Gourab J Saha

Gourab J Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gourab J Saha, Astrologist & Psychic, durganagar, Durganagar.

গৌরব জে সাহা বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, বাস্তু ও সংখ্যাতত্ত্বে অভিজ্ঞ, যিনি আধ্যাত্মিক উন্নয়ন ও প্রাচীন জ্ঞানের প্রচারে নিবেদিত।বৈদিক জ্ঞান, বাস্তু শাস্ত্র, লাল কিতাব ও সংখ্যাতত্ত্বে অভিজ্ঞ এক আধুনিক যুগের জ্যোতিষ ও পথপ্রদর্শক।

08/11/2025
HHFHFHFHHFD
17/10/2025

HHFHFHFHHFD

12/10/2025

🌟 কেতু থেকে রাজযোগ 🌟

✍️ লিখেছেন – GOURAB J SAHA
📚 Presented by RJ DIVINE MAGIC

যেমন একটি পতাকা সর্বদা বাতাসে উঁচুতে উড়ে গিয়ে নিজের পরিচয় জানায়, তেমনি কেতু — যাকে পতাকার প্রতীক বলা হয় — জীবনের বহু উত্থান ও সাফল্যের পথে জাতককে নিয়ে যায়। রহস্যময় এই গ্রহ, যদি শুভভাবে স্থিত থাকে, তবে সে অদৃশ্য শক্তির মাধ্যমে আশ্চর্য রাজযোগ প্রদান করতে সক্ষম।

🔮 কেতুর গঠিত কিছু বিশেষ শুভ যোগঃ

১️⃣ মোক্ষদায়ক যোগ –
যদি কেতু চতুর্থ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে এবং সেই কেতুকে গুরু (বৃহস্পতি) দৃষ্টি দেন, তবে জাতক ধীরে ধীরে মোক্ষ বা আত্মজাগরণের পথে অগ্রসর হয়।

২️⃣ পূর্বাভাস শক্তির যোগ –
যখন কেতু চন্দ্রের সাথে যুক্ত হয়, অথবা লগ্ন, দ্বিতীয়, অষ্টম কিংবা দ্বাদশ ঘরে অবস্থান করে, তখন জাতক অসাধারণ অন্তর্জ্ঞান ও ভবিষ্যদ্বাণীর ক্ষমতা অর্জন করে।

৩️⃣ জ্ঞানশিষ্য যোগ –
কেতু মূলত হুনুচের শিষ্য। বৃহস্পতি, ধনু বা মীন রাশিতে অথবা বৃহস্পতির রাশিতে অবস্থান করলে কেতু অত্যন্ত নিয়ন্ত্রিত ও শুভ ফল প্রদান করে।

৪️⃣ পরামর্শদাতা যোগ –
যদি কেতু লগ্নেশের সাথে যুক্ত হয় অথবা শক্তিশালীভাবে লগ্নে থাকে, তবে জাতকের পরামর্শ বহু মানুষের জীবনে আলোর দিশা দেয়।

৫️⃣ রাজযোগ সূত্র –
কেতু যদি কেন্দ্রের অধিপতিদের সাথে লগ্ন, পঞ্চম বা নবম ঘরে থাকে এবং কেন্দ্রেশরা শক্তিশালী হয়, তাহলে কেতু রাজযোগ দান করে জীবনে সম্মান ও উন্নতির দ্বার খুলে দেয়।

৬️⃣ ত্রিকোণ যোগে শুভ প্রভাব –
কেন্দ্রের অধিপতিদের সাথে ত্রিভুজ ঘরে অবস্থান করলে কেতু অত্যন্ত শক্তিশালী হয়ে শুভ ফল প্রদান করে।

৭️⃣ আধ্যাত্মিক যোগ –
যদি কেতু শনির দ্বিতীয় ঘরে থাকে অথবা শনির সঙ্গে যুক্ত হয়, তবে জাতক গভীর আধ্যাত্মিকতার পথে এগিয়ে যায়। এই অবস্থান সাধক বা যোগীর জন্মের ইঙ্গিত দেয়।

৮️⃣ সিদ্ধিদাতা যোগ –
অষ্টম ঘরে কেতু যত বেশি গ্রহের প্রভাবে থাকবে, তত বেশি জাতক তন্ত্র-সাধনা, যোগ ও গুপ্ত বিদ্যায় সিদ্ধি লাভের দিকে অগ্রসর হবে।

✨ কেতু আসলে রহস্যের গ্রহ, কিন্তু যখন তার শক্তি শুভভাবে জাগ্রত হয়, তখন সে একজন সাধারণ মানুষকেও অসাধারণ উচ্চতায় পৌঁছে দেয়।
🔱 RJ DIVINE MAGIC – DIIVINE U MAGIC
“অদৃশ্য শক্তির দৃশ্যমান দিশারি।”

