SchoolH India

SchoolH India Onesce is a Health-Technology Organisation, We are working to deliver health information in easy way

07/11/2023

মহিলাদের রোগের হোমিও ডাক্তারের পরামর্শ
ভিডিও । অডিও কলে ডাক্তারের পরামর্শ নিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য
Call/ WhatsApp wa.me/+918017475118

Painful Menstrual Periods & Cramps | Dysmenorrhea | Homeopathy Medicine
- Dr. Sayantika Sarkar Biswas

এই ভিডিওতে আমি হ্রীতুস্রাবের ব্যথার জন্য কিছু দরকারী হোমিওপ্যাথিক ওষুধের বিষয়ে আলোচনা করেছি।

এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যোগ্য ক্লাসিকাল হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।

06/11/2023

মহিলাদের রোগের হোমিও ডাক্তারের পরামর্শ
ভিডিও । অডিও কলে ডাক্তারের পরামর্শ নিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য
Call/ WhatsApp wa.me/+918017475118

Painful Menstrual Periods & Cramps | Dysmenorrhea | Homeopathy Medicine
- Dr. Sayantika Sarkar Biswas

এই ভিডিওতে আমি useful হ্রীতুস্রাবের ব্যথার জন্য কিছু দরকারী হোমিওপ্যাথিক ওষুধের বিষয়ে আলোচনা করছি, তাদের হ্রীতুস্রাবকালীন মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে অত্যন্ত সমস্যাজনক সমস্যা, ভারত, বাংলাদেশ এবং বিদেশের মহিলাদের বৃহত্তর সুবিধার জন্য।

এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যোগ্য ক্লাসিকাল হোমিওপ্যাথ চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।

08/05/2022
10/04/2022
কোষ্ঠকাঠিন্য হলে অনেকে মাছ মাংস খাওয়া ছেড়ে দেন। এটি শরীরের জন্য ক্ষতিকর। মাছ, মাংস ডিম খান, সাথে প্রচুর শাক এবং কিছু স...
03/04/2022

কোষ্ঠকাঠিন্য হলে অনেকে মাছ মাংস খাওয়া ছেড়ে দেন। এটি শরীরের জন্য ক্ষতিকর। মাছ, মাংস ডিম খান, সাথে প্রচুর শাক এবং কিছু সবজি ( ঢেঁড়স পেঁপে) এবং পানি খান।

31/03/2022

#পিরিয়ড_চলাকালীন_সময়ে_নিচের_চারটি কাজ অবশ্যই বর্জন করুন!
#লজ্জা_নয়, বাঁচতে হলে জানতে হবে

১। পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।
-
২। এইসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে।শ্যাম্পু ব্যবহার এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী
মাথাব্যথার কারণ হতে পারে।
-
৩। এইসময় শশা খাবেন না। কারণ শশার মধ্যে থাকারস পিরিয়ডের রক্তকে জরায়ু প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
৪। এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময়টায় জরায়ু খুব নাজুক থাকে ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতিগ্রস্থ হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জরায়ুতে ঘাঁ অথবা বন্ধ্যাত্বের ঝুঁকি থাকে।
-
গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জরায়ু টিউমার বা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। তাই কুসুম কুসুম গরম জল খাবেন।
-
দয়াকরে এই তথ্যটুকু আপনার স্ত্রী, মা, বোন, কন্যা সকলের কাছে পৌঁছে দিন ৷ আপনার মাধ্যমে যদি একজন নারীও উপকৃত হয় সেটাও পরম পাওয়া।
জরায়ু ক্যান্সার ও বন্ধ্যাত্ব মুক্ত হোক আমাদের মা, বোন ,স্ত্রী ,কন্যা ।

(Shahanara Reba)

সিমেন এনালাইসিস রিপোর্ট (বীর্য পরীক্ষার রিপোর্ট এর বিস্তারিত ঃ ♦নরমাল রিপোর্টে যা থাকে ১) Appearance(দেখতে যেমন)ঃ Whitis...
30/03/2022

সিমেন এনালাইসিস রিপোর্ট (বীর্য পরীক্ষার রিপোর্ট এর বিস্তারিত ঃ
♦নরমাল রিপোর্টে যা থাকে

১) Appearance(দেখতে যেমন)ঃ Whitish to grey (সাদাটে থেকে ধূসর রঙ এর)।

২) Shape(আকার) ঃ
বীর্যের মধ্যে থাকা ১ টি শুক্রাণুর মধ্যে ৩ টি অংশ থাকে। মাথা, শরীর এবং লেজ। ৩০% শুক্রাণুর শারিরীক এই গঠনে এবনরমালিটি থাকলে তা স্ত্রীর ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবেনা।

৩)Motility/Movement (শুক্রাণুর নড়াচড়া করার অবস্থা /গতি) ঃ
৫০ % শুক্রাণুর মধ্যে স্বাভাবিক নড়াচড়া থাকতে হবে।

৪) PH ঃ বীর্যের পিএইচ এর মাত্রা ৭.২-৭.৮ থাকতে হবে। ৮ এর বেশি হলে ইনফেকশন নির্দেশ করবে।

৫)Volume (বীর্যের পরিমাণ) ঃ ২ মিলি বা তার বেশি হবে।এই পরিমাণের কম বেশি হলে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণও কম বেশি হবে।

৬)Sperm count (শুক্রাণুর সংখ্যা) ঃ ২০-২০০ মিলিয়ন শুক্রাণু প্রতি মিলি লিটার বীর্যের মধ্যে থাকতে হবে।

৭)Viability (কার্যকরতা/কত পারসেন্ট শুক্রাণু কার্যক্ষম) ঃ
৭৫% অথবা তার বেশি Viable /কার্যক্ষম হতে হবে।

♦এবনরমাল রিপোর্ট এর কমেন্ট ঃ

১)Aspermia (অ্যাস্পার্মিয়া)
--বীর্যই তৈরি হয়না।

২)Azoospermia (অ্যাজুস্পার্মিয়া)
--বীর্য আছে কিন্তু এর ভেতর শুক্রাণু নাই।

৩) Oligospermia (অলিগোস্পার্মিয়া)
---শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিতে ২০ মিলিয়ন এর কম।

৪) Polyzospermia (পলিজুস্পার্মিয়া)
---শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিতে ৩৫০ মিলিয়ন এর বেশি।

৫)Asthenozospermia (অ্যাস্থেনোজুস্পার্মিয়া)
----৫০% এর কম শুক্রাণুর মধ্যে স্বাভাবিক মুভমেন্ট/নড়াচড়া আছে।

৬)Teratozospermia (টেরাটোজুস্পার্মিয়া)
----৭০% এর বেশি শুক্রাণুর শারিরীক গঠন অস্বাভাবিক।

৭)Nacrozospermia (নেক্রোজুস্পার্মিয়া)
----মৃত শুক্রাণু

৮)Oligoasthenozospermia (অলিগোঅ্যাস্থেনোজুস্পার্মিয়া)
---স্বাভাবিক সংখ্যক শুক্রাণুর স্বাভাবিক নড়াচড়া নাই এবং একই সাথে শুক্রাণুর সংখ্যাও কম।

Dr.Israt Jahan
MBBS,CCD(Birdem),
PGT(Gynae and Obs),
CMU(Ultrasonography)

23/03/2022
HOMEOPATHY ... FOR WOMEN 🙋 As menstruation approaches, most women experience the notorious premenstrual syndrome (PMS) a...
23/03/2022

HOMEOPATHY ... FOR WOMEN 🙋
As menstruation approaches, most women experience the notorious premenstrual syndrome (PMS) and its host of physical and psychological symptoms ⚡

Caused by hormonal changes, headaches appear as one of the most common symptoms 🤯

Homeopathy can help provide relief. A health professional will know how to target your symptoms, do not hesitate to ask for advice 👨‍⚕️👩‍⚕️

22/03/2022

HEALTH CAMP BY BHMCH ASANSOL

Address

Godrej Waterside, 12th Floor, Tower II, DP-5, DP Block, Sector V, Bidhannagar
Kolkata
700091

Opening Hours

Monday 8am - 4pm
Tuesday 8am - 4pm
Wednesday 8am - 4pm
Thursday 8am - 4pm
Friday 8am - 4pm
Saturday 10am - 2pm

Telephone

+918017475118

Website

Alerts

Be the first to know and let us send you an email when SchoolH India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram