12/11/2025
জীবনধারা ও কিছু প্রাকৃতিক পদ্ধতি অনেক ক্ষেত্রেই রক্তনালীর প্রদাহ কমাতে, কোলেস্টেরল কমাতে এবং ব্লকের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে।
✅ প্রাকৃতিকভাবে রক্তনালীর সুস্থতা বাড়ানো যায়।
কম চর্বিযুক্ত খাবার খেতে হবে;
খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে;
প্রচুর সবজি, ফল, বাদাম এগুলো খেতে হবে;
লবণ কম খেতে হবে;
ব্যায়াম করতে হবে;
ওজন নিয়ন্ত্রণ করতে হবে;
স্ট্রেস কমাতে হবে।
এগুলো আরও বিস্তারিতভাবে শুনে নিতে হবে। আমি প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লাহ, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছি এবং আরও এক সপ্তাহ অর্থাৎ ২০ ডিসেম্বর পর্যন্ত আমি বাংলাদেশে আছি। ঢাকা মিরপুর ১০ নম্বর চেম্বার থেকে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করব।
আপনার সমস্যাগুলো বিস্তারিতভাবে জানানোর জন্য এবং আমাদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে চিকিৎসা নেওয়ার জন্য যদি আপনি সরাসরি আমাদের হেলথ সেন্টারে চলে আসেন তাহলে বেশি ভালো হবে।
এ ছাড়া সারা বছরই অনলাইনের মাধ্যমেও আমাদের সেবা, পরামর্শ এবং চিকিৎসা দেওয়া হয়।
আমাদের এখানে আছে ন্যাচারাল মেডিসিনে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ MBBS ডাক্তার এবং 'ন্যাচারাল লাইফস্টাইল ও ন্যাচারোপ্যাথি স্পেশালিস্ট' যাঁরা সার্বক্ষণিকভাব আপনার স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছেন।
আমাদের সেন্টারটির ঠিকানা 🏠
'আসাদ হলিস্টিক হেলথ সেন্টার'
বাড়ি-৫, রোড-৭, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
প্রয়োজনে যোগাযোগ করুন :
📞09611 900 190
+1 215-3979-652
01830-100100
01875-162614
01672-734052
🌿 আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। 🌿