Immune Up Bengal Chapter

Immune Up Bengal Chapter Pharmaceutical companies, doctors, virologists, immunologists, epidemiologists and many others are doing their best. Let's Immune Up.

We, the vulnerable population can at least push our Immunity Quotient little up.

02/06/2025

In 2016, Sikkim, a small Himalayan state in India, achieved a remarkable milestone by becoming the world's first fully organic state. By eliminating chemical fertilizers and pesticides, Sikkim has enhanced soil fertility, preserved biodiversity, and improved public health.

This transition not only benefits the environment but also boosts the local economy through premium organic produce and eco-tourism. Sikkim's success demonstrates that sustainable agriculture is viable and beneficial. As we face global environmental challenges, could this model inspire broader adoption of organic practices worldwide?

02/11/2021
17/05/2021

" Next 6-18 months will be most critical in battling the pandemic. " - Soumya Swaminathan ( WHO chief scientist )

24/04/2021

গত এক বছর ধরে আমি সমস্ত কোভিড আচার অনুসরণ করেছি। আমি জনসমাগম ও জমায়েত এড়াতাম। আমি স্যানিটাইজেশনের রুটিন অনুসরণ করেছি। আর আমি Immune Up মিশ্রণ ব্যবহার করেছি। আমি অসুস্থও হইনি বা সংক্রমণও হয়নি। আমি ইমিউন আপ সম্পর্কে আমার পরিবার এবং বন্ধুদেরও জানিয়েছি এবং তারা এটি নিয়মিত গ্রহণ করছে। ধন্যবাদ ডাঃ আশাকিরণ এবং ডাঃ মানসা।
- মোনালিসা (আহমেদাবাদ, গুজরাট)

24/04/2021

আমার পরিবারের প্রত্যেকেই গত বছর থেকেই Immune Up ব্যবহার করছে। আজ অবধি আমরা একবারও মিস করিনি। প্রথম ওয়েভ পেরিয়ে গেল। এবং দ্বিতীয় ওয়েভ চলছে। এখনও অবধি আমার পরিবারের কেউই (আমার বৃদ্ধ বাবা-মা সহ) কোনও সর্দি, কাশি, জ্বর, ইনফেকশন, বা শ্বাসকষ্টের সমস্যা অনুভব করেনি। পরিবারের শিশুটি এই ড্রিংকটি পছন্দ করে। বেঙ্গালুরুর আয়ুর্বেদিক ডাক্তার দের ধন্যবাদ এমন একটি আশ্চর্যজনক ইমিউনিটি বুস্টার মিশ্রণ তৈরি করার জন্য। _ নীলাদ্রি শূর (চন্দননগর, পশ্চিমবঙ্গ)

গত এক বছরে দেশের কয়েক হাজার মানুষ যে আয়ুর্বেদিক পানীয় টি ব্যাবহার করেছেন এবং উপকৃত হয়েছেন, তার নাম, ইমিউন আপ। এই সুস্বা...
18/04/2021

গত এক বছরে দেশের কয়েক হাজার মানুষ যে আয়ুর্বেদিক পানীয় টি ব্যাবহার করেছেন এবং উপকৃত হয়েছেন, তার নাম, ইমিউন আপ। এই সুস্বাদু পানীয়টি নিয়মিত ব্যবহারে তাদের ইমিউনিটি বৃদ্ধি পায় এবং এই পান্ডেমিক থেকে মুক্ত থেকেছেন। +91 96810 25891

নতুন কোভিড স্ট্রেন নিয়ে আমরা সবাই আবার নতুন করে চিন্তিত। আশঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এখনি অযথা আতঙ্কিত না হয়ে, সাব...
04/01/2021

নতুন কোভিড স্ট্রেন নিয়ে আমরা সবাই আবার নতুন করে চিন্তিত। আশঙ্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এখনি অযথা আতঙ্কিত না হয়ে, সাবধানতা অবলম্বন করাই বুদ্ধির কাজ। স্যানিটাইজেশন এবং দুরত্বের বিধিগুলি মেনে চলা দরকার। Immunity বা রোগ প্রতিরোধক ক্ষমতা কার্যকর রাখা অত্যন্ত জরুরী। ভাইরাস এর মোকাবিলায় বেঙ্গালুরুতে প্রস্তুত আয়ুর্বেদিক মিশ্রণ ইমিউন আপ যে ভূমিকা পালন করেছে, তা এখন অনেকেই জানেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বহু পরিবার এই সুস্বাদু মিশ্রণটি নিয়মিত ব্যবহার করে চলেছেন। বিশেষজ্ঞরা ১০ টি ইম্পরট্যান্ট আয়ুর্বেদিক ভেষজ ব্যবহার করে এই বিশেষ ফর্মুলা টি তৈরি করেছেন যা শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলা সকলেই নিশ্চিন্তে, নিয়মিত পান করতে পারেন এবং ভাইরাস, ব্যাকটেরিয়া বা ঋতু - পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন। এখনো সংগ্রহ না করে থাকলে, আজই অর্ডার করুন এবং পান করা শুরু করুন। বি: দ্রঃ: ডায়াবেটিস রোগী বা যারা মিষ্টি বিষয়ে সচেতন, তাদের জন্য Immune Up এর সুগার লেস প্যাকেট ও পাওয়া যায়।