06/10/2025

🌸 শরৎ পূর্ণিমার গুরুত্ব :=

এই দিনে চাঁদের আলোয় অমৃত তত্ত্ব প্রবাহিত হয় — যাকে বলা হয় অমৃত বৃষ্টি 🌙।
এদিনে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং যিনি সঠিকভাবে আরাধনা করেন, তাঁর জীবনে ধন, সৌভাগ্য, শান্তি ও প্রেম প্রবেশ করে।

🪔 শরৎ পূর্ণিমার ৭টি বিশেষ ও ফলদায়ক প্রতিকার (Remedies)
১. 🌕 চন্দ্র অমৃত সেবন (Moonlight Elixir Ritual)

এক বাটি গরুর দুধে চাল, মাখন, মধু ও এলাচ মিশিয়ে খোলা আকাশের নিচে রাখুন।

মধ্যরাতে সেই দুধ চাঁদের আলোতে “অমৃত” রূপে পরিণত হয়।

সকালে পরিবারকে অল্প পরিমাণে পান করান।

ফল: শরীর-মন শক্তিশালী হয়, রোগ দূর হয়, ভাগ্য বৃদ্ধি পায়।

২. 💰 লক্ষ্মী প্রাপ্তি ও ধনবৃদ্ধির রিচুয়াল

পূর্ণিমা রাতে লক্ষ্মী মন্ত্র জপ করুন –
ॐ श्रीं महालक्ष्म्यै नमः (108 বার)

চাঁদের আলোয় সাদা কাপড়ে 11টি চিনি দানা, 11টি চাল ও 11টি কমল ফুল রেখে প্রার্থনা করুন।

পরের দিন এগুলো গৃহের পূজাস্থানে রাখুন।

ফল: আকস্মিক অর্থলাভ, ব্যবসায় বৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধি।

৩. 🔮 চন্দ্র দোষ ও মানসিক ক্লান্তি নিরাময়

চাঁদের আলোয় এক গ্লাস জল রেখে সকালে সেই জল মাথায় ছিটিয়ে নিন।

মন্ত্র: ॐ सों सोमाय नमः

ফল: চন্দ্রদোষ দূর, মানসিক শান্তি, বিষণ্ণতা থেকে মুক্তি।

৪. ❤️ প্রেম ও দাম্পত্য উন্নতির টোটকা

চাঁদের আলোয় সাদা কাপড়ে একটি সাদা গোলাপ ও সামান্য মধু রেখে আপনার ও প্রিয়জনের নাম লিখুন।

পরদিন তা গঙ্গাজলে ভাসিয়ে দিন।

ফল: সম্পর্ক মধুর হয়, ভুল বোঝাবুঝি মেটে, ভালোবাসা ফিরে আসে।

৫. 🕯️ নেগেটিভ শক্তি দূর করার ধুপ রিচুয়াল

লবঙ্গ, ধুনো, চন্দন গুঁড়ো ও কপূর মিশিয়ে পূর্ণিমা রাতে ধূপ দিন।

ফল: ঘরে শান্তি, দুষ্ট শক্তির বিনাশ, আধ্যাত্মিক সুরক্ষা।

৬. 🧿 শরৎ পূর্ণিমা “কর্ম-শুদ্ধি রিচুয়াল”

হাতে একটি রূপোর মুদ্রা নিয়ে চাঁদের আলোয় ২১ বার বলুন –
“ওঁ চন্দ্রায় নমঃ, মম কর্ম শুদ্ধং ভব।”

পরে সেই মুদ্রা মানিব্যাগে রাখুন।

ফল: খারাপ কর্মফল কমে, শুভ সুযোগ বৃদ্ধি।

৭. 🪶 ধন আকর্ষণ Switchword ও Number Code

Switchword: DIVINE FLOW RICHES

Number Code: 741 528 963

এটি লিখে রাখুন বা চাঁদের আলোয় পড়ুন।

ফল: অচিরেই আর্থিক সমৃদ্ধি আসে।

GOURAB J SAHA..
9051383237

TYPE AMEN...... AND RECEIVED POSITIVE FIEBS.....            ゚
30/08/2025

TYPE AMEN...... AND RECEIVED POSITIVE FIEBS.....

"আগামী ২২শে আগস্ট থেকে শিয়ালদা রেল স্টেশন থেকে সরাসরি হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছানো যাবে। ওই দিনই উদ্বোধন হতে চলেছে শিয...
15/08/2025

"আগামী ২২শে আগস্ট থেকে শিয়ালদা রেল স্টেশন থেকে সরাসরি হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছানো যাবে। ওই দিনই উদ্বোধন হতে চলেছে শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো রুট।"


Address

Durganagar
Durganagar
700079

Telephone

+918336993500

Website

https://www.rjdivinemagic.in/

Alerts

Be the first to know and let us send you an email when Gourab J Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Gourab J Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram