M/S ISLAM Pharmacy

M/S ISLAM Pharmacy পাইকারী ও খুচরা বিক্রেতা নিজেকে নিয়ে লিখতে কেও পারবেনা,কারন মানুষ এর জীবন এর ৫০% চলে যায় নিজেকে চিনতে😇

04/10/2025

ফার্মেসীতে যখন মাদারবোর্ড এর আগমন হয়🤣😁

এটা খাওয়ার জিনিস না রে পাগলা এটা হুগা বরাবর দেওয়ার জিনিস🤣😁



゚viralシfypシ゚

যারা অতিরিক্ত টেনশন করেন, এটা সেটা চিন্তা করেন। বিড়ি সি"গারেটের নে'শা ছাড়তে পারেন না। মাথা জলের মতন ঠান্ডা থাকবে।👨‍⚕️👉...
21/08/2025

যারা অতিরিক্ত টেনশন করেন, এটা সেটা চিন্তা করেন। বিড়ি সি"গারেটের নে'শা ছাড়তে পারেন না। মাথা জলের মতন ঠান্ডা থাকবে।
👨‍⚕️👉ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।

একটি পাতা বাসায় রেখে দিন, মুহূর্তের মধ্যে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া সর্দি চুলকানি এলার্জি ভালো করবে,অনেক ভালো কাজ করে।...
19/08/2025

একটি পাতা বাসায় রেখে দিন, মুহূর্তের মধ্যে ঠান্ডা নাক দিয়ে পানি পড়া সর্দি চুলকানি এলার্জি ভালো করবে,অনেক ভালো কাজ করে।

দাম:১৫০ টাকা ১ পাতা।

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️আমি যখন এই পোস্টটা করতেছি তখনই আমার শরীর হাত পা কাপতেছিলো 😔দয়া করে যাদের ছোট বাচ্চা আছে ...
17/08/2025

ইহা একটি সতর্কবার্তা পোস্ট ⚠️♦️

আমি যখন এই পোস্টটা করতেছি তখনই আমার শরীর হাত পা কাপতেছিলো 😔
দয়া করে যাদের ছোট বাচ্চা আছে তারা এই ক্যান্ডি টা কখনোই বাচ্চাকে দিবেন না প্লিজ , এই ক্যানডিটা খুবই আঠালো।

আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমার মেয়ে এই ক্যান্ডিটা এনে সে খেয়েছে ,খাওয়ার পর আমি যেটা নোটিশ করছি সেটা হচ্ছে সে কথা বলতেছিল না চুপ করে ছিল অনেকক্ষন এবং এরপর সে প্রচুর ঘামতে ছিল তখন আমি তাকে তখন জিজ্ঞেস করতেছিলাম বাবা তোমার কি হয়েছে, সে কিছু বলতে ছিল না সে হাউমাউ করে কেদে উঠেছে , কাদার কারণ ছিলো যে সে নিঃশ্বাস নিতে পারতেছিল না এবং বারবার বলতেছিল ,তার গলায় কিছু একটা আটকে গেছে হটাৎ 🥲

তখন আমার ছোট ছেলে তো আমার কোলে ছিল ,মানে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না সে লিটারালি চোখ বড় করে ঘামতে ছিল 😓। তারপর আমি আমার ছেলেকে খাটের উপর রেখে আমার মেয়েকে উঠিয়ে আমার সর্বশেষ শক্তি দিয়ে প্রেস করি। তারপর বলে তার টয়লেটে ধরেছে , টয়লেটে বসে সে ঘামতেছিল এবং আমি ভাইকে আর দেখতে পারবো না তার এই কথা শুনে আমার মানে হাত-পা সব কাপতেছিল 🥲 বুঝতে পারতেছিনা মানে তার কি পরিমাণ খারাপ লাগতেছে আমি তাকে তাড়াতাড়ি করে নিয়ে ,ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হই রাস্তায় আমার পরিচিত
একজনের সাথে দেখা হয়েছে সে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে?

