23/12/2024
2️⃣0️⃣2️⃣5️⃣
🏆💵 আকর্ষণীয় পুরস্কারের ডালি 💵🏆
🎉 পুরস্কারের বিবরণ 🎉
1️⃣ সকল প্রতিযোগিদের জন্য:
✨ আকর্ষণীয় পার্টিসিপেশন ট্রফি ও মানপত্র।
2️⃣ ক, খ বিভাগ:
🥇 ১ম থেকে ২০তম স্থান পর্যন্ত পুরস্কার ও মানপত্র।
3️⃣ গ, ঘ, ঙ, চ বিভাগ:
🥈 ১ম থেকে ১৫তম স্থান পর্যন্ত পুরস্কার ও মানপত্র।
4️⃣ লিটিল, জুনিয়র, সিনিয়র চ্যাম্পিয়ন:
🏆 আকর্ষণীয় ট্রফি, মানপত্র ও ১৫০০ টাকা। (বালক/বালিকা পৃথকভাবে)
5️⃣ লিটিল, জুনিয়র, সিনিয়র রানার্স আপ:
🏅 আকর্ষণীয় ট্রফি, মানপত্র ও ১০০০ টাকা। (বালক/বালিকা পৃথকভাবে)
6️⃣ বিশেষ সংবর্ধনা:
🎖️ বিচারক মন্ডলী এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা।
🏆💵 *_কোচদের জন্য পুরস্কার_* 💵🏆
1️⃣ ১০ জন প্রতিযোগি অংশগ্রহণকারী সংস্থা:
💰 কোচকে ৪০০ টাকা পুরস্কার।
2️⃣ ২০ জন প্রতিযোগি অংশগ্রহণকারী সংস্থা:
💸 কোচকে ৫০০ টাকা পুরস্কার।
3️⃣ ৩০ জন প্রতিযোগি অংশগ্রহণকারী সংস্থা:
🎒 কোচকে ১০০০ টাকা ও একটি পিঠ ব্যাগ।
4️⃣ ৫০ জন প্রতিযোগি অংশগ্রহণকারী সংস্থা:
🌟 কোচকে ১০০০ টাকা, একটি পিঠ ব্যাগ, ও একটি টিম ট্রফি।
5️⃣ সম্মানীয় কোচ অ্যাওয়ার্ড:
🏅 সকল কোচদের বিশেষ সম্মাননা।
---📱 যোগাযোগ 📱---
📞 প্রতিযোগিতার জন্য: 🧑💻 7719318316 (সুজন আলম)
📞 পর্থ নির্দেশের জন্য: 🛤️ 9126750681 (দেবাশীষ অধিকারী)
📞 রাত্রি থাকা ও আহারের জন্য: 🍽️ 9733488337 (সৌমিত্র গুহ)
---------🚆🚆🚆🚆🚆--------
🚆🚆 যাওয়া ও আসার ট্রেনের সময়সূচী 🚆🚆
📍 হাওড়া ও শিয়ালদা থেকে:
🚊 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস: 13175
🚊 কুলিক এক্সপ্রেস: 13053
🚊 তিস্তা তোর্সা এক্সপ্রেস: 13411
🚊 কামরূপ এক্সপ্রেস: 15959
🚊 রাধিকাপুর এক্সপ্রেস: 13145
🚊 হাটে বাজারে এক্সপ্রেস: 13163
🚊 পদাতিক এক্সপ্রেস: 12377
🚊 কাটিহার এক্সপ্রেস: 13033
📍 অলিপুরদুয়ার, কোচবিহার, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে:
🚂 কাঞ্চনজঙ্ঘা: 13176
🚂 তিস্তা তোর্সা: 13142
🚂 কামরূপ এক্সপ্রেস: 15960
🚂 পদাতিক এক্সপ্রেস: 12378
🚂 ব্রহ্মপুত্র এক্সপ্রেস: 15658