Rangpur Medical College Hospital

  • Home
  • Rangpur Medical College Hospital

Rangpur Medical College Hospital the official fan page of RpMCH

27/11/2025
25/11/2025

একদিন গাধা শিয়ালকে বলল, "ঘাসের রং নীল।"

শিয়াল সাথে সাথে জবাব দিল, "না, ঘাসের রং সবুজ।"

কিছুক্ষণের মধ্যেই দুজনের আলোচনা তুমুল তর্কে পরিণত হল। শেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে উপস্থিত হল মীমাংসার জন্য।

রাজদরবারে পৌঁছেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল, "মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কিনা?"

সিংহ উত্তর দিল, "হ্যাঁ, ঘাসের রং নীল।"

গাধা তখন সিংহের সামনে গিয়ে নেচে কুঁদে নালিশের সুরে বলতে থাকল, "শিয়াল আমার কথা মানছে না, তর্ক করছে। ওকে শাস্তি দিন।"

সিংহ তৎক্ষণাৎ ঘোষণা করল, "শিয়ালকে ১ সপ্তাহের জন্য মুখ বন্ধ রাখার শাস্তি দেওয়া হল।"

গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল, "ঘাসের রং নীল! ঘাসের রং নীল!"

শিয়াল শাস্তি মেনে নিয়ে অনুযোগের সুরে বলল, "মহারাজ, আপনি আমাকে শাস্তি দিলেন কেন, যখন ঘাসের রং সত্যিই সবুজ।"

সিংহ উত্তর দিল, "তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ নাকি নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতন একটা বুদ্ধিমান ও সাহসী প্রাণী গাধার সাথে তর্ক করে নিজের মেধার অপচয় করেছে এবং এরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার মূল্যবান সময় নষ্ট করেছে।"

শিক্ষা: মূর্খের সাথে কখনও তর্ক করতে যাবেন না।

18/11/2025

উত্তরবঙ্গে চিকিৎসার জন্য এক অনন্য ঠিকানা রংপুর, ডাক্তারের শহর বলেও যাকে নামাঙ্কিত করা হয়। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দিনাজপুর জেলার কিছু অংশ প্রায় সার্বিক ভাবেই চিকিৎসার জন্য রংপুরমুখী, এবং নির্ভরশীল।
যথেষ্ট যৌক্তিকতাও আছে তার, মেডিসিন, নিউরো, ইউরো, অর্থোপেডিকস, কার্ডিওলজী, সার্জারী, অনকোলজী, ইএনটি, গ্যাস্ট্রোলজী, এন্ডক্রাইনোলজী, অপথালমোলজী, রেপ্রোডাকটিভ & গাইনী সহ প্যাথলজীকাল সার্বিক দিক থেকেই স্বয়ংসম্পূর্ন চিকিৎসার পরিবেশে জ্ঞানী, গুণী, অভিজ্ঞ রথী - মহারথী চিকিৎসকগণের প্রাপ্যতা সত্যি অনবদ্য উদাহরন।
তবে আমার বক্তব্যের প্রতিপাদ্য বিষয় গুড় নয়, সাথের পিঁপড়াগুলো। বুঝিয়ে বলছি।
আপনি চিকিৎসার জন্য রংপুর আসেন, আপনার সব যদি পরিচিত হয়, ভাল কথা। আপনি অভীষ্ট চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসা নিলেন, ফিরে গেলেন। ব্যাস।
কিন্তু যদি এমন হয়, আপনি নতুন এসেছেন কিম্বা তেমন পরিচিত নন। তবে একটু ভাবনার বিষয় আছে।
কি রকম?
ধরুন আপনি একজন চিকিৎসকের উদ্দেশ্যে কিম্বা পরিচিত এমন কারও কাছে যাচ্ছেন যার সহায়তায় চিকিৎসকের কাছে যাবেন।
আপনি মেডিকেল মোড়ে নামলেন। এসময় একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো, ডাক্তারের কাছে এসেছেন তাই না?
আপনি সরল মনে বলে দিলেন, জ্বী অমুক ডাক্তার/ব্যাক্তির কাছে এসেছি।
সে আপনাকে বলল, যার কাছে এসেছেন তিনিতো নেই। আমাকে পাঠিয়েছেন আপনার জন্য।
আপনি বিশ্বাস করলেন না, সে মোবাইলে কল দিয়ে আপনাকে কথা বলিয়ে দেবে, অপর প্রান্ত থেকে আপনার সেই অভীষ্ট ডাক্তার কিম্বা পরিচিত ব্যাক্তি (অবশ্যই ভিন্ন কেউ) বললেন তিনি শহরে নেই, এই লোকটির সাথে যান, সে সব ব্যাবস্থা করে দেবেন।
এবারতো আপনার অবিশ্বাসের কোন কারণ নেই, আপনি তার সাথে চলে গেলেন।
গেলেন এবং জানতেও পারলেন না আপনি এক অদৃশ্য প্রতারনার জালে জড়িয়ে গেলেন।
এরপর কি হবে..?
আপনাকে অন্য ডাক্তার দেখানো হবে, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অনেক অর্থের প্যাথলজীকাল পরীক্ষা নীরিক্ষা করা হবে, প্রেশক্রিপশন হবে ; কিন্তু চিকিৎসার কি হবে, তা আল্লাহ মালুম।
সচেতন হোন, প্রতারকদের এড়িয়ে চলুন।

💕 ঈদ মোবারক 💕
17/06/2024

💕 ঈদ মোবারক 💕

কোভিড ১৯ হাসপাতালের যাত্রা শুরু হল।রংপুরে ভেন্টিলেটর ফ্যাসিলিটি সহ করোনা হাসপাতালের শুভযাত্রা কামনা করছি। আশা করি রংপুর ...
19/04/2020

কোভিড ১৯ হাসপাতালের যাত্রা শুরু হল।
রংপুরে ভেন্টিলেটর ফ্যাসিলিটি সহ করোনা হাসপাতালের শুভযাত্রা কামনা করছি। আশা করি রংপুর বিভাগের যে কোন কোভিড ১৯ দূর্যোগ এই হাসপাতাল সামাল দিতে সমর্থ হবে। ঢাকায় রেফারের জন্য আর দুঃচিন্তা করতে হবে না। আসুন আমরা যে যেভাবে পারি এই হাসপাতালটিকে সর্বচ্চ ও সর্বাধুনিক হিসাবে দ্বার করাতে ভূমিকা রাখি। এখানে যারা কাজ করবে তাদের যেন পিপিই, মাস্ক, থাকা, খাওয়া, সঙ্গনিরোধ, ইন্টারনেট, টিভি দেখার ব্যবস্থা ইত্যাদি সঠিক থাকে সেদিকে খেয়াল রাখি। সেই সাথে রোগীদের সর্বচ্চ মানের সেবা, রোগনির্ণয়, ওষুধ, যন্ত্রপাতি, খাবার ইত্যাদিতে কোন ঘাটতি বা সমস্যা না থাকে সেটির নিশ্চয়তা বিধান করতে আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখি।

আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ী এবং সজীব ওয়াজেদ জয়ের নিজ এলাকা হিসাবে এই হাসপাতাল সকল ধরনের লজিস্টিকস খুব স্বল্প সময়ে পেয়ে যাবে। প্রয়োজনে আমরাও চাঁদা তুলে এই হাসপাতালে দান করব।

শুরু হোক শুভযাত্রা! জয় আমাদের হবেই!!

Address

Dhap

5400

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram