23/03/2025
ছোটদের "রেইকি" শেখা কেন দরকার?
আমরা দেখে থাকি বেশির ভাগ সময় বাড়ির বড়রা বা টিচাররা বলে থাকে মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। কিন্তু বাচ্চারা পড়ায় মনটা কি ভাবে দেবে কেও বলে দেয় না।
আসলে নিজেরাই জানে না মন টা কি ভাবে দিতে হয়। তারা নিজেরাই confuse, বাচ্চাদের ও confuse করে দেয়।
যেমনটা আমার Mobile ফোনটা অন্য কাওকে যদি দিয়ে বলি এটা ব্যবহার করো, আর তাকে পাসওয়ার্ড টা না জানাই তাহলে কি সে ফোন টা ব্যবহার করতে পারবে?
মন দিয়ে পড়া, পড়াটা মনে রাখা, পড়াশোনা করার সময় বুদ্ধি খাটানো, মনের মধ্যে সাহস নিয়ে আসা।
পড়াশোনার মধ্যে মন টা কেমন ভাবে দিলে পড়াটা মাথা তার মধ্যে ধরে রাখতে পারবে? সেটা এমনি এমনি হয় না।
একটা বাচ্চা সকালে উঠে পড়তে বসছে, তার পর স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে খেলতে যাচ্ছে অথবা অন্য কিছু শিখতে যাচ্ছে, বাড়ি ফিরে আবার হয় পড়তে যাচ্ছে বা বাড়িতেই পড়তে বসছে। তার পড়াশোনা টা কি সত্যি সত্যি তখন করতে ইচ্ছে করছে? তখন বাচ্চাটার হয়তো ঘুম পাচ্ছে, নয় পড়ায় যে মন টা দিতে বলছেন সেটা দিতে পাচ্ছে না।
আপনার বাচ্চা টা শরীরের শক্তি ক্ষয় করে সব কিছু করছে। তাই সে হাঁপিয়ে পড়ছে। কি ভাবে নিজের শরীরে শক্তি কমে গেলে সেটা বাড়িয়ে তুলতে হয় সেটা সে জানেনা আর কেও তাকে শেখায়নি ।
ব্যাটারির যেমন charge ফুরিয়ে যায়, তেমন তার শরীরে চার্জ ফুরিয়ে গেছে। আর এই চার্জ টা হয় প্রান শক্তি দ্বারা। প্রান শক্তি বা রেইকি। রেইকি পারে আপনার বাচ্চার শরীরে, মনে, মাথায় সেই চার্জ টা করে দিতে, যেটার সাহায্যে সে পড়াশোনা বলুন আর অন্য কোনো কিছুতে মন টা সঠিক ভাবে দিতে পারবে। হাপিয়ে যাবে না, নিজেকে সুস্থ রেখে অন্যদের থেকে সবকিছুতে এগিয়ে যেতে স্বক্ষম হবে। আপনি শিখুন, বাচ্চা কে রেইকি শেখান, পরিবারের সকলে মিলে সুস্থ থাকুন, আপনার বাচ্চা একজন মেধাবী, স্থির, বুদ্ধিমান, সুস্থ, প্রানশক্তিতে ভরপুর বাচ্চা হয়ে উঠুক।
ধন্যবাদ.... Dibyajyoti Healing Science.