Mohammad ARIF MD; Ph D; FRCPCh; FRCP

Mohammad ARIF MD; Ph D; FRCPCh; FRCP শিশু ও জেনেটিক রোগ বিশেষজ্ঞ

26/10/2025

নিজেকে হারিয়ে না ফেলে নার্সিসিস্টদের সামলানোর উপায়

05/10/2025

স্বার্থপর বা নার্সিসিস্টদের সাথে কীভাবে আচরণ করবেন? 🧠 ১১টি বুদ্ধিদীপ্ত উপায়

03/09/2025

নার্সিসিস্টদের সাথে কীভাবে আচরণ করবেন? 🧠 ১১টি বুদ্ধিদীপ্ত উপায়

30/08/2025

চুপ থাকার মধ্যে ও আছে প্রভূত কল্যাণ…

24/08/2025

আপনার চারপাশে কি এমন কেউ আছে—যে সবসময় প্রশংসা চায়, সমালোচনায় ভেঙে পড়ে, আর নিজেকে সবার থেকে বড় ভাবে?
👉 মনোবিজ্ঞান বলছে, এগুলো হতে পারে নার্সিসিস্টিক বৈশিষ্ট্য।

💡 আজকের ভিডিওতে জানুন ৬টি বৈজ্ঞানিক লক্ষণ যা আপনাকে সাহায্য করবে মানুষকে নতুনভাবে বুঝতে।

17/08/2025

Brutal honesty থেকে Hyperfocus পর্যন্ত—নিজেকে নতুন চোখে দেখতে চান?

🎥 পুরো ভিডিওটা দেখুন
👉 আপনি আসলে “রূঢ়” নাকি স্মার্ট কিন্তু ভুল বোঝা মানুষ?

14/08/2025

🧠🧊 “মনুষ্যত্ব নাই!”—আমরা অনেকেই এমন কথা শুনি…

কেউ যদি যুক্তি দিয়ে কথা বলেন, আবেগ না দেখান…
কিংবা একা সময় কাটাতে ভালোবাসেন—তাদের নিয়ে অনেক ভুল ধারণা হয়!

⛔ সমাজ বলে: “এরা ঠাণ্ডা মেজাজের”, “অসামাজিক” বা “অহংকারী”।

✅ কিন্তু Clinical Psychology বলছে—এগুলো উচ্চ বুদ্ধিমত্তার শেষ দুইটি লক্ষণ হতে পারে!

📌 ক্লিপ ৪-এ থাকছে শেষ ২টি mind-blowing সাইন:
🔟 যুক্তিকে আবেগের চেয়ে প্রাধান্য দেওয়া
🔟 একা থাকতে ভালোবাসা (Solitude = Focus)

🎓 Stanford University ও Mayo Clinic-এর রিসার্চে প্রমাণ—এই আচরণগুলো emotionally intelligent ও problem-solving thinkers-দের মাঝে দেখা যায়।

🎯 যারা সবসময় সবার সঙ্গে মিশে থাকতে পারেন না, বা সবাইকে খুশি রাখতে চান না—তারা অনেক সময় সবচেয়ে গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন হন।

12/08/2025

💬 চুপচাপ? রসিক? নাকি বেয়াদব? 🧠

সবার মতো গল্পে মেতে উঠেন না? রসবোধ একটু তীক্ষ্ণ? বসের কথাও মাঝে মাঝে চ্যালেঞ্জ করেন?

⛔ অনেকে ভাবেন আপনি অহংকারী, রুড, বা “team player” না।

✅ অথচ গবেষণা বলছে—এই আচরণগুলো deep thinkers বা critical minds-দের মধ্যেই বেশি দেখা যায়।

📌 ক্লিপ ৩-তে থাকছে পরবর্তী ৩টি সাইন—
৭. হালকা আলাপে আগ্রহ নেই
৮. তীক্ষ্ণ/শুষ্ক রসবোধ (dry wit)
৯. বস বা authority-র কথা চ্যালেঞ্জ করে ফেলা

🎓 University of Cambridge, APA (American Psychological Association), ও Oxford Mind Lab-এর গবেষণা অনুযায়ী—এই আচরণগুলো অনেক সময় high intelligence এবং self-awareness এর ইঙ্গিত দেয়।

🔍 আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন হন—জেনে রাখুন, এটা অভদ্রতা নয়, এটা ভিন্ন মাত্রার চিন্তা!

🎬 পুরো ভিডিওতে রয়েছে এমন ১১টি দারুণ লক্ষণ:
👉 https://youtu.be/tLQyO9bg_WM?si=S-4BfQXvK4VUa9iq

09/08/2025

🧠💡 বুদ্ধিমান? নাকি বিরক্তিকর?কারো ভুল ঠিক করে দেন? গভীর চিন্তায় হারিয়ে যান? নাকি একটু বেশি প্রশ্ন করেন?
⛔ অনেকেই এসবকে “অসামাজিক” বা “অভদ্রতা” ভাবেন।
✅ কিন্তু মনোবিজ্ঞান বলছে—এগুলো উচ্চ বুদ্ধিমত্তারই লক্ষণ!
📌 ক্লিপ ২-তে থাকছে পরবর্তী ৩টি বৈজ্ঞানিক বৈশিষ্ট্য—

৪. অন্যের ভুল ঠিক করা
৫. গভীর চিন্তায় হারিয়ে যাওয়া (Hyperfocus)
৬. প্রশ্নে প্রশ্নে ভরিয়ে দেওয়া

🎓 Harvard, Yale এবং Clinical Psychology এর রিসার্চে প্রমাণ—এই আচরণগুলো deep thinkers ও problem solvers দের মধ্যে বেশি দেখা যায়।🔍 যদি আপনার আশেপাশে এমন কেউ থাকেন, একটু ভিন্ন চোখে দেখুন—তারা শুধু “রুড” না, হতে পারে extraordinary mind!
🎬 পুরো ভিডিওতে রয়েছে এমন ১১টি আশ্চর্যজনক লক্ষণ:👉 https://youtu.be/tLQyO9bg_WM?si=S-4BfQXvK4VUa9iq

Can’t wait 🥰❤️😍
08/08/2025

Can’t wait 🥰❤️😍

住所

Ibaraki-shi, Osaka

アラート

Mohammad ARIF MD; Ph D; FRCPCh; FRCPがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その診療所に問い合わせをする

Mohammad ARIF MD; Ph D; FRCPCh; FRCPにメッセージを送信:

共有する

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

カテゴリー