Dr Sohel & Associates

Dr Sohel & Associates For the development of the country and its people

We Provide a Complete Solution of Ph.D. Thesis Writing Services for Every Ph.D. Candidate with:A topic solution to achie...
24/08/2023

We Provide a Complete Solution of Ph.D. Thesis Writing Services
for Every Ph.D. Candidate with:

A topic solution to achieve success
Synopsis (In the form of research proposal)

09/08/2023

We Provide a Complete Solution of Ph.D. Thesis Writing Services
for Every Ph.D. Candidate with:

A topic solution to achieve success
Synopsis (In the form of research proposal)
Best Thesis help
Data Collection and Data Analyses
Research Paper
Research Paper Published in Reputed International Journal
Software Based Project implementation – Online Guidance
Prepare presentation for International Conference

15/06/2020

"Prophet Muhammad ﷺ said: " The poor will enter Paradise before the rich. After he paused he added,
"Oh A'isha, never turn a needy person away from your door.
Give them something, though it may be only a piece of date. Respect the poor and love them in spite of the property. If you bring the poor and needy close to you Allah will bring you closer to Himself."
~ Al Tirmidhi

28/03/2020

*COVID-19; THE TEN FINANCIAL ADVICE.*
1. Put all Projects on Hold for now, such as Building Project or any other ongoing Project.

2. Get enough food in the house.

3. Don't rush to invest your money in anything at the moment, wait till everything calms down.

4. Reduce your movement to and Fro as Much as Possible. Not a time to Pay for Visa application/Processing to any country.

5. Avoid rushing to buy material things such as clothes, shoes, bags, etc. Let your priority at the moment be the essential and Unavoidable expenses.

6. Subscribe to your DSTV, Gotv or any other cable Tv to keep your Family 👪 busy and make the home more accommodating.

7. Financial demands will increase from Friends and Family this period, Make sure you do not do more than you can so you don't go stranded.

8. Hold unto enough Money as much as Possible in your Bank Account.

9. This isn't the Best time to Change Accommodation, Try as much as possible to wait till this is Over.

10. Reach out to less Privileged around you in your own little way..... (social distancing very important).







Opamini's Facebook timeline!

14/01/2020

নামাযের পর কিছু প্রয়োজনীয় আমল👑
১)রাসূলুল্লাহ সাঃ প্রত্যেক ফরয নামায শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ বলতেন।
[মুসলিম, ১২২২]
২) তারপর “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম” – এটি পরতেন ।[মুসলিম, ১২২১]
৩) সুবহা-নাল্লা-হ (৩৩ বার) । আলহাম্দুলিল্লা-হ (৩৩ বার) ।
আল্লাহু-আকবার (৩৩ বার) ।
(লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বদীর”) (১ বার) ।এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়।)
[মুসলিম, ১২৪০]
4) আয়াতুল কুরসী (সূরা বাক্বারা আয়াত-২৫৫) ১ বার পড়া।
ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোন দূরত্ব থাকেনা।
[নাসাঈ]
(৫) ﺃﻟﻠﻬﻢ ﺃﺟﺮﻧﻲ ﻣﻦ ﺍﻟﻨﺎﺭ "আল্লাহুম্মা আজিরনী মিনান নার" ৭
বার, ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে
আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।
(৬) সূরা ইখলাস, ফালাক্ব ও সূরা নাস, প্রত্যেকটি ৩ বার
করে, ফজর ও মাগরিবের পর। রাসূল (সা.) বলেন, সকাল-
সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।
(৭) দরুদ শরীফ ১০ বার, ফজর ও মাগরিবের পর। কেয়ামতের
দিন রাসূলের শাফা'আত লাভ করবে।
(৮) ﺭﺿﻴﺖ ﺑﺎﻟﻠﻪ ﺭﺑﺎ ﻭﺑﺎﻹﺳﻼﻡ ﺩﻳﻨﺎ ﻭﺑﻤﺤﻤﺪ ﻧﺒﻴﺎ ("রাদ্বীতু বিল্লাহি
রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা") ৩ বার, ফজর ও মাগরিবের পর। রাসূলুল্লাহ (সা.)
হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন।
(৯)রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ».
(সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী)
তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫; মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১
সংগৃহীত

12/01/2020

যে সাবজেক্টটা কঠিন বলে, তুমি ফেল করেছ। সেই একই সাবজেক্টে, তোমার ক্লাসের অর্ধেকের বেশি পোলাপান ৬০ এর উপরে মার্কস পেয়েছে। যে বৃষ্টির কারণে, যে ঠাণ্ডার ভয়ে তুমি ঘর থেকে বের হওনি। সেই একই বৃষ্টিতে ভিজে, একই ঠাণ্ডায় কেপে কেপে, রিক্সাওয়ালারা ঠিকই সংসার চালানোর টাকা কামিয়ে ঘরে ফিরেছে। যে শহরে ঘুষ, অনিয়ম আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিজনেসে নামার স্বপ্নটা মাটি চাপা দিয়ে রেখেছো। সেই একই শহরে তোমার পাশের ফ্ল্যাটের একজন, ব্যবসায় নেমে ঠিকই এগিয়ে গেছে। সো, সমস্যাটা আমলাতান্ত্রিক জটিলতা, শীতের ঠাণ্ডা কিংবা
সাবজেক্ট কঠিন হওয়ার মধ্যে না। সমস্যাটা তোমার মধ্যে। তবে সে সমস্যাটা তোমার স্বপ্ন, সাহস, চেষ্টার কমতি বা সময়ের অভাবের মধ্যে না।

শোন যে সিগারেট ছাড়তে চায়, সে সিগারেট ছাড়তে পারে না। যে সামনের সেমিস্টারে দুনিয়া উল্টায় ফেলতে চায়, সে সেই সেমিস্টারেও আগের সেমিস্টারের মতো লাড্ডু মারে। তাই সিগারেট ছাড়ার স্বপ্ন বাদ দিয়ে, আজকে দুপুরে লাঞ্চ শেষ করে সাথে সাথে সিগারেট না ধরিয়ে, ৫ মিনিট পরে সিগারেট জ্বালানোর টার্গেট সেট করতে হবে। পরেরদিন ঠিক একই কাজ করার চেষ্টা করতে হবে। পুরা সেমিস্টার পড়ে তাল গাছে উঠে যাওয়ার চিন্তা না করে, ক্লাস লেকচার শেষ হওয়ার সাথে সাথে, ক্লাস লেকচারের একটা টপিক নিয়ে ৫ মিনিট বসে বসে বুঝার চেষ্টা করতে হবে।

কেউ যুদ্ধ জয় করে না, একজন একজন করে শত্রুপক্ষের সৈন্যকে পরাজিত করে। কেউ সাগর পাড়ি দেয় না, বৈঠা মেরে মেরে, ইঞ্চি ইঞ্চি করে সামনে এগুতে থাকে। কেউ বিশ্ব সেরা খেলোয়াড় হয় না, একটার পর একটা ম্যাচে, দুই- একটা করে গোল করতে থাকে। সফলতা কোন লটারি না। জন্মদিনে প্রেমিকার উপহারও না। সফলতা হচ্ছে- কনসিসটেন্সি (ধারাবাহিকতা)। এই কনসিসটেন্সি, রেজাল্ট বা আউটকামের কনসিসটেন্সি না। এইটা চেষ্টার কনসিসটেন্সি। লেগে থাকার কনসিসটেন্সি।
মানুষের চেষ্টা হচ্ছে পানির মতো। চান্স পাইলেই গড়িয়ে নিচে নেমে যাবে। রিলাক্স করার কোন পাত্র পাইলে, সেই পাত্রের আকার ধারণ করবে। আরো বেশি চান্স পাইলে, নদীর স্রোতের সাথে ভেসে ভেসে প্রশান্ত মহাসাগরে নিয়ে তোমারে ডুবাবে। তাই রিলাক্স হইও না। লম্বা টার্গেট সেট করো না। বরং নেক্সট স্টেপের দিকে তাকাও। ছোট স্টেপটাই নিয়মিত দিতে থাকো। দেখবা, ছোট ছোট স্টেপ, পানির পাম্পের মতো তোমার চেষ্টার পানিকে একটু একটু করে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এই একটু একটু করে এগিয়ে যেতে থাকলেই, একসময় পাহাড়ের চূড়া এসে তোমার
পায়ের নিচে শিস বাজাবে।
পারবা, তুমি অবশ্যই পারবা।
#সংগ্রহীত।

01/01/2020
10/12/2019

"দুনিয়া ও নফসের কামনা থেকে দূরে সরে যাওয়া হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্বের কারন।"

-- আবু মোঃ মোমতীয়েশ (রহঃ)

27/11/2019

মুমিনের আলামত ৩টি-
> সালাত পড়া।> রাত জেগে ইবাদত করা।> দান-খয়রাত করা।

মুনাফিকের আলামত ৩টি-
> মানুষের সামনে মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা।> একা একা নামাজ আদায়ে অমনোযোগী হওয়া এবং তড়িগড়ি করা।> মজলিসে আল্লাহকে স্মরণ করলেও নির্জনে তার রবকে ভুলে যায়।

জালেম অত্যাচারির আলামত ৩টি-
> শক্তি বা ক্ষমতা দিয়ে দুর্বলের ওপর কর্তৃত্ব করা।> জোর করে মানুষের সম্পদ ছিনিয়ে নেয়া।> খাদ্যদ্রব্যে হালাল-হারামের পার্থাক্য না করা।

হিংসুকের আলামত ৩টি-
> সামনে চাটুকারীতা করা।> পেছনে গিবত করা।> মানুষের দুঃখে আনন্দিত হওয়া।

মুনাফিকের আলামত ৩টি-
> মিথ্যা বলা।> ওয়াদা ভঙ্গ করা।> আমানতের খেয়ানত করা।

অলসের আলামত ৩টি-
> আল্লাহর ইবাদতে অলসতা করা।> নামাজ এত বিলম্বে আদায় করা যে, তাতে নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়।> অপচয় ও ত্রুটি করা।

জ্ঞানীর আলামত ৩টি-
> দুনিয়াকে তুচ্ছ মনে করা।> সহিষ্ণু তথা ক্ষমাশীল বা কোমল হৃদয় হওয়া।> বিপদাপদে ধৈর্য ধারণ করা।

ধৈর্যশীলদের আলামত ৩টি-
> সম্পর্ক ছিন্নকারীর সঙ্গ সম্পর্ক রক্ষা করা।> বঞ্চিতকারীকে দান করা। অর্থাৎ যে তাকে বঞ্চিত করে সে তাকে দান করবে।> অত্যাচারীকে অভিশাপ না দেয়া।

Address

Kuala Lampur

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sohel & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sohel & Associates:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram