Dr.Iqbal Hossain

Dr.Iqbal Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Iqbal Hossain, Doctor, Deganga, KOLKATA.

Dr.Iqbal Hossain BHMS, NIH Homoeopathic Physician

27/12/2025

“ফ্যাটি লিভার হলে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন?"
Grade 1 ,2 Fatty Liver ওষুধ ছাড়া সঠিক ম্যানেজমেন্ট ও সঠিক ডায়েট এর মাধ্যমে ওষুধ ছাড়াই সুস্থ হওয়া যাই II
#ফ্যাটিলিভার

26/12/2025

ফ্যাটি লিভার কেনো হয়? কিভাবে জানবেন আপনার ফ্যাটি লিভার হয়েছে? কি খেলে হয়?? জানুন II
আপনার আর কোনো প্রশ্ন আছে ফ্যাটি লিভার সম্পর্কে?? থাকলে প্রশ্ন করুন--
#ফ্যাটিলিভার #চর্বি #হেলথ

24/12/2025

তাজ হোমিও ফার্মাসি

সারাপুল , নারকেলতলা
প্রতি বৃহস্পতিবার বেলা 12 টা থেকে 3 টা পর্যন্ত

19/12/2025

আমার হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে একজন গলস্টোন (Gall Stone) রোগী সফলভাবে সুস্থ হয়ে উঠেছেন।
#গালস্টোন #সুস্থ #হোমিওপ্যাথি #গলব্লাডার

10/12/2025

আজ আমাদের Salt Lake Homoeopathy Hospital এর 50 বছর উদযাপনের একটি বিশেষ মুহূর্তে শ্রদ্ধেয় স্যারদের সঙ্গে

30/11/2025

কি অপরূপ সৌন্দর্য I মুগ্ধ এ মন, মুগ্ধ এ প্রাণ ---

28/10/2025

হাতের কাঁপুনি রক্তচাপ (BP) মাপার সময় কী বোঝায়?

হাতের কাঁপুনি (tremor) BP মাপার সময় সাধারণত উদ্বেগ, ভয় বা স্ট্রেস নির্দেশ করে। এটাকে ইংরেজিতে বলে "White Coat Syndrome" বা "সাদা কোটের ভয়"।

কারণ:

ডাক্তার/নার্সের সামনে BP মাপালে অনেকেরই নার্ভাস লাগে।
এতে সিস্টোলিক BP ১০-২০ mmHg বেশি দেখায়।

হাত কাঁপলে মাপ সঠিক হয় না, রিডিং ভুল আসতে পারে।
কী করবেন?

শান্ত থাকুন: গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করে ১ মিনিট রিল্যাক্স করুন।

বাড়িতে মাপুন: ঘরে BP মেশিনে মাপলে সঠিক রিডিং পাওয়া যায়।

27/10/2025

A case of Large Lipoma on neck.

লিপোমা কেন হয়?

লিপোমা হলো এক ধরনের নিরীহ (non-cancerous) টিউমার, যা ফ্যাট সেল (adipose tissue) দিয়ে তৈরি। এর সঠিক কারণ স্পষ্ট নয়, তবে কিছু সম্ভাব্য কারণ হতে পারে:

○জিনগত কারণ: পরিবারে কারো লিপোমা থাকলে হওয়ার সম্ভাবনা বেশি।
○হরমোনের ভারসাম্যহীনতা: হরমোনের পরিবর্তন লিপোমা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
○আঘাত বা ট্রমা: শরীরে কোনো আঘাতের কারণে লিপোমা হতে পারে, যদিও এটা সাধারণ নয়।
○স্থূলতা: মোটা হলে লিপোমার ঝুঁকি কিছুটা বাড়তে পারে, তবে সরাসরি প্রমাণ নেই।
●বয়স: সাধারণত ৪০-৬০ বছর বয়সে বেশি দেখা যায়।

কোথায় হয়?

লিপোমা শরীরের যেকোনো জায়গায় হতে পারে যেখানে ফ্যাট সেল থাকে। সাধারণ জায়গাগুলো হলো:
• গলা, কাঁধ, পিঠ, পেট, হাত বা পা।
•ত্বকের নিচের ফ্যাট টিস্যুতে (subcutaneous tissue)।

পরামর্শ: লিপোমা নিয়ে চিন্তিত হলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন।

গ্যাংলিয়ন সিস্ট কী?গ্যাংলিয়ন সিস্ট হলো একটি তরল-ভর্তি ফোলা বা স্ফীতি, যা সাধারণত জয়েন্ট বা টেন্ডনের (স্নায়ুর) আশেপাশ...
26/10/2025

গ্যাংলিয়ন সিস্ট কী?

