Asad Holistic Health Center

Asad Holistic Health Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asad Holistic Health Center, Alternative & holistic health service, Philadelphia, PA.

As a Professor, I have discovered the easiest way of learning chemistry, instead of memorizing chemistry, and therefore, my goal is to help students to learn chemistry in an easiest way for remembering and utilizing in whole of life.

11/11/2025

প্রিয় দর্শক,
আসসালামু আলাইকুম।

আমি নভেম্বর মাসের মাঝামাঝিতেই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। অন্তত মাসখানেক ঢাকায় থাকবো। আপনারা অনেকেই বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন রোগ নিয়ে আমার সঙ্গে কথা বলে থাকেন। আমি আপনাদের সঙ্গে বিভিন্ন দেশে কথা বলি সুদূর আমেরিকা থেকে ফোনে, সেই অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি।

অনেকে গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলেন, অনেকে পেপটিক আলসার, পাইলস, লিভার সিরোসিস এর মতো বিভিন্ন জটিলতায় ভুগছেন, অনেকে ডায়াবেটিস সমস্যায় ভুগছেন; এগুলোর ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।
IBS, IBD constipation ইত্যাদির সমাধান করা হচ্ছে চিকিৎসার মাধ্যমে।
চুলকানি বা এলার্জি নিয়ে অনেকে সমস্যায় থাকেন, পিত্তথলির সমস্যা, লিভারের সমস্যা, সব কিছুরই খুব ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে আল্লাহর রহমতে।
অনেকে হার্টের সমস্যা নিয়ে আছেন, সেই হার্টেরও যেকোনো ধরনের সমস্যার ভালো চিকিৎসা দিচ্ছি।
দাম্পত্য জীবন সুন্দর করে তোলার জন্য অন্যতম বড় বাধা হয়ে দাঁড়ায় যে সমস্যা, সেটা যৌন সমস্যা। এটাও একটি প্রকট সমস্যা এবং স্বামী স্ত্রী উভয়েই এই সমস্যার মধ্যে থাকতে পারেন। এটাও সচেতনতার প্রয়োজন এবং এই যৌন সমস্যারও অনেক ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে। যার ইতিবাচক রিপোর্ট পাই।
যাঁরা নিঃসন্তান, তাঁদের চিকিৎসাও চলছে এবং আল্লার রহমতে সেখানেও ভালো ফলাফল এসেছে।

ডক্টর অব ন্যাচারাল মেডিসিন-এর একজন বিশেষজ্ঞ হিসেবে এবং আমার দীর্ঘদিনের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে বলবো, আল্লাহর উপর ভরসা রেখে আমার কাছ থেকে প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে। কারণ ইতিমধ্যে গত কয়েক বছরে শত শত রোগী আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন এবং ভালো হয়েছেন।

এখনো যাঁরা সবসময় আমার সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন, বিশেষ করে যাঁরা বাংলাদেশে আছেন, তাঁরা মধ্য নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত সরাসরি আমার সঙ্গে ঢাকায় 'আসাদ হলিস্টিক হেলথ সেন্টার'-এ দেখা করে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারেন।

👉 নিচের দেওয়া অফিসের ঠিকানা এবং ফোন নাম্বারে এপয়েন্টমেন্ট-এর জন্য যোগাযোগ করুন :

🌿 আসাদ হলিস্টিক হেলথ সেন্টার 🌿
বাড়ি-৫, রোড-৭, ব্লক -এ
মিরপুর-১০, ঢাকা।
ফোন :
09611900190
01830-100100,
+1 215 397 9652

11/11/2025

Gastric কি এবং কিভাবে হয়? না জানলে ভালো করা সম্ভব নয় !!

আপনার পেটের যেকোনো সমস্যার সহজ এবং দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করুন👇

আমাদের সেন্টারটির ঠিকানা🏠

"আসাদ হলিস্টিক হেলথ সেন্টার"
বাড়ি-০৫, রোড-০৭, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

আমাদের খুঁজে বের করার সহজ উপায়🔎
মিরপুর-১০ গোল চত্বর থেকে ১১ নম্বরের দিকে ৩০০ গজ এগিয়ে গেলেই পেয়ে যাবেন
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়ামের ঠিক বিপরীতে, ২৩১ নম্বর মেট্রোরেল পিলারের পূর্ব পাশে ৭ নম্বর রোডের ডানদিকে দুটি বাড়ি পরেই আমাদের সেন্টার।

আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর:
📞09611 900 190
01830-100100
01715-163 715

আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি💚🌿

11/10/2025

IBS কি এবং কিভাবে হয়? না জানলে ভালো করা সম্ভব নয় !!

আপনার পেটের যেকোনো সমস্যার সহজ এবং দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করুন👇

আমাদের সেন্টারটির ঠিকানা🏠

"আসাদ হলিস্টিক হেলথ সেন্টার"
বাড়ি-০৫, রোড-০৭, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

আমাদের খুঁজে বের করার সহজ উপায়🔎
মিরপুর-১০ গোল চত্বর থেকে ১১ নম্বরের দিকে ৩০০ গজ এগিয়ে গেলেই পেয়ে যাবেন
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়ামের ঠিক বিপরীতে, ২৩১ নম্বর মেট্রোরেল পিলারের পূর্ব পাশে ৭ নম্বর রোডের ডানদিকে দুটি বাড়ি পরেই আমাদের সেন্টার।

আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর:
📞09611 900 190 (9.00am - 9.00pm)
01715-163 715 (10.00am - 7.00pm

🌿আমাদের এখানে আছে অভিজ্ঞ ডাক্তার এবং "ন্যাচারাল লাইফ স্টাইল ও ন্যাচারোপ্যাথি স্পেশালিস্ট" যারা সর্বক্ষণ আপনার স্বাস্থ্য সহায় নিয়োজিত আছেন।

আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি💚🌿

পেটের যেকোনো সমস্যার সহজ এবং দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করুন👇আমাদের সেন্টারটির ঠিকানা🏠"আসাদ হলিস্টিক হেলথ সেন্টার"বাড়ি-...
11/10/2025

পেটের যেকোনো সমস্যার সহজ এবং দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করুন👇

আমাদের সেন্টারটির ঠিকানা🏠

"আসাদ হলিস্টিক হেলথ সেন্টার"
বাড়ি-০৫, রোড-০৭, ব্লক-এ, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

আমাদের খুঁজে বের করার সহজ উপায়🔎
মিরপুর-১০ গোল চত্বর থেকে ১১ নম্বরের দিকে ৩০০ গজ এগিয়ে গেলেই পেয়ে যাবেন
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। স্টেডিয়ামের ঠিক বিপরীতে, ২৩১ নম্বর মেট্রোরেল পিলারের পূর্ব পাশে ৭ নম্বর রোডের ডানদিকে দুটি বাড়ি পরেই আমাদের সেন্টার।

আমাদের সঙ্গে যোগাযোগের নম্বর:
📞09611 900 190 (9.00am - 9.00pm)
01715-163 715 (10.00am - 7.00pm

🌿আমাদের এখানে আছে অভিজ্ঞ ডাক্তার এবং "ন্যাচারাল লাইফ স্টাইল ও ন্যাচারোপ্যাথি স্পেশালিস্ট" যারা সর্বক্ষণ আপনার স্বাস্থ্য সহায় নিয়োজিত আছেন।

আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি💚🌿

11/09/2025

গ্যাস্ট্রিক মানে ট্রাফিক জ্যাম।

11/09/2025

Asad Holistic Health Center-Episode-10: আমরা যা খাই তার কারণেই অসুখ হয়

Episode-7:  দৈনন্দিন স্বাস্থ্যকথা-ASAD HOLISTIC HEALTH CENTER 🔴 IBS কি সত্যিই ভালো হয় না ???? ডাক্তার এবং রোগীরাও বলে  ...
11/08/2025

Episode-7: দৈনন্দিন স্বাস্থ্যকথা-ASAD HOLISTIC HEALTH CENTER

🔴 IBS কি সত্যিই ভালো হয় না ????

ডাক্তার এবং রোগীরাও বলে IBS (ইরিটেবল বাওয়েল সিনড্রম) এবং IBD (ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ) নাকি ভালো হয় না বা ওষুধ নেই। তা ছাড়া অনেক ডাক্তার বলে এটা নাকি মানসিক রোগ থেকে হয়। আপনি কি একমত ?

🤘🏻 আমি একমত নই এবং আসুন দেখি কোথায় দ্বিমত !

👌 IBS এবং IBD হলো দুটি সাধারণ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অর্থাৎ পরিপাক তন্ত্রের রোগ যা পেটে ব্যথা, খিঁচুনি, কামড় এবং অন্ত্রের অভ্যাসের পরিবর্তন ঘটায়। যদিও এই দুটি রোগের মধ্যে কিছু মিল রয়েছে, তবে লক্ষণ এবং চিকিৎসার ধরণ কিছুটা আলাদা।

IBS :
সংজ্ঞা : পেটে ব্যথা, ফোলাভাব, গ্যাস এবং অন্ত্রের অভ্যাসের পরিবর্তন যেমন ডায়রিয়া, কোষ্ঠ্যকাঠিন্য, অথবা উভয়ই থাকে তবে কোনো প্রদাহ বা ক্ষত থাকে না।

🦠 কারণ : আধুনিক মেডিকেল সাইন্স বলে IBS এর সঠিক কারণ অজানা, তবে এটি জেনেটিক্স, অন্ত্রের ব্যাকটেরিয়া এবং স্নায়ুতন্ত্রের মধ্যে একটি জটিল মিথস্ক্রিয়া তৈরি করে ।

🩼 🩺🩻 🩸 লক্ষণ : পেটে ব্যথা, ফোলাভাব, গ্যাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলে শ্লেষ্মা, ক্লান্তি ইত্যাদি ।

💊 🩹 চিকিৎসা : প্রচলিত বা আধুনিক চিকিৎসায় জীবনধারা পরিবর্তনের কথা বলা হয় যেমন-খাদ্য, ব্যায়াম, চাপ ব্যবস্থাপনা ইত্যাদি। আবার কিছু ওষুধ (অ্যান্টিসপাসমডিক্স, অ্যান্টি-ডায়রিয়া, ল্যাক্সেটিভস) দেওয়া হয় এবং কখনও কখনও সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়।

IBD :
সংজ্ঞা: ক্রোন'স ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিসসহ পাচনতন্ত্রকে প্রভাবিত করে এমন দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ।

🦠 কারণ : IBD হলো একটি অটোইমিউন ডিজিজ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে পাচনতন্ত্রের সুস্থ কোষগুলোকে আক্রমণ করে, যার ফলে কোষগুলো ভেঙে যায় এবং প্রদাহ সৃষ্টি করে ।

🩼 🩺🩻 লক্ষণ : পেটে ব্যথা, খিঁচুনি, ডায়রিয়া, মলদ্বারে রক্তপাত, ওজন হ্রাস, জ্বর এবং ক্লান্তি।

💊 🩹 চিকিৎসা : ওষুধ (প্রদাহ রোধী ), সার্জারি এবং পুষ্টি থেরাপি। গুরুতর ক্ষেত্রে, হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যার প্রয়োজন হতে পারে।

🔴দুর্ভাগ্য ও হতাশা 🔵

IBS এবং IBD রোগের ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা কোনো কাজে আসে না। রোগী বছরের পর বছর ধরে ওষুধ খান, একটার পর একটা ডাক্তার চেঞ্জ করেন, দেশে হয় না বিদেশে যান কিন্তু ফলাফল একই থাকে। শেষে হতাশ হয়ে ডাক্তারের পরামর্শে মানসিক ডাক্তারের কাছে যায়। সেখানে একের পর এক ঘুমের ওষুধ দিতে থাকে। শেষে শরীরের বাকি শক্তিটুকু শেষ করে বিছানাগত হয় এবং রোগ তৈরির শেষ ধাপ ক্যান্সারে আক্রান্ত হয়।

