17/12/2025
শিশুদের মনোযোগ ও মানসিক বিকাশ আজকের দিনে অভিভাবকদের একটি বড় চিন্তার বিষয়। পড়াশোনায় অমনোযোগ, সহজে বিরক্ত হয়ে পড়া, অতিরিক্ত চঞ্চলতা বা আবেগের ওঠানামা—এই সমস্যাগুলো অনেক শিশুর মধ্যেই দেখা যায়।
হোমিওপ্যাথি শিশুদের জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, যা শরীর ও মনের সামগ্রিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। এটি শিশুর ভেতরের সুস্থ হয়ে ওঠার ক্ষমতাকে জাগ্রত করে।
মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে
অকারণ চঞ্চলতা ও অস্থিরতা কমায়
স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা উন্নত করে
আবেগজনিত ওঠানামা ও রাগ নিয়ন্ত্রণে সহায়ক
শিশুর মানসিক আত্মবিশ্বাস বাড়ায়
হোমিওপ্যাথিক ওষুধ শিশুর বয়স, স্বভাব, মানসিক অবস্থা ও শারীরিক লক্ষণ বিচার করে ব্যক্তিগতভাবে নির্বাচন করা হয়। তাই এটি নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন বলে বিবেচিত।
সুস্থ মনই সুস্থ ভবিষ্যতের ভিত্তি।
Rafiqul Hasan