10/11/2025
চলতি বছরে ১৮ হাজার বাংলাদেশী অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি প্রবেশ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
একইসঙ্গে চলতি বছরে ৯ হাজার বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়ার তথ্য জানিয়েছেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, প্রায় প্রতিদিনই বাংলাদেশীরা অবৈধ পথে পাড়ি দিয়ে আসছে।
তাদের অনেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে বৈধ কাগজপত্র বা যৌক্তিক কারণ থাকে না।
তিনি আরো বলেন, বাংলাদেশের পাবলিক ডকুমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক সময় সরকারি দপ্তর থাকে ইস্যু করা দলিলও যাচাইয়ে ভুল তথ্যের প্রমাণ মেলে।
এতে কনস্যুলার সেবা প্রদানে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।
রাষ্ট্রদূত জানান, ইতালি অভিবাসন বিষয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী। তবে অভিবাসন হতে হবে বৈধ পথে।
অবৈধ অভিবাসনের কারণে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভিসা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, চলতি বছরে ইতালি ৯ হাজার বাংলাদেশীকে ভিসা দিয়েছে।
এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৩০ জনে দাঁড়িয়েছে, যেখানে আগে গড়ে শতাধিক শিক্ষার্থী ভিসা পেত।
সূত্র: বণিক বার্তা