গর্ভাবস্থায় পৃথক মনিটরিং প্রোটোকল দরকার কারণ fluid management বেশি বা কম—দুটি-ই ঝুঁকি বাড়াতে পারে।
📍 4️⃣ কী কী সতর্কতা অবলম্বন করবেন?
✔ পর্যাপ্ত পানি/ORS/সুপ/লিকুইড
✔ প্যারাসিটামল ছাড়া অন্য জ্বরের ওষুধ না
✔ র্যাপিড টেস্টে নেগেটিভ হলেও যদি উপসর্গ থাকে—CBC পরীক্ষা
✔ লালচে দাগ, ব্লিডিং, পেটব্যথা, বমি, মাথা ঘোরা → দ্রুত হাসপাতালে যোগাযোগ
✔ জ্বর কমলেও কম পক্ষে ৪৮–৭২ ঘণ্টা মনিটরিং চালিয়ে যান
🚫 যা একেবারেই করবেন না
* Pain killer হিসেবে NSAID (Ibuprofen, Diclofenac)
* Platelet না কমলে নিজের থেকে কিছু নেওয়া
* Fluid বাড়িয়ে দেওয়া → শরীর ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট হতে পারে।
🌸 মনে রাখবেন
গর্ভাবস্থায় ডেংগু মানেই ভয় পাওয়ার কারণ নয়।
সময় মতো সঠিক মনিটরিং ও চিকিৎসা নিলে—অধিকাংশ ক্ষেত্রেই মা ও বেবি দুজনই সুস্থভাবে সেরে ওঠেন।
👩⚕️ Dr. Sarwat Afrina Ruma
Fetal & Maternal Imaging Specialist
Consultant Sonologist
Omnicare Diagnostic Ltd., Shewrapara, Mirpur, Dhaka-1207
📞 For Appointment:
+8801402801628
+8801892696007
+8809666642273