06/12/2025
‼️বাবা মায়ের ডিভোর্স:
🍁 যখন বাবা মায়ের সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং ভেঙ্গে যাওয়ার উপক্রম হয় তখন অনেক সময় বাচ্ছাদের মনে কিছু নেতিবাচক ধারণা তৈরি হয়, আবার দেখা যায় বাবা মা নিজেদের একে অপরের বিরুদ্ধে যে মতামত পোষণ করেন তা বাচ্ছার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, যা তাদেরকে মানসিক আঘাত দেয় এবং পরবর্তী জীবনে হীনমন্যতা বা হতাশা তৈরি হয়।
তাই বাচ্ছাদের জীবনে এই পরিস্থিতির খারাপ প্রভাব যাতে না পড়ে তার জন্য বাচ্ছার সাথে বাবা মা হিসাবে কথা বলুন, বাচ্ছার মায়ের স্বামী বা তার বাবার স্ত্রী হিসাবে নয়।
🌿একক ভাবে সন্তানের প্রতিপালন নিঃসন্দেহে একটি কঠিন কাজ তাই নিজের ভালো থাকার উপর জোর দিন, আত্মীয় ,বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের সাহায্য নিন। জীবনের এই চ্যালেঞ্জ কে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করুন।
মনে রাখবেন সন্তানের সুষ্ঠ মানসিক বিকাশের ক্ষেত্রে ডিভোর্স সাময়িকভাবে কিছু খারাপ প্রভাব ফেললেও সঠিক আচরণ বা পদ্ধতির মাধ্যমে তার ইতিবাচক এবং আত্মবিশ্বাসী মনোভাব তৈরি হওয়া সম্ভব।