🔴 IBS এবং IBD শুরু হয় কীভাবে? 🔵

👉 IBS এবং IBD এর কোনও একক কারণ নেই, তবে এটি অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে বিভিন্নভাবে সংযোগ ব্যাহত করে, ফলে Gut - Brain এর মধ্যে সিগন্যাল আদান প্রদান ব্যাহত হয় ।
👉 যে সমস্ত কারণে পরিস্থিতির উদ্ভব হয় তার মধ্যে পরিপাক তন্ত্রের সংক্রমণ, অন্ত্রের ব্যাকটেরিয়ার পরিবর্তন এবং অন্ত্রের সংবেদনশীলতা অন্যতম ।
👉 আধুনিক চিকিৎসামতে মানসিক চাপ, খাদ্য সংবেদনশীলতা এবং কিছু ওষুধও IBS-এর বিকাশে অবদান রাখে। তবে প্রাকৃতিক চিকিৎসামতে মানসিক চাপ IBS এর কারণ নয় বা কোনো রোগেরই কারণ নয়।
👉 কারণ বনের পশুরা জীবন-মৃত্যুর ঝুঁকিতে সবচাইতে বেশি টেনশনে থাকে কিন্তু তাদের রোগ হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, একটি হরিণ সব সময় বাঘ বা সিংহের আক্রমণের ভয়ে থাকে। আবার বাঘ বা সিংহ হরিণ বা অন্যান্য পশু শিকার করতে না পারলে তারা খাদ্যের অভাবে মারা যায়। শত্রুর আক্রমণ আর খাদ্যের অভাবেই প্রাণিকুল সবচাইতে বেশি টেনশনে থাকে। তাহলে পশুদের কোনো অসুখ হয় না, মানুষের হবে কেন।

🔴আমার নিজস্ব মতামত 🔵
IBS - IBD এর প্রধান কারণ পাকস্থলীতে H Pylori ইনফেকশন, যার ফলে পাকস্থলীতে আলসার বা গ্যাস্ট্রাইটিস হয়। এগুলো হলে, খাদ্যের সাথে আসা ব্যাকটেরিয়া পাকস্থলীতে মরে না , ফলে কোলনে চলে যায়। এদের মধ্যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন শিগেলা ব্যাকটেরিয়া, স্যালমোনেলা ব্যাকটেরিয়া এবং E Coli ব্যাকটেরিয়া। অন্যদিকে পাকস্থলীতে আলসার হলে খাদ্য হজম হয় না ফলে অতিরিক্ত খাবার কোলনে চলে যায়, যা ব্যাড ব্যাকটেরিয়া খেয়ে ওভার গ্রোথ হয়। এই অতিরিক্ত পরিমাণ ব্যাড ব্যাক্টেরিয়ার কারণেই কোলন ডিসফাংকশন করে, যার নাম IBS আর যদি ইনফেকশন বা ক্ষত তৈরি করে ফেলে তবে তাকে IBD বলে।

তথ্য সংকলন এবং গবেষণায়
প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ
• Dr. of Natural Medicine
• Certified Health Coach
• Certified Nutritionist
• Certified Herbalist
• Certified Spiritual Guide
• Certified Holistic Health Practitioner
Asad Holistic Health Center
05, Road 07, Mirpur-10, Dhaka
WhatsApp: +1 215 397 9652
Date: 07-Nov, 2025

ASAD HOLISTIC HEALTH-দৈনন্দিন স্বাস্থ্য কথা -Episode-5: প্রশ্ন : আলসার এবং গ্যাস্ট্রাইটিস কীভাবে হয়? কী তার সিম্পটম? তা...
11/08/2025

ASAD HOLISTIC HEALTH-দৈনন্দিন স্বাস্থ্য কথা -Episode-5:
প্রশ্ন : আলসার এবং গ্যাস্ট্রাইটিস কীভাবে হয়? কী তার সিম্পটম? তার প্রতিকারের উপাই বা কী?

উত্তর : ৯০% ক্ষেত্রে H-Pylori এর ইনফেকশনের জন্য হয় আর ১০% ক্ষেত্রে ধূমপান, মদ পান, ড্রাগ নেওয়া, অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকা, অতিরিক্ত পরিমাণ তেল এবং ভাজা পোড় খাওয়া।

 বিভিন্ন স্টাডি থেকে জানা যায় যে, বিশ্বের প্রায় তিন ভাগের দুই ভাগ মানুষ এই ব্যাকটেরিয়া বহন করে, কিন্তু সবার ক্ষেত্রে উপসর্গ দেখা দেয় না।
 সুস্থ শরীরে মানুষের স্টমাকে যে ঘনত্বের অ্যাসিড থাকে তার মধ্যে H-Pylori ছাড়া আর কোনো ব্যাকটেরিয়া বাঁচতে পারে না।
 এই ব্যাকটেরিয়ার মুখে থাকে পাঁচটি সূচের মতো শুড় এবং বডির স্ট্রাকচার স্ক্রুর মতো স্পাইরাল ফলে তারা খুব সহজেই মিউকাস লেয়ার ছিদ্র করে তার মধ্যে প্রবেশ করতে পারে|
 মিউকাস লেয়ার ক্ষার ধর্মী তাই তারা সেখানে নিরাপদে বেঁচে থাকতে পারে। তা ছাড়া তাদের শরীরে ইউরিজ নামক এক প্রকার এনজাইম থাকে যা দ্বারা তারা পেট থেকে ইউরিয়া গ্রহণ করে তাকে ভেঙে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে যা ব্যাকটেরিয়ার বডি থেকে বেরিয়ে পানির সাথে বিক্রিয়া করে তার বডির চারিপাশে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নামক ক্ষারের একটা ফিল্ম তৈরি করে। এই ক্ষার তখন পেটের অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তার ঘনমাত্রা কমিয়ে দেয়। অর্থাৎ পেটের সাভাবিক pH (অ্যাসিড ঘনমাত্রা মাপার স্কেল) এক-থেকে তিন থাকার কথা কিন্তু তা বেড়ে হয় চারের উপরে | pH যত বাড়বে অ্যাসিড ঘনমাত্রা তত কমবে।
 চারের উপরে pH থাকলে সেখানে ওই ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করতে পারে এবং ইনফেকশন বা ঘা তৈরি করে।
 এই ঘা কেই বলে আলসার বা গ্যাস্ট্রাইটিস বা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস।


 স্টমাকের দেওয়ালের সেল ড্যামেজ হওয়ার কারণে পরিমাণ মতো অ্যাসিড এবং এনজাইম তৈরি হয় না ফলে খাবার ঠিকমতো হজম হয় না অর্থাৎ বধ হজম হয়।
 প্রচুর ঢেকুর উঠতে পারে।
 পেট ফোলা, বমিভাব বা বমি হয়।
 ক্ষুধা মন্দা, খেতে বসলে অল্পতেই মনে হয় পেট ভোরে গেল।
 খালি পেটে বেশি জ্বালা-পোড়া করে।
 গলার ভেতরে কিছু আটকে আছে মনে হয়।
 পেট, বুক এবং গলা জ্বলতে পারে।
 টক বা তিতো বা লবণাক্ত ঢেকুর উঠতে পারে।
 মুখে ঘা, হাইটাস হর্নিয়া এবং GERD (গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ) হতে পারে।
 টয়লেট কষা হয় বা ডাইরিয়া বা আমাশয় হতে পারে।
 টয়লেট কালো বা আলকাতরার মতো হতে পারে।
 ওজন কমে যায়।
 পেটে পলিপস বা টিউমার হতে পারে।
 মলদ্বারে পাইলস, হেমোরয়েডস, এনাল ফিসার এবং ফিস্টুলা হতে পারে।
 স্টমাক, ডিউডেনাম বা রেক্টাল ক্যান্সার হতে পারে।


 খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না।
 পেটে অ্যাসিড কমানোর ওষুধ অর্থাৎ অ্যান্টাসিড বা PP। জাতিয় ওষুধ খাওয়া যাবে না।
 অ্যাসিড কমে গেলে ব্যাকটেরিয়া বেড়ে যায়, ফলে অ্যাসিড কমানোর ওষুধ খাওয়া যাবে না।
 টক বা অ্যাসিডিক খাবার খাওয়া যাবে না ।
 তেল এবং ভাজাপোড়া এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
 রেড মিট না খাওয়া ভালো।
 লবণ খাওয়া এড়িয়ে চলবেন, লবণে আলসার বাড়িয়ে দেয়।
 মদপান, ড্রাগ, ব্যথার ওষুধ ইত্যাদিতে আসক্তি থাকলে সেগুলো ছেড়ে দিবেন।


 এলাপথি চিকিৎসায় H. Pylori দূর হওয়ার সম্ভাবনা খুব কম।
এক কোর্স এলাপথি ওষুধ খেয়ে যদি ভালো না হয় আর না খাওয়াই ভালো।
 হোমিওপ্যাথিতে H. Pylori দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই।
 হারবাল ওষুধ যাকে বলা হয় প্রাকৃতিক ওষুধ, আমরা যা দিয়ে চিকিৎসা করি তাতে ২-৩ মাসের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়।
 ঘন-ঘন, অল্প-অল্প, করে ঠান্ডা পানি পান করবেন।
বাহিরের প্রসেস-ফুড না খাওয়ার চেষ্টা করবেন। কাঁচা শাক-সবজি অর্থাৎ সালাদ খাওয়ার চেষ্টা করবেন।
 আলোভেরার জুস খাবেন।
প্রোবায়োটিক জাতীয় খাবার যেমন টক দই, কেফির, ফারমেন্টেড ভেজিটেবল ইত্যাদি খাবেন।
 মধু ও ঠান্ডা দুধ খাবেন।


• আমার, প্রফেসর ড. মোহাম্মদ আসাদুল্লাহ-এর, গভীর গবেষণালব্ধ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পেটের যেকোনো সমস্যা স্থায়ীভাবে সমাধান হচ্ছে।
• আমার তত্ত্বাবধানে মিরপুর ১০ নম্বরে (ঠিকানা- বাড়ি- 05, রোড-07, ব্লক-A, মিরপুর-10, ঢাকা)“আসাদ হলিস্টিক হেলথ সেন্টার” প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে প্রাকৃতিক চিকিৎসা ও আধুনিক বিজ্ঞানকে এক ছাতার নিচে আনা হয়েছে।
• আমার দীর্ঘ গবেষণায় উদ্ভাবিত প্রাকৃতিক ওষুধগুলো খুব সহজেই H.
Pylori-র মূল কারণকে লক্ষ্য করে কাজ করে, যা রোগীদের খুব দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করছে।
• আপনি যদি এই রোগে আক্রান্ত থাকেন তবে দেরি না করে আমাদের হলিস্টিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি একবার গ্রহণ করে সারাজীবন সুস্থ থাকুন
• মনে রাখবেন, আলসার যদি হয় তবে তার পরের ধাপ ক্যান্সার। তাই আলসারকে দীর্ঘায়িত করে ক্যান্সারের ঝুঁকি বাড়াবেন না।

তথ্য সংকলন এবং গবেষণায়
প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ
• Dr. of Natural Medicine
• Certified Health Coach
• Certified Nutritionist
• Certified Herbalist
• Certified Spiritual Guide
• Certified Holistic Health Practitioner
Asad Holistic Health Center
05, Road 07, Mirpur-10, Dhaka
WhatsApp: +8801715-163715
+1 215 397 9652
Date: 03-Nov, 2025

Address

Philadelphia, PA

Alerts

Be the first to know and let us send you an email when Asad Holistic Health Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asad Holistic Health Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram