গাইবান্ধা জেলা চিকিৎসক সমিতি, রংপুর

  • Home
  • গাইবান্ধা জেলা চিকিৎসক সমিতি, রংপুর

গাইবান্ধা জেলা চিকিৎসক সমিতি, রংপুর আমরা গাইবান্ধাবাসী। আপনার সুস্বাস্থ?

09/03/2022
02/03/2022

নবজাতক শিশুর একটা কমন সমস্যা হচ্ছে চোখ দিয়ে পানি পড়া এবং চোখে কেতুর জমে থাকা।

Congratulations
20/09/2021

Congratulations

13/05/2020

কিছু খুব গুরুত্বপূর্ণ উপদেশঃ-

1. ১ বছর বিদেশ ভ্রমণ স্থগিত রাখুন।

2. ১ বছরের জন্য বাইরের খাবার খাবেন না।

৩. অপ্রয়োজনীয়, বিবাহ বা অন্যান্য অনুরূপ অনুষ্ঠানে যাবেন না।

৪. অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না।

৫. কমপক্ষে ১ বছরের জন্য ভিড়ের জায়গায় যাবেন না।

6. সামাজিক দূরত্বের নিয়মগুলি সম্পূর্ণরূপে অনুসরণ করুন।

7. যে ব্যক্তির কাশি হয়েছে তার থেকে দূরে থাকুন।

৮. বাহিরে বের হলেই মাস্ক পরুন।

9. আগামী দুই সপ্তাহ অধিক সাবধানতা অবলম্বন করুন।

১০. আপনার চারপাশে কোনও গোলমাল হতে দেবেন না ।

12. আগামী ৬ মাস সিনেমাহল, শপিং মল, ভিড়ের বাজারে যাবেন না। সম্ভব হলে পার্ক, পার্টি ইত্যাদিও এড়ানো উচিত ..

13. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।

14. নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব যত্নবান হন।

15. অপ্রয়োজনীয় সভাগুলি এড়িয়ে চলুন, সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখুন।

16. করোনার হুমকি শীঘ্রই শেষ হতে যাচ্ছে না।

17. আপনি বাইরে বেরোনোর ​​সময় বেল্ট, রিংগুলি, কব্জি ঘড়িটি পরবেন না। ঘড়ির দরকার নেই। আপনার মোবাইল সময় পেয়েছে।

18. কোনও রুমাল ব্যবহার করবেন না। সানাইটিজার এবং টিস্যু প্রয়োজন হলে নিন।

19. আপনার ঘরে জুতো আনবেন না। তাদের বাইরে রেখে দিন।

20. আপনি বাইরে থেকে বাড়ি এলে আপনার হাত ও পা পরিষ্কার করুন।

21. আপনি যখন মনে করেন আপনি সন্দেহজনক রোগীর কাছে এসেছেন তখন পুরো গোসল করুন।

লকডাউন বা লকডাউন নেই পরবর্তী 6 মাস থেকে 12 মাস এই সতর্কতা অনুসরণ করুন।

এটি উপদেশগুলো আপনার সমস্ত পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

ধন্যবাদ।

13/05/2020

গত ২৫ দিনে পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪২ জন চিকিৎসকসহ ১০২ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরা....

গাইবান্ধা জেলার কে কে চেনেন ওনাকে...?মনে হয় গাইবান্ধা জেলার প্রায় সকল ছাত্রছাত্রী ওনাকে চেনেন এবং ওনার চানাচুর খেয়েছেন।
22/01/2020

গাইবান্ধা জেলার কে কে চেনেন ওনাকে...?
মনে হয় গাইবান্ধা জেলার প্রায় সকল ছাত্রছাত্রী ওনাকে চেনেন এবং ওনার চানাচুর খেয়েছেন।

Address

Medical & Dental Colleges

5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাইবান্ধা জেলা চিকিৎসক সমিতি, রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram