25/08/2025
ব্যাঙ্গালোরের বৈদেহী হাসপাতালের বিখ্যাত কার্ডিওলজিস্ট ও কার্ডিওথোরাসিক সার্জেন ডাক্তার বাবুর দ্বারা হার্ট চেক আপ ক্যাম্প
আগামি 06/09/2025 তারিখ শনিবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ব্যাঙ্গালোরের বৈদেহী হাসপাতালের বুক, হার্ট ও লাঙসের (ফুসফুস) রোগ বিশেষজ্ঞ এবং হার্ট সার্জেন ডাঃ দুর্গাপ্রসাদ রেড্ডি বি. [এম. বি. বি. এস., এম. এস., এম. সি. এইচ., এফ. আই. সি. এস. (হার্ট)] রুগি দেখবেন মেসার্স শ্রী মেডিক্যাল সংলগ্ন চেম্বারে।
উনি রুগি দেখেন:-
সমস্ত রকম হার্টৈর সমস্যা, লাঙসের রোগ,খাদ্যনালি সংক্রান্ত রোগ, এবং অন্যান্য বুকের রোগ যেমন হার্টের রক্ত জমাট বাধা সংক্রান্ত রোগ, হার্টের বাম দিক থেকে রক্তবহনকারী প্রধান ধমনি সংক্রান্ত রোগ, হার্টের রক্তনালিতে রক্তের প্রবাহ নিয়ন্ত্রনকারি কপাট সংক্রান্ত রোগ, লাঙস ক্যান্সার,খাদ্যনালি ক্যান্সার, জন্মগত হার্টের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন ।
ঠিকানা : মেসার্স শ্রী মেডিক্যাল, রাইচরণ দেব রোড, বোলপুর, বীরভূম। ফোন:- 9748064574 / 8900064622 । [বোলপুর চিত্রা সিনেমা হলের মোর থেকে বোলপুর স্টেশন যাবার রাস্তায় বামদিকে সেনকো গোল্ড পাবেন। এই দোকানের সামনে দিয়ে বোলপুর কলেজ যাবার রাস্তায় হ্যভেল্স্ গ্যালাক্সি দোকানের সামনেই শ্রী মেডিক্যাল]
ডাক্তার বাবুর প্যাকেজ 3000 টাকা (ডাক্তার ফি + ই. কো. + ই. সি. জি.)।