Decent specialized Dental Care,Khulna

  • Home
  • Decent specialized Dental Care,Khulna

Decent specialized Dental Care,Khulna This is the largest,modern & world class dental care center in khulna.We have 5 digital dental units,Operation theater & post operative room

Guided Implant,নতুন টেকনোলজি।এক্ষেত্রে প্রি ইমপ্লান্ট প্রসিডিওর একটু জটিল কিন্তু ইমপ্লান্ট সার্জারী অনেক সহজ।
16/11/2025

Guided Implant,নতুন টেকনোলজি।
এক্ষেত্রে প্রি ইমপ্লান্ট প্রসিডিওর একটু জটিল কিন্তু ইমপ্লান্ট সার্জারী অনেক সহজ।







আজকের ইমপ্লান্ট সার্জারী। ৪ বছর আগে এই রোগী নিচের চোয়ালে(ম্যাণ্ডিবল) ২ টা ইমপ্লান্ট করেছিলেন।আজকে উনার উপরের চোয়ালে ১টা ...
31/08/2025

আজকের ইমপ্লান্ট সার্জারী। ৪ বছর আগে এই রোগী নিচের চোয়ালে(ম্যাণ্ডিবল) ২ টা ইমপ্লান্ট করেছিলেন।আজকে উনার উপরের চোয়ালে ১টা ও নিচের চোয়ালে ১টা ইমপ্লান্ট হয়েছে।






আজকের ইমপ্লান্ট সার্জারি। এটা ছিল  বিশ্বখ্যাত রিনাউন্ড  জাপানি IAT (Intelligent Artifical Teeth)ব্রান্ডের যার মাদার কোম্...
10/08/2025

আজকের ইমপ্লান্ট সার্জারি। এটা ছিল বিশ্বখ্যাত রিনাউন্ড জাপানি IAT (Intelligent Artifical Teeth)ব্রান্ডের যার মাদার কোম্পানি " Nippon Piston co. Ltd".






রোগীর নিচের চোয়ালে বড় সিস্ট ছিলো।আজকে সুন্দরভাবে সিস্টের অপারেশন করা হলো।
29/07/2025

রোগীর নিচের চোয়ালে বড় সিস্ট ছিলো।
আজকে সুন্দরভাবে সিস্টের অপারেশন করা হলো।






ইদের আগে শেষ কর্মদিবস।
05/06/2025

ইদের আগে শেষ কর্মদিবস।







Traumatic tooth with apical lesion was treated endodontically.Follow up (4.12.2024) after 6 years.
04/12/2024

Traumatic tooth with apical lesion was treated endodontically.
Follow up (4.12.2024) after 6 years.







ইমপ্লান্ট সার্জারি।
04/12/2024

ইমপ্লান্ট সার্জারি।







আজকের ইমপ্ল্যান্ট ও এপিস্যাকটোমির সার্জারি।
24/09/2024

আজকের ইমপ্ল্যান্ট ও এপিস্যাকটোমির সার্জারি।






🦷🦷দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় যা করণীয়-🍁প্রতিদিন সকালে নাস্তা করার পর ও রাতে ঘুমানোর আগে টুথপেস্ট ও টুথব্রাশ দিয়ে সঠ...
14/09/2024

🦷🦷দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় যা করণীয়-
🍁প্রতিদিন সকালে নাস্তা করার পর ও রাতে ঘুমানোর আগে টুথপেস্ট ও টুথব্রাশ দিয়ে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে।
🍁প্রতি ৩ মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত কেননা ব্রাশের ব্রিসল বেঁকে গেলে মাড়ির ক্ষয় হয়।
🍁দাঁত ব্রাশ করার পর নিয়মিতভাবে মাড়ি ম্যাসেজ করতে হবে।
🍁কয়লা,ছাই,লবণ ইত্যাদি দাঁতের মাজন হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কেননা এগুলো দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর।
🍁 পান,সুপারী,গুল,জর্দ্দা,তামাক, সিগারেট ইত্যাদি মুখের ক্যান্সারের অন্যতম কারণ। এগুলো সেবন থেকে বিরত থাকতে হবে।
🍁 খাবারের মধ্যে শর্করাযুক্ত খাবার নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত চিনি,উচ্চমাত্রায় এসিডযুক্ত খাবার নিয়ন্ত্রণ করতে হবে।
🍁দাঁতের কালো গর্ত দাঁতক্ষয়ের প্রাথমিক লক্ষণ।তাই ব্যথা হওয়ার পূর্বেই চিকিৎসা নিন।অন্যথায় চিকিৎসা ব্যয়,সময় ও ঝুঁকি বাড়বে।
🍁ব্রাশে দাঁত সম্পূর্ণ পরিস্কার না হলে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।দুই দাঁতের মধ্যবর্তী স্থান পরিস্কার করতে ডেন্টাল ফ্লস এর বিকল্প নেই।
🍁প্রতি ছয় মাস অন্তর বিডিএস ডিগ্রীধারী ডেন্টাল সার্জন কর্তৃক মুখ ও দাঁত চেক- আপ করানো উচিত।

08/09/2024

🦷🦷দুর্ঘটনায় দাঁত পড়ে গেলে করণীয়-
আমাদের দেশে আঘাতজনিত দাঁত পড়ার কয়েকটি প্রচলিত কারণ হচ্ছে-টিউবওয়েলের হাতল থেকে হাত পিছলে পড়ে যাওয়া,দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া,ব্যাট বা বলের আঘাত কিংবা সড়ক দুর্ঘটনা।
তবে দাঁত পড়ে গেলে বিচলিত হওয়া যাবে না।সঠিক নিয়মে দাঁতটি সংরক্ষণ ও দ্রুত চিকিৎসকের কাছে গেলে আপনি সেই দাঁত পুনরায় প্রতিস্থাপন করতে পারবেন।এজন্য হঠাৎ দাঁত পড়ে গেলে যা করতে হবে-

🍁🍁প্রাথমিক চিকিৎসা -
প্রাথমিক চিকিৎসাটাই হচ্ছে দুর্ঘটনায় পড়ে যাওয়া দাঁতটিকে তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা।দাঁতটি সংগ্রহ করার পর একটি পরিস্কার পাত্রে দুধ বা নরমাল সেলাইন ওয়াটারে ডুবিয়ে রাখা।এগুলো কিছুই না পাওয়া গেলে মুখের ভিতরে নিয়ে ধরে রাখা।
পরবর্তীতে দেরী না করে সাথে সাথে একজন ডেন্টাল সার্জন এর কাছে নিয়ে যাওয়া।মনে রাখতে হবে,পড়ে যাওয়া দাঁত যত বেশি সময় ধরে মুখের বাহিরে থাকবে ততই তার ঠিক থাকার সম্ভাবনা কমতে থাকবে।

🍁চিকিৎসা পদ্ধতি-
চিকিৎসা পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে পড়ে যাওয়া অংশ বা অনুপস্থিত দাঁতের অংশটি এক্সরে করা।এক্সরের রিপোর্টে যদি ভাংগা অংশ না থাকে তবে পড়ে যাওয়া দাঁতটিকে যথাস্থানে বসিয়ে দেওয়া।বসিয়ে দেবার আগে অবশ্যই দাঁতটিকে নরমাল সেলাইন ওয়াটারে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।এরপর দাঁতটিকে যথাস্থানে বসিয়ে পাশের দাঁতের সাথে ইন্টার ডেন্টাল ওয়ারিং করা এবং পরিশেষে সিমেন্ট মেটারিয়ালের সাহায্যে দাঁতটিকে ঐ স্থানে বসিয়ে দেয়া।
এভাবে ৩/৪ সপ্তাহ রাখার পর আবার এক্সরে করে নেওয়া ভালো।রিপোর্টে কোনো সমস্যা না থাকলে ঐ দাঁতটিকে আরও ৩ সপ্তাহ থেকে ১ মাস পর্যন্ত বেঁধে রাখা ভালো সেই সাথে কিছু এন্টিবায়োটিক, ব্যথা কমানোর ওষুধ, মাউথ ওয়াশ ব্যবহার করা ভালো।এভাবে ৩ মাস পর্যন্ত দাঁতটিকে যথাস্থানে সিমেন্টিং করে রাখতে পারলে ঐ দাঁতটি আবার স্থায়ী দাঁতের মতো কার্যকরী হয়ে যেতে পারবে।

তবে প্রতি বছর একবার এক্সরে করে দেখা প্রয়োজন দাঁতের গোড়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা!যদি সমস্যা দেখা যায় তবে রুট ক্যানেল চিকিৎসা করার প্রয়োজন হয়ে থাকে।







পেশেন্ট আমাদের কাছে এসেছিলো মুখের বামপাশে তালুতে(palate) ফোলা(swelling) নিয়ে এবং সেখান থেকে পুঁজ(pus)বের হচ্ছিলো।পেশেন্ট...
14/07/2024

পেশেন্ট আমাদের কাছে এসেছিলো মুখের বামপাশে তালুতে(palate) ফোলা(swelling) নিয়ে এবং সেখান থেকে পুঁজ(pus)বের হচ্ছিলো।পেশেন্ট বিদেশে চলে যাবে সেজন্য দ্রুতই তার অপারেশন করা হয়।মুখের ভেতরে সিস্টের অপারেশন অহরহ হয়।কিন্তু palatally এপ্রোচ করে সিস্টের অপারেশন খুবই রেয়ার ও একটু জটিল।







রুগী আমাদের কাছে আসছিল দাত নড়া নিয়ে। এক্সরে করে দেখা যায় দাঁতে গোড়ায় হাড় ক্ষয় (এপিক্যাল ইনফেকশন)। দাত দুটোয় রুট ক্যান...
06/06/2024

রুগী আমাদের কাছে আসছিল দাত নড়া নিয়ে। এক্সরে করে দেখা যায় দাঁতে গোড়ায় হাড় ক্ষয় (এপিক্যাল ইনফেকশন)। দাত দুটোয় রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। এখন দাঁত দুটো পুরা সুস্থ, শক্ত।

Address

20 Ohab Avenue, Iqbal Nagar

9000

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801913105828

Alerts

Be the first to know and let us send you an email when Decent specialized Dental Care,Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Decent specialized Dental Care,Khulna:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram