11/11/2025
প্রিয় দর্শক,
আসসালামু আলাইকুম।
আমি নভেম্বর মাসের মাঝামাঝিতেই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। অন্তত মাসখানেক ঢাকায় থাকবো। আপনারা অনেকেই বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন রোগ নিয়ে আমার সঙ্গে কথা বলে থাকেন। আমি আপনাদের সঙ্গে বিভিন্ন দেশে কথা বলি সুদূর আমেরিকা থেকে ফোনে, সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি।
অনেকে গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলেন, অনেকে পেপটিক আলসার, পাইলস, লিভার সিরোসিস এর মতো বিভিন্ন জটিলতায় ভুগছেন, অনেকে ডায়াবেটিস সমস্যায় ভুগছেন; এগুলোর ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।
IBS, IBD constipation ইত্যাদির সমাধান করা হচ্ছে চিকিৎসার মাধ্যমে।
চুলকানি বা এলার্জি নিয়ে অনেকে সমস্যায় থাকেন, পিত্তথলির সমস্যা, লিভারের সমস্যা, সব কিছুরই খুব ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে আল্লাহর রহমতে।
অনেকে হার্টের সমস্যা নিয়ে আছেন, সেই হার্টেরও যেকোনো ধরনের সমস্যার ভালো চিকিৎসা দিচ্ছি।
দাম্পত্য জীবন সুন্দর করে তোলার জন্য অন্যতম বড় বাধা হয়ে দাঁড়ায় যে সমস্যা, সেটা যৌন সমস্যা। এটাও একটি প্রকট সমস্যা এবং স্বামী স্ত্রী উভয়েই এই সমস্যার মধ্যে থাকতে পারেন। এটাও সচেতনতার প্রয়োজন এবং এই যৌন সমস্যারও অনেক ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে। যার ইতিবাচক রিপোর্ট পাই।
যাঁরা নিঃসন্তান, তাঁদের চিকিৎসাও চলছে এবং আল্লার রহমতে সেখানেও ভালো ফলাফল এসেছে।
ডক্টর অব ন্যাচারাল মেডিসিন-এর একজন বিশেষজ্ঞ হিসেবে এবং আমার দীর্ঘদিনের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে বলবো, আল্লাহর উপর ভরসা রেখে আমার কাছ থেকে প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। কারণ ইতিমধ্যে গত কয়েক বছরে শত শত রোগী আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন এবং ভালো হয়েছেন।
এখনো যাঁরা সবসময় আমার সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন, বিশেষ করে যাঁরা বাংলাদেশে আছেন, তাঁরা মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত সরাসরি আমার সঙ্গে ঢাকায় 'আসাদ হলিস্টিক হেলথ সেন্টার'-এ দেখা করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারেন।
👉 নিচের দেওয়া অফিসের ঠিকানা এবং ফোন নাম্বারে এপয়েন্টমেন্ট-এর জন্য যোগাযোগ করুন :
🌿 আসাদ হলিস্টিক হেলথ সেন্টার 🌿
বাড়ি-৫, রোড-৭, ব্লক -এ
মিরপুর-১০, ঢাকা।
ফোন :
09611900190
01830-100100,
+1 215 397 9652