27/09/2018
"অতিথি" তিথি ছাড়াই আগমন, খুশিতে যে ভরে মন, কুশলতার খবর নিয়ে এগিয়ে দেয় বসার আসন, সকাল সকাল বাজারে যায় করতে হবে আপ্যায়ন | আবার সাহায্য যদি পেতে হয়, শ্রদ্ধা ভক্তির অভাব না রয় | এমনি ভাবে কাটে যে দিন, মন আশায় নাচে তা ধিন্ ধিন্ | অল্প দিনের পরে সেথায়, আসতে হবে আসল কথায়, গিন্নি বলে ছাড় বাহানা বলে ফেল আসল বায়না | জুটিয়ে সাহস মনের মাঝে, সস্নেহে সে বসল কাছে , মনে মনে মা কে করল স্মরন, শক্তি দাও মা আমায় এখন, পিশেমশাই আপনি আমার, ভরাই থাকে আপনার খামার, গত বছরের বৃষ্টি টাতে, ফসল আমার ধূলিসাতে, কষ্টে আছি ভীষন এবার, দয়া যদি করেন একবার | চুপটি করে আছেন তিনি, তবে কি তিনি কিছু শুনেন নি? দ্বিতীয় বার বলতে ভারী, মাঠে যেতে হবে তাড়াতাড়ি, গিন্নি বলে খোঁচা দিয়ে, আর একবার বল গিয়ে, হল না বলা না শুনা কথা, অনুভব করে অসহ্য ব্যাথা | একদিন যায়, দুই দিন যায়, ক্ষেপে ওঠে গিন্নি অতিথি সেবায়, বিহিত একটা কর তাড়াতাড়ি নইলে যাব আমি বাপের বাড়ী | হেঁসে বলে বুড়ো অতিথি অবশেষে, যা কিছু আছে সব তোমাদেরই যে সে, আনন্দে মুখর হল পরিবার, অতিথি ভগবান পরিচয় তার... | .....নবকুমার