17/11/2025
কিছু কিছু রোগী এবং ঘটনা স্মৃতির গভীরে শিকড় গেঁথে দেয়l
ডাক্তারী জীবনের একদম শুরুর দিকে, ২০২১ সালে এনারা এসেছিলেন।
🛑1️⃣পর্ব ১: সাল ২০২১
দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কে নিয়ে এসেছিলেন স্বামী। প্রথমে সব blood reports ঠিক থাকলেও miscarriage/ বাচ্চা নষ্ট হয়ে যায়। ওনাদের বুঝিয়ে বলি যে অনেক মহিলার প্রথম বাচ্চা নষ্ট হয়ে যায়, শতকরা ১০ থেকে ২০ ভাগ ক্ষেত্রে প্রথম তিনমাসের মধ্যে abortion হয়ে যায় কারণ অধিকাংশ ক্ষেত্রে ওই ভ্রূণের genetic সমস্যা থাকে। হতাশা নিয়ে তারা ফিরে যান।
🛑2️⃣পর্ব ২: সাল ২০২২
পরের বছর তারা আবার প্রেগন্যান্সি প্ল্যান করার জন্য আসেন, কিন্তু এবার আমি তাদের TVS/ছবি করে জানতে পারি যে রুগীর জরায়ু/uterus এর মধ্যে সমস্যা আছে, যা ছিল:Bicornuate Uterus/ বাংলা তে বোঝালে uterus দুই ভাগে বিভক্ত, যার ফলস্বরূপ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার/সময় এর আগে বাচ্চা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে l সব কিছু তাদের কে বুঝিয়ে বলি। তার কয়েকমাস পরে তারা আবার প্রেগন্যান্সি নিয়ে আমার কাছে আসলেন।
কিন্তু এরপরেই আবির্ভাব ঘটে এক কঠিন সময়ের, 🗿পাঁচ মাসের সময়ে সেই আশঙ্কা কে বাস্তবায়িত করে anomaly scan এ যখন বাচ্চা মারা যাবার রিপোর্ট টা এলো, তখন সত্যিই কিছু বিশেষ বলার ভাষা ছিল না।
কিন্তু বিপদ শুধু এখানেই থেমে থাকে নি, সেটা আরো ঘনীভূত হলো।
দুই দিন ধীরে ক্রমাগত চেষ্টা করেও কিছুতেই নরমাল ডেলিভারি করানো গেলো না। সমস্ত medical induction ফেল করলো।🌩️
শেষবেশ বাধ্য হয়ে hysterotomy/মিনি সিজার (চলতি ভাষায়) করতে হলো।
রোগী এবং তার স্বামীর কান্না দেখে আমিও যে অশ্রসিক্ত হই নি, সেটা বললে মিথ্যে বলা হবে। আমার দিক থেকে স্বান্তনা দেওয়া এবং ডাক্তার এর কর্তব্য পালন করা ছাড়া আর বিশেষ কিছুই করার ছিল না।
🛑3️⃣ পর্ব ৩:সাল২০২৩:
আমায় অবাক করে দিয়ে তারা আবার মার্চ মাস e pregnancy positive,🎁 নিয়ে ফিরে এলেন। কিন্তু তারা ছিলেন এবার খুব পজিটিভ আর দৃঢ়সংকল্পবদ্ধ। আমি নিজেও আবার পুরো ব্যাপার টাই চুলচেরা বিশ্লেষণ করলাম এবং রীতিমতো পাঠ্যপুস্তক 📚অবধি পৌঁছে গেলাম।
খুব নিয়ম করে ওষুধ💊 খাওয়া , injection💉, tests ইত্যাদি কোনো কিচ্ছুই তারা বাদ দেন নি। অন্তিম অবধি ঈশ্বর এর আশীর্বাদ🕉️ এবং নিজেদের অদম্য ইচ্ছেশক্তির চালনায় ৩৫ সপ্তাহে সিজার করে এই মা বাবার মুখে এক টুকরো হাসি ফোটাতে পারি।
সত্যি বলতে গেলে এই মুহূর্ত গুলোই একজন ডাক্তারের জীবনের হয়তো শ্রেষ্ঠ প্রাপ্তি,এই ধারণা আমি পোষণ করি।
🛑4️⃣ পর্ব ৪:সাল২০২৫:
আজ তারা দুই বছরের ছোট্ট সোনা👼 কে নিয়ে pregnancy positive নিয়ে আজ আবার আসলেন। কিন্তু তারা এবার সব ই জানেন, খুব বিশেষ কিছু তাদের আর বলতে হয় নি। এই প্রার্থনা করবো যেন এবার সব সুস্থ ভাবে ওনাদের কাটুক, আবার একবার যেন ওনাদের হাসতে দেখে আর একবার সেই অদ্ভুত ভালোলাগার মুহূর্ত টা ফিরে পেতে পারি।🧠
আর এই ছবি টা দিয়ে পুরো ঘটনাপ্রবাহ কে তুলে ধরার ইচ্ছা কে চেপে রাখতে পারল না আমার অবুঝ মন।🫀
তাই সেই নীরেন ভাদুড়ী উপন্যাসের📊 লাইন টা মনে পড়ে যায়, লেগে পড়ে থাকলে অলৌকিক হবেই।
লেগে পড়ে থাকলে যে অলৌকিক হবেই, এটা আমিও বিশ্বাস করি।
#মালদা