Healthy Life

Healthy Life Healthy Life is an Trusted online organig Shop

আদাতে জিনজারোলের মতো বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে যার শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে। ফলে আদা শরীরের প্রদাহ ...
02/11/2023

আদাতে জিনজারোলের মতো বায়োঅ্যাকটিভ যৌগ রয়েছে যার শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে। ফলে আদা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।

আদা বমি বমি ভাব দূর করে ও হজমে সাহায্য করে। বদহজম, পেটের ফোলাভাব এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আদা।

আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও শরীরকে সংক্রমণের বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য করে। আদা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

আদা রক্তচাপ কমাতে এবং হার্ট ভালো রাখতে সহায়তা করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং রক্ত সঞ্চালন উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায়।

আদা বিপাক বৃদ্ধি করে। ফলে নিয়মিত আদা খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আদাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি র‌্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি সম্ভাব্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দিতে সক্ষম।

আদার প্রাকৃতিক অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আমাদের সুস্থ রাখে।

সুমিষ্ট ও রসালো ফল আনারস পুষ্টিগুণে ভরপুর। কম ক্যালোরি অথচ ভিটামিন ও মিনারেলে ঠাসা উপকারী এই ফল। ১ কাপ আনারসে মেলে ৮২.৫ ...
01/11/2023

সুমিষ্ট ও রসালো ফল আনারস পুষ্টিগুণে ভরপুর। কম ক্যালোরি অথচ ভিটামিন ও মিনারেলে ঠাসা উপকারী এই ফল। ১ কাপ আনারসে মেলে ৮২.৫ কিলোক্যালোরি, ০.১৯৮ গ্রাম চর্বি, ০.৮৯১ গ্রাম প্রোটিন, ২১.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৩১ গ্রাম ফাইবার, ৭৮.৯ মিলিগ্রাম ভিটামিন সি, ১.৫৩ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ মেলে। এছাড়া ভিটামিন বি, কপার, থায়ামিন, ফোলেট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, রিবোফ্লাভিন এবং আয়রনের উৎস আনারস। জেনে নিন নিয়মিত আনারস খেলে কোন কোন উপকারিতা পাওয়া যাবে।


আনারস অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস যা হৃদরোগ, ডায়াবেটিস এবং কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।

আনারসে ব্রোমেলিন নামক একদল হজমকারী এনজাইম থাকে যা প্রোটিন ভেঙে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে।

আনারসে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

যখন আমরা খাবার খাই, শরীর খাদ্য ভেঙে দেয়। এই প্রক্রিয়াটি ফ্রি র‌্যাডিক্যাল নামক অণু তৈরি করে। আনারস ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড সমৃদ্ধ। এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে যা দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে।

আনারসে হজমকারী এনজাইম ব্রোমেলিনের রয়েছে। প্রদাহ বিরোধী এবং ব্যথা উপশমকারী যৌগ হিসেবেও কাজ করে এটি। অস্টিওআর্থারাইটিসের জয়েন্টের ব্যথা কমাতে সহায়ক আনারস।

আনারসের ব্রোমেলাইন অস্ত্রোপচারের পরে প্রদাহ, ফোলাভাব এবং অস্বস্তি কমাতে পারে।

আনারস খেলে শরীরে প্রচুর পরিমাণে কোলাজেন তৈরি হয়, যা কোষের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আনারসে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি না থাকলেও ম্যাঙ্গানিজের রয়েছে প্রচুর পরিমাণে, যা আমাদের হাড়ের যত্নে দারুণ কাজ দেয়।

31/10/2023

✅এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করূন🥰

🛑৯৯% মানুষই জানে না গ্যাস্ট্রিকের আসল সমাধান !!!

♻️সম্পূর্ন ঘরোয়াভাবেই প্রাকৃতিক উপায়ে আপনার দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যাগুলো একেবারে ভিতর থেকে নির্মূল করুন।
✳️গ্যাস্ট্রিক,
✳️আলসার
✳️ফ্যাটিলিভার
✳️আমাশয়,
✳️কোষ্ঠকাঠিন্য,
✳️আই বি এস।
✳️বমিবমি ভাব
✳️বুক জালাপোড়া করা।
✳️পেট ফেঁপে থাকা।
✳️চুকা ঢেকুর উঠা
✳️পিঠের মেরুদণ্ড ব্যাথা করা।
এছাড়াও গ্যাস্ট্রিকের কারনে যেই ধরনের সমস্যায় ভুগছেন।দীর্ঘদিন ধরে বিভিন্ন ঔষধ খাচ্ছেন কিন্ত এই সমস্যার পার্মানেন্ট কোনো সমাধান পাচ্ছেন না।
✅তাহলে একবার আমাদের এই ভেষজ পাউডারটি সেবন করে দেখুন।আমাদের রোগিদের জরিপ থেকে বলছি। আপনি মাত্র ৩দিন সেবন করার পর থেকে ফলাফল পাওয়া শুরু করবেন।আপনি নিজেই বুজবেন আপনার শরীর কতটা ভালো লাগছে।তাই সমস্যা ভিতরে পুষিয়ে না রেখে বিশ্বাষ করে সেবন করা শুরু করুন।
আমাদের এই ঔষধটি অর্ডার করার জন্য ইনবক্স করুন অথবা কল করুন-
+919933962825
+916291502635