২০২০ আমাদের অনেক কিছু শিখিয়েছে। নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে, শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে, কোনো ...
31/12/2020

২০২০ আমাদের অনেক কিছু শিখিয়েছে। নিজের ও পরিবারের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকতে, শরীরে রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে, কোনো রোগ সম্বন্ধে মিথ্যা প্রচারে বিশ্বাস না করতে। ভাইরাস এর সঙ্গে লড়াই করতে করতে আমরা অনেক কে হারিয়েছি। আবার তার চেয়ে অনেক বেশী এখনো বেঁচে আছি। সচেতনতা এবং প্রাকৃতিক ইমিউনাইজার আমাদের এই সাফল্যের এর হাতিয়ার। ইমিউন আপ একটি সুস্বাদু, আয়ুর্বেদিক মিশ্রণ, যা আমাদের রোগ প্রতিরোধক শক্তি কে সক্ষম এবং সচল রেখেছে। বহু মানুষের পজিটিভ ফিডব্যাক আমাদের অনুপ্রাণিত করেছে। ২০২১ এও ইমিউন আপ তার কাজ সমানভাবে চালিয়ে যাবে। আপনিও আপনার প্যাকেট টি সংগ্রহ করুন এবং ২০২১ কে নিজের ও পরিবারের কাছে একটি হ্যাপি ইয়ার করে তুলুন। +91 96810 25891

শারদ উৎসবের এই আনন্দময় সময়ে আপনাদের কাছে আবেদন, খেয়াল রাখবেন, আপনার আনন্দ যেন আপনার করোনা-সংক্রমণের কারণ না হয়। ১. মাস্ক...
24/10/2020

শারদ উৎসবের এই আনন্দময় সময়ে আপনাদের কাছে আবেদন, খেয়াল রাখবেন, আপনার আনন্দ যেন আপনার করোনা-সংক্রমণের কারণ না হয়। ১. মাস্ক ব্যবহার করুন, ২. ভিড় এড়িয়ে চলুন, ৩. দূরত্ব বজায় রাখুন, ৪. হাত স্যানিটাইজ করুন। এবং নিজের ইমিউনিটি সিস্টেম কে কার্যকর রাখতে, প্রতিদিন Immune Up পান করুন। Immune Up Packet সংগ্রহ করতে, কল করুন বা হোয়াটস্যাপ করুন ( +৯১ ৯৬৮১০ ২৫৮৯১ ) ।

16/10/2020

গত ২৪ ঘন্টায় পশ্চিম বাংলায় কোভিড কেস এর সংখ্যা ৩৭২০ । উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে । গবেষকরা বলছেন, উৎসবের পরে কোভিড আক্রাণ্ত এবং মৃতের সংখ্যা বাড়তে চলেছে ভয়াণক আকারে।

ইমিউন আপ কোনো প্রতিকারক ওষুধ ( curative medicine ) নয় । এটি একটি আয়ূর্বেদিক রোগ প্রতিরোধক ( preventive measure ) । ১০ টি বিশেষ ইমিউন ভেষজ ( immunoherbs ) থেকে তৈরী এই সুস্বাদু মিশ্রণ টি সবাই খেতে পারেন।

ইমিউন আপ ব্যবহার কারীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া অনুসারে, এখন পর্যন্ত যারা নিয়মিত ইমিউন আপ সেবন করেছেন তাদের কেউই নতুন কোনো ভাইরাস সংক্রমণের শিকার হন নি । স্যানিটাইজেশন, মাস্ক এবং দূরত্ত্ব রক্ষার নিয়ম গুলো মেনে চলুন । ইমিউন আপ নিয়মিত পান করুন । আপনার ইমিউন আপ প্যাকেটটি এখনই অর্ডার করুন। ( +91 96810 25891 )

Address

S. S. Road
Chandannagar
712136

Telephone

+919681025891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Immune Up Bengal Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram