12/04/2020
ভারতের অর্থনীতিতে করোনার কোপ
নোভেল করোনা ভাইরাসের দাপটে সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে। আমাদের দেশ ও তার ব্যতিক্রম নয়। করোনার ভয়াবহতা আমাদের দেশের অর্থনীতিকে কতটা আঘাত করতে পারে তা আমাদের কল্পনারও অতীত। তার কিছুটা আভাস পেলেও, সেই পরিমাণ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন ভারত কিন্তু এখনও হয়নি। আর যেন সম্মুখীনও না হতে হয়; এটাই আমাদের একমাত্র লক্ষ্য এখন।
আমাদের বিচার অনুযায়ী নভেম্বর 2020 এর পর থেকেই ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। কিন্ত আমাদের সচেতনতার অভাব এবং কিছু ভুল সিদ্ধান্তের জন্য করোনার প্রভাব 2022 বা তার বেশি পর্যন্ত চলতে পারে; এটা আমরা আগেই বলেছিলাম। সেক্ষেত্রে 2024 এর মধ্যবর্তী সময়কাল থেকে ভারতের অর্থনৈতিক অবস্থাতে কিছু শুভ পরিবর্তন আসতে পারে। তবে অর্থনৈতিক অবস্থার সম্পূর্ণ পুনরুদ্ধার বা সবদিক স্থিতিশীল হতে গেলে আমাদের জুন 2027 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আমরা জ্যোতিষ, ঈশ্বর নই। তাই আমাদের ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কিছুটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি; আমরা আমাদের পূর্বাভাসের আগেই যেন সব কিছু কাটিয়ে উঠতে পারি।