সকালবেলা শুধু ফল খেয়ে কাজে বেরিয়ে যান? ফল স্বাস্থ্যকর ঠিকই, কিন্তু খালি পেটে খাওয়া উচিত নয়। ফলের মধ্যে ফ্রুক্টোজ হিসেবে ...
31/10/2023

সকালবেলা শুধু ফল খেয়ে কাজে বেরিয়ে যান? ফল স্বাস্থ্যকর ঠিকই, কিন্তু খালি পেটে খাওয়া উচিত নয়। ফলের মধ্যে ফ্রুক্টোজ হিসেবে থাকা চিনি লিভারের মধ্যে খারাপ প্রভাব ফেলে। তাই খালি পেটে ফল খাবেন না।

মূলত খালি পেটেই ব্রেকফাস্ট করেন। তাই ব্রেকফাস্টে খাবার চয়নের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। কারণ এমন বেশ কিছু খাবার রয়ে...
31/10/2023

মূলত খালি পেটেই ব্রেকফাস্ট করেন। তাই ব্রেকফাস্টে খাবার চয়নের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। কারণ এমন বেশ কিছু খাবার রয়েছে, যা খালি পেটে খাওয়া একদম উচিত নয়।

উপর আলার লাখো শুকরিয়া আশীর্বাদে আমাদের ঔষধ সেবনে কাস্টমার রা সুস্থ হয়ে উঠছেন এবং আমাদের ধন্যবাদ জানিয়েছেন। খুব ভালো ল...
31/10/2023

উপর আলার লাখো শুকরিয়া আশীর্বাদে আমাদের ঔষধ সেবনে কাস্টমার রা সুস্থ হয়ে উঠছেন এবং আমাদের ধন্যবাদ জানিয়েছেন। খুব ভালো লাগছে আমাদের কাস্টমারদের রিভিউ পেয়ে।🥰🥰🥰

31/10/2023

✅বর্তমান সময়ে গ্যাস্ট্রিক নেই এমন মানুষ খুব কমই পাওয়া যায়। ছোট বড় প্রায় সবাই গ্যাস্ট্রিক সমস্যার সম্মুখীন ।

✅অনেকে এই সমস্যার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে তারপরেও কোনো সমাধান পাচ্ছেন না।

✅আমরা তাদের জন্য নিয়ে এসেছি গ্যাস্ট্রো কিলার ন্যাচারাল পাউডার। মাত্র ৭ দিনেই আপনি পেতে পারেন গ্যাস্ট্রিক সমস্যার সমাধান । এবং এক কোর্স সেবনেই আপনি পান আজীবনের জন্য গ্যাস্ট্রিক থেকে মুক্তি।

✅যাদের জন্য এই গ্যাস্ট্রো শেফা পাউডারটি আমরা প্রস্তুত করেছি:
➡️যাদের প্রচুর গ্যাস্ট্রিক আছে।
➡️বুকে ও পেটে জ্বালাপোড়া
➡️ পেটফাঁপা - ফোলা।
➡️ চুকা ঢেকুর বা টক ঢেকুর উঠে ।
➡️ বদহজম হয়।
➡️ বমি বমি ভাব হয়
➡️ ক্ষুধা মন্দা।
➡️কোষ্ঠকাঠিন্য, টয়লেট করতে গেলে ক্লিয়ার হয় না।
➡️ আলসার এবং
➡️ IBS

✅আমাদের এই গ্যাস্ট্রো কিলার পাউডারে ব্যবহার করেছি ১৭টির অধিক ভেষজ 🌿 উপাদান।

এই গ্যাস্ট্রো কিলার পাউডার টি ১০০% পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।

আমরা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। অর্ডার করতে এখনি যোগাযোগ করুন।

➡️বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঃ +91 99339 62825

ধূমপানের মতোই মদ্যপান নিয়ে সচেতন হওয়া জরুরি। অ্যালকোহল সেবনে আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে পারে, যা এক প্রকার কোল...
31/10/2023

