10/29/2025
আপনার শিশুকে কি খাওয়াচ্ছেন.??
ক্যামিক্যাল জাতীয় খাবার?আর সঠিক পুষ্টির জন্য কি দিচ্ছেন??
এক্সিলেন্ট বেবী লাইফ
উপাদান :প্রোটিন,ওমোগা ৩ , পেস্তা বাদাম ,ও কাঠ বাদাম ,আখরোট ,মোনাক্কা,আলুবোখারা ,কিশমিশ ও বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান সমৃদ্ধ ৷
কার্যকারিতা
১. ভিটামিন বি৬ ,স্মায়ুবিক দুর্বলতা ত্বকের সমস্যা সমাধান করে ৷
২. বয়ঃস্বন্ধি কালে ( মাংসপেশির দুর্বলতা , চোখের সমস্যা ) লুটেন নামক আন্টি- অক্সিডেন্ট বিশেষ ভূমিকা রাখে ৷
৩. প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকার্ঠিন্য দূর করে লিপিডের মাত্রা বৃদ্ধি করে ৷
৪. পর্যাপ্ত পরিমান ফসফরাস ,পটাসিয়াম,কপার,ম্যাগনেসিয়ামের উৎস ৷
৫. আখরোট ত্বকের জন্য ক্ষতিকারক কোষকে ধ্বংস করে
৬. আন্টি-অক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড বিভিন্ন রোগের প্রতিরোধ সহায়তা করে ৷
৭. মনযোগহীনতা দূর হয় ,ও স্মরন শক্তি বৃদ্ধি পায় ত্রবং উদ্রতা কমে যায় ৷
৮. উচ্চমাত্রার ক্যালরি থাকায় ওজন ব্যালেন্স করে ,হৃদরোগের ঝুকিঁ কমায়
আমি কাজ করছি
ক্ষতিকর ক্যামিক্যাল মুক্ত
কসমেটিকস,ফুড,মসলা,কনজিউমার পন্য নিয়ে
সম্পুর্ন দেশি পন্য