গ্যাংলিয়ন সিস্ট হলো একটি তরল-ভর্তি ফোলা বা স্ফীতি, যা সাধারণত জয়েন্ট বা টেন্ডনের (স্নায়ুর) আশেপাশে ত্বকের নিচে তৈরি হয়। এটি সাধারণত কব্জি, হাত, গোড়ালি বা পায়ে দেখা যায়। এটি নরম, জেলির মতো তরল (সাইনোভিয়াল ফ্লুইড) দিয়ে ভরা থাকে এবং বেশিরভাগ সময় ক্ষতিকর নয়।

কেনো হয়?

গ্যাংলিয়ন সিস্টের সঠিক কারণ সবসময় স্পষ্ট নয়, তবে সম্ভাব্য কারণগুলো হলো:
1.জয়েন্ট বা টেন্ডনের আঘাত: বারবার চাপ বা আঘাতের ফলে জয়েন্ট বা টেন্ডন থেকে তরল বেরিয়ে সিস্ট তৈরি হতে পারে।

2. জয়েন্টের অতিরিক্ত ব্যবহার: কব্জি বা হাতের অতিরিক্ত ব্যবহার, যেমন বারবার একই ধরনের কাজ করা।

3.অস্টিওআর্থ্রাইটিস: জয়েন্টের ক্ষয়জনিত সমস্যা সিস্ট তৈরির ঝুঁকি বাড়াতে পারে।

4.অজানা কারণ: অনেক ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সিস্ট তৈরি হতে পারে।

5.জেনেটিক বা শারীরিক গঠন: কিছু মানুষের শারীরিক গঠন বা জেনেটিক প্রবণতার কারণে এটি হতে পারে।

লক্ষণ

○ত্বকের নিচে ছোট বা বড় গোলাকার ফোলা।
○সিস্ট স্পর্শে নরম বা শক্ত হতে পারে।
○ব্যথা হতে পারে, বিশেষ করে চাপ পড়লে বা নড়াচড়ার সময়।
কখনো কখনো সিস্ট নিজে থেকে ছোট হয়ে যায় বা অদৃশ্য হয়।

প্রতিকারের উপায়

○জয়েন্টের অতিরিক্ত চাপ এড়ানো।
○কাজের সময় হাত বা কব্জির সঠিক ভঙ্গি বজায় রাখা।
○নিয়মিত ব্যায়াম করে জয়েন্ট ও পেশি শক্তিশালী রাখা।

দ্রষ্টব্য: গ্যাংলিয়ন সিস্ট নিয়ে উদ্বিগ্ন হলে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের (বিশেষত অর্থোপেডিক বা হ্যান্ড সার্জন) পরামর্শ নিন। নিজে থেকে চিকিৎসার চেষ্টা করা এড়িয়ে চলুন।

পরামর্শ
Dr. IQBAL HOSSAIN,
BHMS,NIH( Govt of India)
Contact--7479239727
Haroa
ডক্টর বাবুর একটা গ্যাংলিয়ন সিস্ট রোগীর ওষুধ খাওয়ার আগে ও পরের ছবি শেয়ার করা হলো II (নিচের ছবিটি )

আপনার ও যদি হাতে, পায়ে গ্যাংলিয়ন সিস্ট থেকে থাকে আজ ই ডক্টর বাবুকে দেখান II

আপনার স্বাস্থ্যের প্রতিটি সমস্যায় হোমিওপ্যাথির অলৌকিক সমাধান! আমাদের ক্লিনিকে এসে প্রাকৃতিক, নিরাপদ ও শক্তিশালী চিকিৎসা...
19/10/2025

আপনার স্বাস্থ্যের প্রতিটি সমস্যায় হোমিওপ্যাথির অলৌকিক সমাধান! আমাদের ক্লিনিকে এসে প্রাকৃতিক, নিরাপদ ও শক্তিশালী চিকিৎসার মাধ্যমে নতুন জীবন শুরু করুন।
🌿💥📞
074792 39727

06/10/2025

আজকাল আমার ক্লিনিকে মায়েরা প্রায়ই বলছেন যে তারা খুব চিন্তিত কারণ তাদের বাচ্চারা ঠিকমতো খাচ্ছে না এবং ওজন বাড়ছে না। তারা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন যখন প্রতিবেশী বা আত্মীয়রা বলেন যে " তোমার বাচ্চা তো দিন দিন রোগা হয়ে যাচ্ছে।" লেখাটি পড়ুন মন দিয়ে--

এখানে ২ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত শিশুর ওজন সম্পর্কে একটি সাধারণ গাইডলাইন দেওয়া হলো।

মনে রাখবেন: প্রতিটি শিশু আলাদা। তাদের ওজন অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন জন্মের সময় ওজন, জিনগত গঠন, খাওয়ার পরিমাণ ইত্যাদি। তাই এটি শুধুমাত্র একটি আনুমানিক চিত্র। সঠিক তথ্যের জন্য সর্বদা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বয়স অনুযায়ী শিশুর গড় ওজন (আনুমানিক)

এই ওজন শিশু বিশেষজ্ঞদের ব্যবহার করা স্ট্যান্ডার্ড গ্রোথ চার্ট (WHO চার্ট) এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

ছেলেশিশু (Boy Baby)

বয়স (Age) গড় ওজন (Average Weight)
২ মাস (2 Months) ৫.৫ কেজি (≈ ১২ পাউন্ড)
৪ মাস (4 Months) ৬.৭ কেজি (≈ ১৪.৮ পাউন্ড)
৬ মাস (6 Months) ৭.৯ কেজি (≈ ১৭.৪ পাউন্ড)
৯ মাস (9 Months) ৯.২ কেজি (≈ ২০.৩ পাউন্ড)
১ বছর (1 Year) ১০.০ কেজি (≈ ২২ পাউন্ড)
১৫ মাস (15 Months) ১০.৫ কেজি (≈ ২৩.১ পাউন্ড)
১৮ মাস (18 Months) ১১.০ কেজি (≈ ২৪.৩ পাউন্ড)
২ বছর (2 Years) ১২.৩ কেজি (≈ ২৭ পাউন্ড)

মেয়েশিশু (Girl Baby)

বয়স (Age) গড় ওজন (Average Weight)
২ মাস (2 Months) ৫.০ কেজি (≈ ১১ পাউন্ড)
৪ মাস (4 Months) ৬.২ কেজি (≈ ১৩.৭ পাউন্ড)
৬ মাস (6 Months) ৭.৩ কেজি (≈ ১৬.১ পাউন্ড)
৯ মাস (9 Months) ৮.৬ কেজি (≈ ১৯ পাউন্ড)
১ বছর (1 Year) ৯.৪ কেজি (≈ ২০.৭ পাউন্ড)
১৫ মাস (15 Months) ৯.৮ কেজি (≈ ২১.৬ পাউন্ড)
১৮ মাস (18 Months) ১০.৩ কেজি (≈ ২২.৭ পাউন্ড)
২ বছর (2 Years) ১১.৫ কেজি (≈ ২৫.৪ পাউন্ড)

-গুরুত্বপূর্ণ বিষয়গুলো:

১. জন্মের ওজন দ্বিগুণ/ত্রিগুণ হওয়া:

· শিশুর ওজন সাধারণত ৫-৬ মাস বয়সের মধ্যে জন্মের ওজনের দুই গুণ হয়।
· ১ বছর বয়সের মধ্যে জন্মের ওজনের তিন গুণ হয়।

২. ওজন বৃদ্ধির প্যাটার্ন:

· প্রথম ৬ মাস ওজন দ্রুত বাড়ে।
· ৬ মাসের পর থেকে ওজন বৃদ্ধির গতি কিছুটা কমে আসে, কারণ শিশু তখন বেশি নড়াচড়া করা শুরু করে (হামাগুড়ি, হাঁটা ইত্যাদি)।

৩. কখন চিন্তিত হবেন?

· যদি শিশুর ওজন একদমই না বাড়ে।
· যদি ওজন ক্রমাগত কমতে থাকে।
· যদি শিশু প্রস্রাব-পায়খানা কম করে, শুষ্ক ও নিষ্ক্রিয় হয়ে পড়ে।
· এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শুধুমাত্র ওজনই শিশুর সুস্থতার একমাত্র মাপকাঠি নয়। শিশু সক্রিয় কিনা, ঠিকমতো খেলনা নিয়ে খেলছে কিনা, সময়মতো সব বিকাশ (Development) হচ্ছে কিনা (যেমন: হাসা, উল্টানো, বসা, দাঁড়ানো, হাঁটা ইত্যাদি) – সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।

আপনার শিশুর স্বাস্থ্য সম্পর্কে কোনো প্রশ্ন বা চিন্তা থাকলে, শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলাই সর্বোত্তম উপায়।

ডাঃ ইকবাল হোসেন
B.H.MS, NIH(Govt of India)
Mob-- 7479239727
Ponditpole (Haroa)

ওষুধ  খাওয়ার আগে কিডনি পাথর 0.85 cm ঔষধ চলাকালিন এখন কিডনি পাথর 0.35 cm  আর কিছু মাসে আসা করি কিডনি পাথর নিমূল হবে ||   ...
07/02/2024

ওষুধ খাওয়ার আগে কিডনি পাথর 0.85 cm
ঔষধ চলাকালিন এখন কিডনি পাথর 0.35 cm
আর কিছু মাসে আসা করি কিডনি পাথর নিমূল হবে ||


Address

Deganga
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Iqbal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category