ধূমপানের মতোই মদ্যপান নিয়ে সচেতন হওয়া জরুরি। অ্যালকোহল সেবনে আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে পারে, যা এক প্রকার কোলেস্টেরল। পাশাপাশি লিভারের ক্ষতিও হয়। তাই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে মদ্যপান কমিয়ে ফেলুন।

এইচডিএল বা ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে গেলে এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে ধূমপান ছাড়ুন। ধূমপান কোলেস্টেরলের পা...
30/10/2023

এইচডিএল বা ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে গেলে এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে ধূমপান ছাড়ুন। ধূমপান কোলেস্টেরলের পাশাপাশি দেহে একাধিক রোগ ডেকে আনে। যার মধ্যে ডায়াবেটিস, রক্তচাপ এমনকী ক্যানসারও রয়েছে।

কোলেস্টেরলের মাত্রা বজায় রাখার ক্ষেত্রে ওজনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। উচ্চতা অনুযায়ী আপনার ওজন যদি হাতের মুঠোয় থাকে, তাহল...
30/10/2023

কোলেস্টেরলের মাত্রা বজায় রাখার ক্ষেত্রে ওজনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। উচ্চতা অনুযায়ী আপনার ওজন যদি হাতের মুঠোয় থাকে, তাহলে কোলেস্টেরল নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তাই ওজনকে বাড়তে দেবেন না। ওজন বাড়লে কোলেস্টেরলের পাশাপাশি ডায়াবেটিস, রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বাড়ে।

খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রে শরীরচর্চা জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগব্যায়াম করলে আপনার ভাল কোলেস্টেরলে...
30/10/2023

খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রে শরীরচর্চা জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগব্যায়াম করলে আপনার ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়বে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে সহজে।

29/10/2023

✅গ্যাস্ট্রিকের ঔষধ নিয়মিত খাওয়ার কারনে আমাদের অজান্তেই আমরা কতটা ক্ষতি করছি তা জেনে নিন।

🟢আমাদের প্রায় সকলেরই কিন্ত বুক জালাপোড়া,বদহজম,ঢেকুর উঠা কম বেশি সবারই আছে এবং সমস্যা সমাধানের জন্য আমরা কি করি খুব সহজ বাসার মধ্যে গ্যাস্ট্রিকের ওষধ রেখে দেই।একটু বুক জালাপোড়া করুক,ঢেকুর উঠুক বা বদহজম হোক খেয়ে ফেলি গ্যাস্ট্রিকের ওষধ।।অর্থাৎ নিয়মিত আমাদের অভ্যাসে পরিণত হয়েছে গ্যাস্ট্রিকের ওষধ সেবন করা।

🟢গ্যাস্ট্রিকের ওষধ নিয়মিত সেবন করলে কি হয় আমাদের শরীরে। এটাকি সেবন করা আমাদের জন্য ভালো নাকি দির্ঘদিন যাবত সেবনের ফলে নিজেরাই নিজেদের অজান্তে ক্ষতি করে ফেলছি।

🟢আজকে এই বিষয়ে আপনাদেরকে বলবো।
আজকে আপনাদের বলবো গ্যাস্ট্রিকের ঔষধ নিয়মিত সেবনের কারনে কি কি ক্ষতি হতে পারে।
গ্যাস্ট্রিকের ঔষধ নিয়মিত সেবনের ফলে

✳️অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে।✳️কোষ্ঠকাঠিন্য এবং
✳️ডায়রিয়ার মত সমস্যা তৈরি হয়।
✳️দিন দিন কমে যেতে থাকে রক্তের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম
✳️পাকস্থলীতে ক্যান্সারের মত মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে নিয়মিত ফার্মেসীর গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের ফলে।

✅তাহলে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ন চিরমুক্ত হতে আপনাকে সেবন করতে হবে সম্পূর্ন পাশপ্রতিক্রিয়ামুক্ত কোনো মেডিসিন।
✅আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এমনি প্রডাক্ট এটি সম্পূর্ন ভেষজ পাউডার।যা খেলে আপনার রোগটাকে সম্পূর্ন নির্মূল করবে ভিতর থেকে।
এই ঔষধ সেবনে আপনি মাত্র ৩-৭ দিনের মধ্যেই ফলাফল পাওয়া শুরু করবেন।এটি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ এমনকি গর্ববতী মায়েরাও খেতে পারবে এটার কোনো পার্শপ্রতিক্রিয়া নেই।

🟢আপনারা আমাদের এই ওষধটি সম্পূর্ন ক্যাশঅন ডেলিভারিতে পেয়ে যাবেন।ওষধটি হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন।
অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করুন অথবা কল করুন।
+919933962825
+916291502635

Address

Newtown,Kolkata,West Bengal
Kolkata
700157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram