30/09/2025
গত ২৯/০৯/২০২৫ তারিখে দিশারী হেল্থ পয়েন্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে জলছত্র শিবির শুরু হল। ফিতা কেটে শিবিরের শুভ উদ্বোধন করেন সংস্থার কর্ণধার মাননীয় ডাঃ মানবেশ প্রামাণিক মহাশয়। উক্ত শিবির থেকে দর্শনার্থীদের পানীয় জল ,বাচ্চাদের চকোলেটে বিতরণ করা হবে। এই শিবির আগামী ০২/১০/২০২৫ তারিখ পর্যন্ত্য চলবে।