Bologna Bangladeshi Community

Bologna Bangladeshi Community Bologna is the largest city of Emilia-Romagna Region in Northern Italy. Welcome to Our Community

Bologna is the seventh most populated city in Italy, located in the heart of a metropolitan area of about one million. The city, the first settlements of which date back to at least 1000 BC, has always been an important urban centre, first under the Etruscans (Velzna/Felsina) and the Celts, then under the Romans (Bononia), then again in the Middle Ages, as a free municipality (for one century it was the fifth largest European city based on population). Home to the oldest university in the world, University of Bologna, founded in 1088, Bologna hosts thousands of students who enrich the social and cultural life of the city. Famous for its towers and lengthy porticoes, Bologna has a well-preserved historical centre (one of the largest in Italy) thanks to a careful restoration and conservation policy which began at the end of the 1970s, on the heels of serious damage done by the urban demolition at the end of the 19th century as well as that caused by wars.

চলতি বছরে ১৮ হাজার বাংলাদেশী অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোন...
10/11/2025

চলতি বছরে ১৮ হাজার বাংলাদেশী অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

একইসঙ্গে চলতি বছরে ৯ হাজার বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়ার তথ্য জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, প্রায় প্রতিদিনই বাংলাদেশীরা অবৈধ পথে পাড়ি দিয়ে আসছে।

তাদের অনেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে বৈধ কাগজপত্র বা যৌক্তিক কারণ থাকে না।

তিনি আরো বলেন, বাংলাদেশের পাবলিক ডকুমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক সময় সরকারি দপ্তর থাকে ইস্যু করা দলিলও যাচাইয়ে ভুল তথ্যের প্রমাণ মেলে।

এতে কনস্যুলার সেবা প্রদানে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।

রাষ্ট্রদূত জানান, ইতালি অভিবাসন বিষয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী। তবে অভিবাসন হতে হবে বৈধ পথে।

অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভিসা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, চলতি বছরে ইতালি ৯ হাজার বাংলাদেশীকে ভিসা দিয়েছে।

এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩০ জনে দাঁড়িয়েছে, যেখানে আগে গড়ে শতাধিক শিক্ষার্থী ভিসা পেত।

সূত্র: বণিক বার্তা

আলহামদুলিল্লাহ, আজ রোজ রবিবার ০৯/১১/২০২৫ তৃতীয়বারের মতো বোলোনিয়া  মুসলিম সেন্টারে সম্পন্ন হল একটি সুন্দর ইসলামি  অনুষ্ঠ...
09/11/2025

আলহামদুলিল্লাহ, আজ রোজ রবিবার ০৯/১১/২০২৫ তৃতীয়বারের মতো বোলোনিয়া মুসলিম সেন্টারে সম্পন্ন হল একটি সুন্দর ইসলামি অনুষ্ঠান।
ধন্যবাদ জানাই সবাইকে, যারা এতটা ব্যস্ততার মাঝে ইসলামের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। আরো ধন্যবাদ জানাই এই আয়োজনের উদ্যোক্তাদের কে, যারা ইসলামকে আমাদের মাঝে প্রচার করার জন্য এত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ❤️

আহারে জীবন  হায়াত, রিজিক সব উপরওয়ালার তরফ থেকে ফিক্স করা। লিসবনে আমাদের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশী ভাই বাজার করে বাসাও ...
08/11/2025

আহারে জীবন হায়াত, রিজিক সব উপরওয়ালার তরফ থেকে ফিক্স করা। লিসবনে আমাদের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশী ভাই বাজার করে বাসাও যেতে পারেনি এক্সিডেন্টে করে গুরুতর আহত হয়ে আজকে হসপিটালে মারা গেছেন।

আল্লাহ ওনার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন।

05/11/2025

বর্গ পানি গালে Scala fermata আশে পাসে
দুইটা সিট খালি আছে, ডকুমেন্ট দেওয়া হবে না যারা আগ্রহী থাকে, তারা ইনবক্সে নক করবেন

