15/09/2025
টাইপ ২ ডায়াবেটিস: নীরব ঘাতক
টাইপ ২ ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং ধীরে ধীরে শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। এটি এক ধরনের নীরব ঘাতক, যা সময়মতো নিয়ন্ত্রণ না করলে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।
🧠 মস্তিষ্ক: স্ট্রোক ও স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি বাড়ায়।
👁️ চোখ: রেটিনার ক্ষতি, ঝাপসা দেখা এমনকি অন্ধত্বের সম্ভাবনা তৈরি করে।
❤️ হৃদপিণ্ড: ধমনী শক্ত হয়ে হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।
🩹 ত্বক ও ফুসফুস: ক্ষত শুকাতে দেরি হয়, সহজেই সংক্রমণ দেখা দেয়।
🍽️ পরিপাকতন্ত্র: খাবার হজমে দেরি হয়, দেখা দেয় অস্বস্তি।
🩸 কিডনি: নেফ্রোপ্যাথি ও কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে।
🦶 স্নায়ু ও পা: অসাড়তা, জ্বালা, আলসার এমনকি অঙ্গ কেটে ফেলার পরিস্থিতি তৈরি হতে পারে।
👉 তাই ডায়াবেটিসকে অবহেলা না করে শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখা জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তিই পারে আপনাকে জটিলতা থেকে বাঁচাতে।
📞 আমাদের স্পেশালাইজড বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে কল করুন: ৯১-৯৯৩৩৪১৩২১৯
(প্রতিদিন সকাল ১০ টা - রাত ৯ টা)
📲