27/12/2025
মাত্র ১৫ বছর বয়স। ফুটবল খেলতে গিয়েই জীবনে এল বড় পরিবর্তন।
বোলপুরের ফারুক মোল্লা, বয়স মাত্র ১৫ বছর। ফুটবল খেলতে গিয়ে চোট পায় সে। ব্যথা না কমায় পরীক্ষা করানো হলে জানা যায় তার L4, L5 ও S1 স্পাইনে সমস্যা হয়েছে—যা এই বয়সে খুবই চিন্তার বিষয়।
সঠিক পরীক্ষা-নিরীক্ষার পর ডা. হার্দিক রাজ্যগুরু স্পাইন সার্জারির পরামর্শ দেন।
অল্প বয়সে স্পাইন অপারেশনের কথা শুনে পরিবার দুশ্চিন্তায় পড়ে গেলেও, ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা পাওয়ায় তারা সাহস পায়।
সফল অস্ত্রোপচারের পর আজ ফারুক পুরোপুরি সুস্থ।
ব্যথামুক্ত।
আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
এটা শুধু চিকিৎসার গল্প নয়—
এটা সময়মতো চিকিৎসা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা আর স্বাস্থ সাথী কার্ডের সহায়তায় এক নতুন জীবনের গল্প।
24*7 Spine Helpline : 9721 108 108