22/11/2025
In the name of Allah ----- protest against JULM of this Govt & BJP - --- From MUSLIM LEAGUE ( IUML ) MALDA -ইসলাম হল- মানবতা-বন্ধুত্ব-ন্যায়বিচার-WB. এই রাজ্যে বিজেপি নয়, সরকার নিজেই হিন্দুত্ববাদ ছড়াচ্ছে" দুর্গাপুরের ঘটনা সরকারের নীতির প্রতিফল: ডাঃ কামাল বাসিরুজ্জামান
বিজেপি-শাসিত রাজ্য নয়, এবার গরু পাচারের মিথ্যা অভিযোগে হেনস্তার ঘটনা ঘটল খোদ পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের ডিপিএল কলোনি এলাকায় এক দল বিজেপি কর্মীর হাতে জনতালাঞ্ছনার ঘটনা প্রকাশ্যে আসে। বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুরিয়া থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে দামোদর ব্যারাজ হয়ে দুর্গাপুরে ঢুকছিল একটি গাড়ি। সেই গাড়িকে লক্ষ্য করে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কর্মীরা হঠাৎই আক্রমণ চালায়।
গাড়ির আরোহীদের মারধর করা হয়, দড়ি দিয়ে বেঁধে রেখে কান ধরে উঠবস করানো হয়—যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। গরুগুলিকেও গাড়ি থেকে নামিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়। Muslim League ( Indian Union Muslim League ) Appel to arrest & punishment the criminal group whom try to spreed communal friction. & Want to destroy humanity ,friendship, vaichara , justice in our country & state ----
সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আজ সাম্প্রদায়িক শক্তির তাণ্ডব চলছে। কিন্তু উদ্বেগের বিষয় হল, এখানে শুধু বিজেপি নয়—রাজ্য সরকার নিজেও সেই সাম্প্রদায়িক রাজনীতির পথেই হাঁটছে। Because. Not arrest the anti vaichara grop - leader , it is clear that state govt & BJP jot Govt running in same way .
হিন্দু-মুসলিম-খ্রিস্টান-দলিত-আদিবাসী প্রত্যেক সম্প্রদায়ের মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে রাজ্যকে ঐক্যবদ্ধ করার বদলে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, জীবিকার মত মৌলিক বিষয়ের পরিবর্তে হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে।
সরকারি অর্থে মন্দির নির্মাণ ও পূজায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রাজ্যের পরিকাঠামো রক্ষা করা সম্ভব নয়। এর মাধ্যমে কেবল হিন্দুত্ববাদের রাজনীতিকেই মজবুত করা হচ্ছে। এবং অন্য সম্প্রদায়ের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। Why not Masjid in digha , anti. Waqf false propaganda . , in All department have no job or. Karmosagosta etc
সরকার যদি সত্যিই মানুষের পাশে দাঁড়াতে চায়, তাহলে তাকে সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় না দিয়ে সংবিধানের ধর্মনিরপেক্ষ চেতনার পথেই হাঁটতে হবে। যখন স্কুলে চক ডাষ্টার কেনার টাকা নেই, অসংখ্য স্কুল জলে ডুবে আছে, কলেজ ক্যাম্পাসে সিসিটিভি নেই, গুন্ডাদের রাজত্ব চলছে, ছাত্রীরা নিরাপদ নেই। রাজ্যে জীবিকা নেই, মানুষের খাবার টাকা নেই ভিন্ন রাজ্যে গিয়ে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে। এমন পরিস্থিতিতেও যখন মুখ্যমন্ত্রী সরাসরি হিন্দু সম্প্রদায়কে খুশি করার জন্য শত শত কোটি দান করে দেই স্বাভাবিকভাবেই বিজেপি আরএসএস-এর নেতা কর্মীরা ---- মুসলিম, দলিত, আদিবাসী নির্যাতনে অনুপ্রাণিত হবে।
Muslim league রাজ্য সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছে দুর্গাপুরের ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি সুনিশ্চিত করতে হবে এবং নিরাপত্তার জন্য কঠর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে, মাত্র একটি সম্প্রদায়কে খুশি করার পরিবর্তে রাজ্যের মূল সমস্যা— শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, নিরাপত্তা নিয়ে কাজ করার। Muslim League ( IUML ) West Bengal Iuml , Muslim League ( all district ) Muslim league ( iuml ) malda