25/11/2025
সিডিডি’র বাড়িভিত্তিক শিক্ষা ডেলিভারি কৌশল বিষয়ক পূর্ণাঙ্গ দিকনির্দেশিকা (গাইডলাইন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে আনুষ্ঠানিকভাবে বিনিময় ও হস্তান্তর করা হয়েছে। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল: বাড়িভিত্তিক শিক্ষা হোক প্রতিবন্ধী শিক্ষার্থীর একীভূত শিক্ষার পাথেয়।
FCDO-র অর্থায়নে Inclusive Futures-এর Disability Inclusive Task Order 45 (শিখবো সবাই) প্রকল্পের আওতায়—সিডিডি তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং চলমান শিখনকে কাজে লাগিয়ে, সেন্স ইন্টারন্যাশনাল-এর কারিগরি সহায়তায়, মাঠপর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই কৌশল অনুসরণ করে গত তিন বছরে মোট ২১৩ জন শিক্ষার্থীকে বাড়িভিত্তিক শিক্ষা প্রদান করা হয়েছে, যার মধ্যে ১০৯ জন শিক্ষার্থী ইতোমধ্যে একীভূত প্রাথমিক শিক্ষায় সফলভাবে অন্তর্ভুক্ত হয়ে তাদের শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে শিখবো সবাই প্রকল্পের কনসোর্টিয়াম লিড সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, সিডিডি’র উপপরিচালক ব্রজ গোপাল সাহা এবং বাড়িভিত্তিক শিক্ষা টিম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) এর নিকট গাইডলাইন হস্তান্তর করেন।
এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অপারেশন, পিইডিপি, প্রশিক্ষণসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিবৃন্দ, কনসোর্টিয়ামের অন্যান্য সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী শিক্ষার্থী বিশেষত যাদের গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধিতা রয়েছে তাদের মানসম্মত একীভূত শিক্ষার পথে এটি সিডিডি’র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।