Dr Anisur Rahman Talukdar

  • Home
  • Dr Anisur Rahman Talukdar

Dr Anisur Rahman Talukdar ডা.মো. আনিসুর রহমান তালুকদার
BHMS,MPH,TCM,CMU
প্রভাষক, তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল
+8801911179985
www.aimzhomoeo.com

 #স্টারকুলিয়া   Homoeopathic Medicine💽 কমন নেম:কোলানাট; Karaya Gum / Indian Tragacanthউৎস:Sterculia urens নামক গাছের শু...
12/11/2025

#স্টারকুলিয়া
Homoeopathic Medicine

💽 কমন নেম:

কোলানাট; Karaya Gum / Indian Tragacanth

উৎস:
Sterculia urens নামক গাছের শুকনো রেজিন বা গাম থেকে প্রস্তুত করা হয়।

ব্যাবহার:

Sterculia urens মূলত পাচনতন্ত্র (Digestive system) ও অন্ত্র (Intestines)-এর ওপর কাজ করে।

এটি natural bulk-forming agent হিসেবে কাজ করে — অর্থাৎ এটি অন্ত্রে পানি টেনে এনে মলকে নরম ও সহজে নির্গমনযোগ্য করে তোলে।

🎛 প্রধান প্রয়োগ ক্ষেত্র:

🔌 Constipation (কোষ্ঠকাঠিন্য)

⭐️ মল শক্ত, শুষ্ক, বের হতে কষ্ট হয়।

⭐️ Habitual constipation — দীর্ঘদিন ধরে অভ্যাসগত কোষ্ঠকাঠিন্য।

⭐️ No desire for stool – মলত্যাগের বোধ হয় না।

⭐️ Sterculia মলকে ভলিউম বাড়িয়ে নরম করে এবং অন্ত্রের গতিশীলতা (peristalsis) বৃদ্ধি করে।

🔌 Dyspepsia (অজীর্ণতা):

⭐️ খাওয়ার পর অস্বস্তি, গ্যাস জমে থাকা, ঢেঁকুর।

⭐️ Appetite (ক্ষুধা) কমে যাওয়া।

⭐️ মাঝে মাঝে অল্প খাওয়ার পরও পেট ভরা লাগে।

---

🔌 Flatulence and Abdominal Distension :

⭐️ অন্ত্রে গ্যাস জমে পেট ফেঁপে থাকা।

⭐️ পেট ভারী অনুভব হওয়া, কিছুতেই আরাম না পাওয়া।

🔌 Obesity (স্থূলতা):

⭐️ খাদ্য শোষণ কমিয়ে দেয়, তাই শরীরের ওজন কমাতে সহায়ক।

⭐️ বিশেষ করে যারা অতিরিক্ত খাওয়ার পর ওজন বাড়িয়ে ফেলেন তাদের জন্য সহায়ক।

🔌 Weakness of Intestines (Intestinal atony)

⭐️ অন্ত্রের পেশি দুর্বল হয়ে পড়লে মল এগোয় না — Sterculia সেই গতিশীলতা ফিরিয়ে আনে।

🎲 Potency & Dose (মাত্রা ও শক্তি)

সাধারণত Mother tincture (Q) বা low potency (3x / 6x)-এ ব্যবহার হয়।
এমনকি 6, 30 ব্যাবহৃত হয়।

ডোজ: 4–10 drops with water, 2–3 times daily;After meal

(চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই সেবন করা উচিৎ)

⚠️ Cautions (সতর্কতা):

যদি অন্ত্রে কোনো বাধা (intestinal obstruction) থাকে, তবে এটি ব্যবহার করা উচিত নয়। এমনকি ডায়রিয়া চলাকালিন।

NB: চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো।
#আইবিএস-সি তে এর ব্যাবহারে উন্নতি দেখা গেছে।

---

🔍 Comparisons:

⚽️ Nux vomica কোষ্ঠকাঠিন্য মানসিক উত্তেজনা বা খিটখিটে স্বভাবের সাথে

⚽️ Bryonia শক্ত, শুষ্ক মল; পানি কম পান করে এমন ব্যক্তিতে

⚽️ Aloe socotrina সকালে হঠাৎ বেগ উঠে যায়, কিন্তু মল সম্পূর্ণ বের হয় না

⚽️ Sterculia urens মল শুষ্ক ও শক্ত, কিন্তু অন্ত্রের দুর্বলতার কারণে বের হয় না

Dr Anisur Rahman Talukdar
,MPH,CMU


#আইবিএস

11/11/2025
DHMS
27/10/2025

DHMS

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্বীকৃত ব.....

অটিজম ও আমাদের ৭টি সেন্স 🖐️ স্পর্শ — যা অনেক অটিজম শিশুর কাছে এক চ্যালেঞ্জ🔹 অনেক অটিজম শিশু আলতো ছোঁয়াতেই অস্বস্তি বোধ ...
22/10/2025

অটিজম ও আমাদের ৭টি সেন্স

🖐️ স্পর্শ — যা অনেক অটিজম শিশুর কাছে এক চ্যালেঞ্জ

🔹 অনেক অটিজম শিশু আলতো ছোঁয়াতেই অস্বস্তি বোধ করে।
🔹 চুল কাটা, নখ কাটা বা পোশাক পরা তাদের কাছে অনেক সময় কষ্টের কাজ।
🔹 কেউ কেউ জোরে চাপ না পেলে কিছুই টের পায় না।
🔹 অনেকে জামা–কাপড় পরতেও চায় না, কারণ পোশাকের স্পর্শ তাদের বিরক্ত করে।
🔹 এই পার্থক্যগুলো দেখায়, তাদের স্পর্শবোধ (Touch Sense) কাজ করছে একটু ভিন্নভাবে।
🔹 এটাই Sensory Integration Disorder-এর একটি দিক, যা দৈনন্দিন আচরণে প্রভাব ফেলে।

💡 ছোট টিপস:
চুল বা নখ কাটার আগে শিশুর জন্য সেন্সরি ব্রাশ দিয়ে এক্সারসাইজ করাতে পারেন।
👉 তবে এটি অবশ্যই থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী করবেন।

পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে...

Dr Anisur Rahman Talukdar

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হোমিওপ্যাথিক চিকিৎসায় সর্বোচ্চ ডিগ্রিধারীব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (BHMS - D...
21/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হোমিওপ্যাথিক চিকিৎসায় সর্বোচ্চ ডিগ্রিধারী
ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (BHMS - DU)
🎓 তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রভাষক...

💠 ডা. আনিসুর রহমান তালুকদার
Dr Anisur Rahman Talukdar

নিয়মিত কেরানীগঞ্জে এইমস ইন্টারন্যাশনাল হোমিওপ্যাথিক হোমিও হলে
AimZ int Homoeo Hall এইমস ইন্টা: হোমিও হল

নিম্নলিখিত রোগের চিকিৎসা প্রদান করবেন...
#হোমিওপ্যাথি #হোমিওচিকিৎসা #ঢাকাবিশ্ববিদ্যালয় #ডাআনিসুররহমান #হোমিও_বিশেষজ্ঞ #কেরানীগঞ্জ #হেল্থকেয়ার #প্রাকৃতিকচিকিৎসা #তানজিম_হোমিও_কলেজ #বাংলা_চিকিৎসা

www.aimzhomoeo.com

DHMS-2025  ভর্তি আবেদন লিংক..
15/10/2025

DHMS-2025 ভর্তি আবেদন লিংক..

Teletalk Recruitment Program. Teletalk Government Job Recruitment, Powered by Teletalk.

Address


1310

Telephone

01911179985

Website

http://www.aimzhomoeo.com/

Alerts

Be the first to know and let us send you an email when Dr Anisur Rahman Talukdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram