30/04/2021
(৭) যারা মানুষের সাথে প্রতারণা করে। আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন: একদা রাসুলুল্লাহ (সা.) স্তূপ করে রাখা খাদ্যশস্যের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতর হাত প্রবেশ করালে আঙুলগুলো ভিজে গেল। স্তূপের মালিককে জিজ্ঞেস করলেন, ব্যাপার কী? মালিক জবাব দিল, হে আল্লাহর রাসুল! বৃষ্টির পানিতে তা ভিজে গিয়েছিল। রাসুলুল্লাহ (সা.) বলেন: তবে তা ওপরে রাখলে না কেন, যেন মানুষ তা দেখতে পায়? এবং তিনি বলেন:
"যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।"
(সহীহ মুসলিম, হাদিস নং- ১০১)
(৮) যারা মুসলিমদের বিপক্ষে অস্ত্র ধারণ করে।রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
"ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের ওপর (মুসলমানদের বিরুদ্ধে) অস্ত্র তোলে। আর যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সেও আমাদের দলভুক্ত নয়।’
(মুসলিম শরিফ, হাদিস : ১০২)
(৯) মৃত্যুশোক প্রকাশে যে নারী বা পুরুষ বিলাপ করে কাঁদে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
"মৃত্যুশোক প্রকাশে যে মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে এবং কাপড় ছিঁড়ে ফেলে সে আমাদের (মুসলমানদের) দলভুক্ত নয়।’
(আবু দাউদ, হাদিস : ৩১৩০)
অন্য হাদিসে এসেছে, যারা (মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে) গালে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে বা জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়।’
(বুখারি, হাদিস : ১২৯৭)
(১০) যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন:
"যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয়।"
(সুনানে আবু দাউদ, হাদিস : ২১৭৫)
আল্লাহ আমাদেরকে এ জাতীয় পাপ থেকে হেফাজত করুন।