10/10/2025
আমরা সকলেই জানি ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং শারীরিক পরিস্থিতির কারণে তার রোজগার সম্পুর্ন বন্ধ। তার পরিবার এই মুহূর্তে সম্পুর্ন অসহায় ও নিরূপায়। এমতাবস্থায় সকলের কাছে বিনম্র অনুরোধ তার চিকিৎসার জন্য যদি সবাই কিছু কিছু করে আর্থিক সহায়তা তার বা তার পরিবারের হাতে তুলে দিতে পারি তবে একজন মূমুর্ষূ রোগীর সমস্যা কিছুটা লাঘব হয়। সমস্ত জনসাধারণ কে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এই স্ক্যানারে অথবা মোবাইল নম্বরে কিছু আর্থিক সহযোগিতা করতে অনুরোধ করছি। 🙏🙏🙏
ইনি রঞ্জিত শাসমল, গ্রাম+পোস্ট - হাউর, থানা- পাঁশকুড়া, জেলা -পূর্ব মেদিনীপুর বর্তমানে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মুম্বাইতে টাটা মেমোরিয়াল ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন।
Please send your contribution in Gpay or Phone pay on 8170876122.