04/11/2025

সুদানের এক মা তর সন্তানের জন্য সাহায্য চাচ্ছে
বলছে হে দুনিয়ার মানুষ আমাদের সাহায্য করু আমার বাচ্চাদের বাচান

সবাই আসার চেষ্টা করবেন বোলোনিয়া মুসলিম সেন্টার মসজিদে, এটা কোন দলীয় না এটা কোন রাজনৈতিক না, কোন সংগঠন না,,  ইসলামিক আলো...
03/11/2025

সবাই আসার চেষ্টা করবেন বোলোনিয়া মুসলিম সেন্টার মসজিদে, এটা কোন দলীয় না এটা কোন রাজনৈতিক না, কোন সংগঠন না,, ইসলামিক আলোচনা হবে, ৯..১১..২০২৫..রবিবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত।।
কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যয় করি, কিছু সময় আল্লাহর কাজে ব্যয় করলে আল্লাহ খুশি হবেন।, ধন্যবাদ সবাইকে আসার অনুরোধ রইলো,

আসসালামু আলাইকুম ।Via Gabriele D'Annunzio Zona Pilastro সিঙ্গেল ফ্যামিলির জন্য ১টি রুম ভাড়া দেওয়া হবে ।সকল প্রকারের ডক...
02/11/2025

আসসালামু আলাইকুম ।
Via Gabriele D'Annunzio Zona Pilastro
সিঙ্গেল ফ্যামিলির জন্য ১টি রুম ভাড়া দেওয়া হবে ।
সকল প্রকারের ডকুমেন্ট দেওয়া হবে বাসায় উঠার ২ হতে ৩ মাস পর ।
আপনাদের মধ্যে কেউ আগ্রহী থাকলে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ।
মোবাইল নাম্বার : +39 327 332 9197
ধন্যবাদ ।

রোম শহরের Torpignattara বাসে আ*গুনআজ সকালে  রোম এ Torpignattara তে  Bus 557 এ আগুন লাগে। তথ্য সূত্রে জানা যায়একজন যাত্র...
30/10/2025

রোম শহরের Torpignattara বাসে আ*গুন
আজ সকালে রোম এ Torpignattara তে Bus 557 এ আগুন লাগে। তথ্য সূত্রে জানা যায়
একজন যাত্রী Monopattini নিয়ে বাসে উঠে। সেই মনোপাত্তিনিয থেকে আগুন লেগে যায়।
হতে পারে ব্যাটারির থেকে এই ঘটনাটি ঘটে, পরবর্তীতে বাসে আগুনে বাস পুড়ে ছাই।
আল্লাহর রহমতে বাসের সকল যাত্রী সুস্থভাবে বাস থেকে নামতে পেরেছে।
তাই সকলে সাবধানে চলাফেরা করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। (collected)

আসসালামু আলাইকুম।নব নির্বাচিত বাংলাদেশ কমিউনিটি অব বলোনিয়া ওয়েস্ট ইতালির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন।
26/10/2025

আসসালামু আলাইকুম।নব নির্বাচিত বাংলাদেশ কমিউনিটি অব বলোনিয়া ওয়েস্ট ইতালির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আসসালামুআলাইকুম। আগামী ২৫ অক্টোবর ২০২৫ বাংলাদেশ কমিউনিটি অফ বোলনিয়া ওয়েস্ট ইতালি 🇮🇹 এর উদ্যোগ এ অভিষেক ও সাংস্কৃতিক ও ন...
24/10/2025

আসসালামুআলাইকুম। আগামী ২৫ অক্টোবর ২০২৫ বাংলাদেশ কমিউনিটি অফ বোলনিয়া ওয়েস্ট ইতালি 🇮🇹 এর উদ্যোগ এ অভিষেক ও সাংস্কৃতিক ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত । ধন্যবাদ!

19/10/2025

Indirizzo

Bologna

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Bologna Bangladeshi Community pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram