27/07/2022
©️®️Dt. Sonali Roy Das
Clinical Dietitian & Nutritionist
Renal Nutrition Educator
Msc, RD, Indian Dietary Associations
Bengal Chapter, Dishari.
ডায়েবেটিস হলে ----
1) প্রি-ডায়েবেটিস অবস্থা থাকাকালীনই খাবার খাওয়া সম্বন্ধে সচেতন হবেন। ফাস্টিং সুগার 100 কাছাকাছি মানেই হলো আপনি প্রি ডায়াবেটিক ! অর্থাৎ ডায়াবেটিসের পূর্ব অবস্থা।।
এই অবস্থায় একটুখানি খাবার কন্ট্রোল করলেই কিন্তু সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন।
🌈খাবার কন্ট্রোল মানে খাবারে পরিমাণ কমিয়ে দেওয়া তা কিন্তু নয়। প্রি ডায়াবেটিস রোগীদের জন্য খাবার কন্ট্রোল মানে --
✅️রাত ৭:৩০ টা থেকে ৮:০০ টার মধ্যে ডিনার করে নেওয়া।
✅️ অত্যন্ত ক্ষুধা না পেলে না খাওয়া!
✅️ কিছু মানুষ থাকেন যাদের সব সময়ই মুখ চলতে থাকে কিছু না কিছু খাবার খান, এই অভ্যাসটি বর্জন করা।
✅️গরম ভাত, বা রুটির পরিমাণটিকে কমিয়ে দেওয়া, একসাথে বেশি করে ফল না খাওয়া, প্রতিদিন খাবারের টক দই, স্যালাড, মাছ, শাক ইত্যাদি রাখা।
✅️ দিনের বেশিক্ষণ সময় দাঁড়িয়ে, বা চলাফেরা করে কাটানো। এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে না থাকা।
✅️ প্রতিদিন হাঁটা!
✅️ অবশ্যই থেরাপিটিক ডায়েট ফলো করা!! থেরাপিউটিক ডায়েট বলতে, as a therapy যে ডায়েটটি দেওয়া হয়,যার দ্বারা রোগী পুনরায় তার স্বাভাবিক পূর্বাবস্থা ফিরে পেতে পারে ।
🌈 আমাদের সবচেয়ে ভুল করি, ❌️❌️❌️
যখন আমরা মনে করি যে,খাবারের জিনিস তাই বেশি জেনে লাভ নেই, একটু জানলেই সেটা ম্যানেজ হয়ে যাবে,।
হেরফের করে সবই খাওয়া চলবে ।।❌️❌️❌️❌️❌️
বিশ্বাস করুন এতে ডায়েবেটিস ম্যানেজ তো হয়ই না, সমস্যা বাড়ে । এভাবেই শারীরিক দুর্গতি হয়।। ❌️❌️❌️
🌈আপনাকে যদি চার্টও ধরিয়ে দিই, তারপরও আপনি ভুল করবেনই । যতক্ষণ না আপনি বিষয়টি সঠিক জানছেন, প্র্যাকটিক্যলি ভেরিভাই করছেন, ততক্ষণ আপনি ভুল করবেন।।✅️✅️✅️
আপনার ডায়াবেটিস কিম্বা প্রি ডায়াবেটিস থাকলে, আপনাকে অবশ্যই জানতে হবে,-- এই খাবারটা কেন আপনাকে দেওয়া হয়েছে, ওই কেন দেওয়া হয়নি??
এটা খেলে কি হতে পারে, ওটা খেলে কি হতে পারে?!!✅️✅️
✅️✅️✅️যিনি আপনাকে চার্ট দিচ্ছেন তিনি যদি সঠিকভাবে জিনিসগুলি আপনাকে বোঝাতেই না পারে -- তাহলে আমার মতে তার কাছে না যাওয়াই ভালো। 💯💯💯💯💯💯💯
🌈ডায়াবেটিস একবার হলে -- বিভিন্ন রোগ, তার হাত ধরেই আসে । আসবেই। পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া নিজেরা রুটি খেয়ে কোনদিনই ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় না।💯💯
তাই হলে এতো এতো মানুষ প্রতিনিয়ত প্রাণ হারাতো না সুগারের জন্য। আমাদের শরীরের ইমিউনিটি এত স্ট্রং কোন কিছু একদিনে হয়না। সুগার exactly, slow poision এর মতো কাজ করে,শরীরকে ধীরে ধীরে গ্রাস করে। ✅️✅️✅️
🌈 যদি এটা প্রশ্ন করেন থেরাপিটিক ডায়েতে কি সুগার সেরে যায়??
তাহলে বলবো, যদি আপনি সঠিকভাবে বুঝে নিয়ে নিয়মগুলি মেনে চলেন, চিটিং না করেন, পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ মত চলেন - তাহলে ডায়াবেটিস ( বড়দের )সম্পূর্ণ সেরে যাওয়া সম্ভব। শিশুদের ডায়াবেটিস ও বড়দের ডায়াবেটিস দুটি ভিন্ন জিনিস। টাইপ 1 ডায়াবেটিস ( শিশুদের )ঔষধ ছাড়া সারানো সম্ভব নয়! ✅️✅️✅️💯
🌈আমরা পয়সা খরচ করতে ভালোবাসি। যতক্ষণ না রোগ বাড়াবাড়ি হচ্ছে,আমরা ততক্ষণ অপেক্ষা করি -- এই অপেক্ষার পরিনামই হলো হাসপাতালের বিল, গাদা গাদা ওষুধের প্রেসক্রিপশন, ও সবশেষে শারীরিক দুর্গতি।।💯
©️®️Dt. Sonali Roy Das
®️সংরক্ষিত।