আমি তাকে বলার পরে সে বলল যে একটু শান্ত হও তুমি । এখন তুমি ওকে একটা কলা খাওয়াও দেখো খাওয়ার পরেও খেতে পারে কিনা।

তারপর ওকে আমি কলা দিলাম তখন । দেওয়ার পরেও খেতে পারলো তখন জিজ্ঞেস করলাম যে বাবা এখন ভালো লাগতেছে ও বলতেছে যে হ্যাঁ মা তুমি আমাকে প্রেস করেছো তখনই আমার ভালো লাগতেছে।যাইহোক কলাটা খাওয়ার পরে তার আরো ভালো লাগতেছিল মানে তার ওইটা সম্ভবত নেমে গেছে এবং আমি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াই।

এখন কথা হলো ,দয়া করে কেউ কারো বাচ্চাকে এই এই ক্যানডি টা দিবেন না ,জিনিসটা কতটা আঠালো আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চার গলা আটকে গিয়েছিল😔।

যাক আল্লাহ তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনারা সবাই সতর্ক থাকবেন দয়া করে কেউ এই ক্যান্ডি বাচ্চাকে দিবেন না।।

ঘটনা একটা আপুর বাচ্চার সাথে ঘটেছে 🥲 পুরোপুরি তুলে ধরা হলো 👍 এক আপুর পোস্ট উনি এখানে পোস্ট করে দিতে বলল🥲

টাইফয়েড টিকা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন :প্রঃ টাইফয়েড টিকা কাদের দেয়া হবে? উঃ ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সীদের দেয়া হবে। ...
13/08/2025

টাইফয়েড টিকা নিয়ে সাধারণ কিছু প্রশ্ন :

প্রঃ টাইফয়েড টিকা কাদের দেয়া হবে?

উঃ ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সীদের দেয়া হবে। এই বয়সী বাচ্চাদের রোগের জটিলতা ও হাসপাতালে ভর্তি বেশী হতে হয়। এজন্য এই গ্রুপটাকে টাইফয়েডের জটিলতা মুক্ত করার জন্য এই টিকা ক্যাম্পেইন চলবে শুরু সেপ্টেম্বর মাসে।

প্রঃ কোথায় দেয়া হবে?

উঃ প্রতিটা স্কুলের ৯ম শ্রেণী পর্যন্ত বাচ্চাদের এই টিকা দেয়া হবে। বাদ যাবে না একটি শিশুও। এছাড়া সকল স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে এই টিকা দেয়া হবে। ১লা সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত ১ম ১০ দিন স্কুল পর্যায়ে ও পরবর্তী ১০ দিন ওয়ার্ড ও থানা পর্যায়ে এ টিকা সরবরাহ করা হবে।

প্রঃ এই টিকা পেতে কি রেজিষ্ট্রেশন করা লাগবে?

উঃ যাদের জন্ম নিবন্ধন করা আছে তারা অনলাইনে রেজিষ্ট্রেশন করে কার্ড পাবেন যা স্কুলে ও নির্দেশিত টিকাকেন্দ্রে দেখালে টিকা পেয়ে যাবেন।

তবে যাদের জন্ম নিবন্ধন নাই তারাও বাদ পরবে না। স্কুলে সব বাচ্চাকেই টিকা দেয়া হবে অথবা আশেপাশে টিকা কেন্দ্রে যোগাযোগ করলে টিকা দিয়ে আলাদা কার্ডের ব্যবস্থা করে দেয়া হবে।

প্রঃ বেসরকারি ভাবে টিকা নেয়া থাকলে কি এই টিকা দেয়ার দরকার আছে?

উঃ বেসরকারি ভাবে টিকা নেয়া থাকলেও এই টিকা নেয়া যাবে এবং এটা এক্সট্রা ডোজ হিসেবে কাউন্ট হবে।

প্রঃ এই টিকা কি নিরাপদ? বাচ্চার কোনো সমস্যা হতে পারে?

উঃ অন্যান্য সরকারি টিকারা মতই এই টিকা নিরাপদ। আগে কোনো টিকা দেয়ার জন্য মারাত্মক কোনো সমস্যা না হয়ে থাকলে এই টিকা তেও সামান্য ব্যথা, জ্বর, লাল হয়ে যাওয়া ছাড়া সমস্যা হওয়ার কথা না।

তবুও যেকোনো সমস্যা মোকাবিলা করার জন্য টিকা কেন্দ্রে পর্যাপ্ত ঔষধ দেয়া থাকবে ও টিকা কেন্দ্রের সাথে আশপাশের হাসপাতালের সমন্বয় থাকবে যেনো সাথে সাথেই ব্যবস্থা নেয়া যায়।

প্রঃ বাচ্চার ঐ একই সময় অন্য টিকার সিডিউল থাকলে কি টাইফয়েডের টিকা দেয়া যাবে?

উঃ জি, দেয়া যাবে। অন্যান্য সিডিউল টিকারা পাশাপাশি এই টিকা দিতে কোনো সমস্যা নাই।

প্রঃ বাচ্চার বয়স ৯ মাসের নিচে হলে এই টিকা কি বাচ্চা পাবে না?

উঃ পরবর্তীতে যখন বাচ্চার বয়স ৯ মাস হবে এই টিকা হামের টিকার সাথে (সরকারি টিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে) একসাথে পাবে।

প্রঃ এই টিকার ডোজ কয়টা? এটার জন্য টাকা লাগবে?

উঃ এই টিকার একটাই ডোজ। বেসরকারি টিকার মতো ৩ বছর পর পর দিতে হবে না। আশা করা যায় এটা পরবর্তীতে টাইফয়েড হওয়া রোধ করবে বা রোগের ভয়াবহতা কমিয়ে দিবে। এই টিকা অন্যান্য সরকারি টিকার মতো বিনামূল্যে দেয়া হবে।

বিঃদ্রঃ বছরের পর বছর যে সরকারি টিকা দিয়ে আসছেন, এর আগে এইচপিভি টিকা দেয়া হয়েছে, টাইফয়েড টিকাও একই ভাবে শুরু করা হচ্ছে। এর সাথে করোনা টিকা কোনো সম্পর্ক নাই।

ডাঃ লুনা পারভীন
শিশু বিশেষজ্ঞ, বহির্বিভাগ
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
শ্যামলী,ঢাকা।

দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় আগামী ১ সেপ্টেম্ব...
09/08/2025

দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে।

টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর।

নিবন্ধন শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে বাবা–মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং তাদের ভ্যাকসিন গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে।

ইপিআই কর্তৃপক্ষ জানায়, এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।

বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে এই রোগে।

ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, "টাইফয়েডের ভ্যাকসিন দেশে অনেক আগে থেকেই দেওয়া হয়। আগে এটি অভিভাবকেরা বেসরকারিভাবে কিনে দিতেন, এবার সরকার বিনামূল্যে দেবে।"

"যেকোনো ওষুধের মতো এরও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, তবে বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি একটি নিরাপদ ভ্যাকসিন," যোগ করেন তিনি।

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক থাকুন, সচেতন হোন!সম্প্রতি এক ধরনের নতুন ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এটি ডে...
02/08/2025

🛑 ভয়াবহ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়ছে — সতর্ক থাকুন, সচেতন হোন!

সম্প্রতি এক ধরনের নতুন ভাইরাস জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এটি ডেংগু বা চিকুনগুনিয়া নয়, তবুও এর উপসর্গ বেশ মারাত্মক এবং অনেকেই আক্রান্ত হচ্ছেন—বিশেষ করে ছোট বাচ্চারা বেশি ঝুঁকিতে।

🎗 বাবা-মায়েদের জন্য জরুরি বার্তা: সন্তান অসুস্থ হলে প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনার সাহসই হবে সন্তানের জন্য সবচেয়ে বড় শক্তি। আপনি সুস্থ ও স্বাভাবিক থাকলে সন্তানের সেবা করাও সহজ হবে।

🧠 অসুস্থ শিশুর যত্নে নিয়মিত পুষ্টিকর খাবার দিন। মনে রাখবেন—খাবারের বিকল্প কোনো ওষুধ নেই।
⛔ যদি খেতে না চায়, জোর করবেন না; অল্প অল্প করে বারবার খাওয়ানোর চেষ্টা করুন।
🤢 বমি হলে ডাক্তারের পরামর্শে বমির ওষুধ ব্যবহার করুন।

📌 ভাইরাস জ্বরের সাধারণ লক্ষণ:
🔥 হঠাৎ উচ্চ জ্বর (১০৩°–১০৪°F)
😣 সারা শরীরে ব্যথা—মাথা, চোখ, পিঠ ও জয়েন্টে
🥴 মাথা ঘোরা, দুর্বলতা
💔 রক্তচাপ কমে যাওয়া
🛌 জ্বর কমলেও দীর্ঘ সময় শরীর দুর্বল থাকা

✅ যা করবেন – করণীয় ও পরামর্শ:

🍽️ খাবারে রাখুন:
✔ ভিটামিন সি: মাল্টা, কমলা, পেয়ারা, আমলকি
✔ জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম
✔ প্রোটিন: সিদ্ধ ডিম, চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি, মাছ
💧 প্রচুর পানি পান করুন (দিনে অন্তত ৩ লিটার); স্যালাইন বা লেবুর শরবত খেতে পারেন
⚠️ চিনি এড়িয়ে চলুন

🧊 ব্যথা ও জ্বর কমাতে:
✔ ডাক্তারের নির্দেশনা অনুযায়ী প্যারাসিটামল
✔ গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ
✔ আদা, তুলসি ও মধু দিয়ে হালকা গরম পানীয়

💆 জ্বরের পর শরীরের ব্যথা কমাতে:
✔ গরম পানিতে লবণ মিশিয়ে শরীর মুছানো
✔ হালকা স্ট্রেচিং বা ধীরগতিতে হাঁটা
✔ ম্যাগনেসিয়ামযুক্ত খাবার: কলা, ভেজানো বাদাম
✔ নারকেল তেল বা পুদিনার তেল দিয়ে হালকা মালিশ

🚨 চিকিৎসকের শরণাপন্ন হবেন যদি:

বারবার জ্বর ফিরে আসে

রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়

খাওয়া বন্ধ হয়ে যায় বা অজ্ঞান ভাব দেখা দেয়

হৃদস্পন্দন অস্বাভাবিক হয়

🧘‍♀️ মনে রাখবেন:
জ্বর চলে গেলেও শরীর দুর্বল থাকে। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার এবং প্রচুর পানি পান—এই তিনটাই দ্রুত সুস্থ হওয়ার মূল চাবিকাঠি।

🤝 কাছের মানুষ বা আশপাশে কেউ আক্রান্ত হলে এই পোস্টটি শেয়ার করে সচেতন করুন।

Bd simple tips

(Napa Variation)কখন কোন Napa খাবেন?1.Napa (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা.)সাধারণ জ্বর, ব্যথা এবং সাধারণ ঠাণ্ডাজ্বর হলে নিরাময...
01/08/2025

(Napa Variation)
কখন কোন Napa খাবেন?

1.Napa (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা.)
সাধারণ জ্বর, ব্যথা এবং সাধারণ ঠাণ্ডাজ্বর হলে নিরাময় করে

2.Napa Extra (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. + ক্যাফেইন ৬৫ মি.গ্রা.)
সাধারণ মাথাব্যথা ও মাইগ্রেন উপশমে ব্যবহৃত।ক্যাফেইন মাইগ্রেনে কার্যক্ষমতা বৃদ্ধি করে

3.Napa Extend (Paracetamol ৬৬৫ মি.গ্রা., prolonged রিলিজ)
দীর্ঘ মেয়াদে ব্যথা ও জ্বর উপশমে ব্যবহৃত হয়।Extended release form এর কারণে ধীরে ও দীর্ঘ সময় ধরে কাজ করে।

4.Napa Syrup
শিশুদের জন্য প্যারাসিটামল সিরাপ, জ্বর ও ব্যথা কমাতে ব্যবহার করা হয়।

5.Napa Cold (Paracetamol + Phenylephrine + Caffeine)
ঠাণ্ডা, কাশি, জ্বর ও সর্দির উপসর্গ উপশমে ব্যবহৃত।ফিনাইলএফ্রিন ক্যাফেইন ও প্যারাসিটামলের কার্যক্ষমতা বৃদ্ধি করে।

6.Napa Cold Plus
সর্দি-কাশি ও মাথাব্যথা উপশমে আরো কার্যকরী।

7.Napa Rapid (500 মি.গ্রা.)
দ্রুত কাজ করা প্যারাসিটামল ট্যাবলেট।

8.Napa suppository
দ্রুত কাজ করে এবং মুখে খাবার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ( ডাক্তারের পরামর্শ অনুযায়ী )

🔴কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে গর্ভবতী, শিশু বা দীর্ঘমেয়াদি রোগীর ক্ষেত্রে।অতিরিক্ত ডোজ বা দীর্ঘ সময় ব্যবহার থেকে লিভার সমস্যা হতে পারে।🔴

~ইসরাত

✅🩸
26/07/2025

✅🩸

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
20/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!...
(Collected)

20/07/2025

বর্তমানে এমন কোন ঘর নাই যে সুস্থ কেও আছে,সবাই অসুস্থ,ডেংগু,চিকেনগুনিয়া,ভাইরাল ফিভার,মোটামুটি অনেক কস্টে আছে মানুষ আল্লাহ সবাইকে শেফা দান করুক🤲🏼

20/07/2025

সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত,আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন🤲🏼

Address

Pranhori Dash Road Pahartali
Chittagong
4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S ISLAM Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram