18/11/2025
উত্তরবঙ্গে চিকিৎসার জন্য এক অনন্য ঠিকানা রংপুর, ডাক্তারের শহর বলেও যাকে নামাঙ্কিত করা হয়। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দিনাজপুর জেলার কিছু অংশ প্রায় সার্বিক ভাবেই চিকিৎসার জন্য রংপুরমুখী, এবং নির্ভরশীল।
যথেষ্ট যৌক্তিকতাও আছে তার, মেডিসিন, নিউরো, ইউরো, অর্থোপেডিকস, কার্ডিওলজী, সার্জারী, অনকোলজী, ইএনটি, গ্যাস্ট্রোলজী, এন্ডক্রাইনোলজী, অপথালমোলজী, রেপ্রোডাকটিভ & গাইনী সহ প্যাথলজীকাল সার্বিক দিক থেকেই স্বয়ংসম্পূর্ন চিকিৎসার পরিবেশে জ্ঞানী, গুণী, অভিজ্ঞ রথী - মহারথী চিকিৎসকগণের প্রাপ্যতা সত্যি অনবদ্য উদাহরন।
তবে আমার বক্তব্যের প্রতিপাদ্য বিষয় গুড় নয়, সাথের পিঁপড়াগুলো। বুঝিয়ে বলছি।
আপনি চিকিৎসার জন্য রংপুর আসেন, আপনার সব যদি পরিচিত হয়, ভাল কথা। আপনি অভীষ্ট চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসা নিলেন, ফিরে গেলেন। ব্যাস।
কিন্তু যদি এমন হয়, আপনি নতুন এসেছেন কিম্বা তেমন পরিচিত নন। তবে একটু ভাবনার বিষয় আছে।
কি রকম?
ধরুন আপনি একজন চিকিৎসকের উদ্দেশ্যে কিম্বা পরিচিত এমন কারও কাছে যাচ্ছেন যার সহায়তায় চিকিৎসকের কাছে যাবেন।
আপনি মেডিকেল মোড়ে নামলেন। এসময় একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো, ডাক্তারের কাছে এসেছেন তাই না?
আপনি সরল মনে বলে দিলেন, জ্বী অমুক ডাক্তার/ব্যাক্তির কাছে এসেছি।
সে আপনাকে বলল, যার কাছে এসেছেন তিনিতো নেই। আমাকে পাঠিয়েছেন আপনার জন্য।
আপনি বিশ্বাস করলেন না, সে মোবাইলে কল দিয়ে আপনাকে কথা বলিয়ে দেবে, অপর প্রান্ত থেকে আপনার সেই অভীষ্ট ডাক্তার কিম্বা পরিচিত ব্যাক্তি (অবশ্যই ভিন্ন কেউ) বললেন তিনি শহরে নেই, এই লোকটির সাথে যান, সে সব ব্যাবস্থা করে দেবেন।
এবারতো আপনার অবিশ্বাসের কোন কারণ নেই, আপনি তার সাথে চলে গেলেন।
গেলেন এবং জানতেও পারলেন না আপনি এক অদৃশ্য প্রতারনার জালে জড়িয়ে গেলেন।
এরপর কি হবে..?
আপনাকে অন্য ডাক্তার দেখানো হবে, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অনেক অর্থের প্যাথলজীকাল পরীক্ষা নীরিক্ষা করা হবে, প্রেশক্রিপশন হবে ; কিন্তু চিকিৎসার কি হবে, তা আল্লাহ মালুম।
সচেতন হোন, প্রতারকদের এড়িয়ে চলুন।