08/07/2020
একটি মানবিক আবেদন
জইন উদ্দিন বাড়ী মাথিউরা বেজগ্রাম বিয়ানীবাজার ছয় বছর বয়েসে জটিল রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। এই সাহসী মানুষ হাতের উপর বর করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু কভিড ১৯ এর কারনে তার সবজি ব্যবসা ইট ভাঙ্গ বা অন্যান্য কাজ বন্ধ। এই অদম্য মানুষটির কিছুতেই যেন কষ্ট ছাড়ছেনা গতকাল হার্ড অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। আজ উনাকে সিলেট হার্ডফাউন্ডশনে ভর্তি করা হয়েছে। আজ জইন উদ্দিন ভাই অসহায় হয়ে সামাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। আপনাদের কাছে আকুল মিনতি করি সুচিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ আপনাদের সাহায় হোন আমিন। যারা সাহায্য পাঠাতে চান 8801305669255 এই নাম্বারে বিকাশ করতে পারেন নতুবা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।