Health Hive

Health Hive প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নিজেকে রোগ মুক্ত রাখুন।

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, তোকমা দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে...
26/12/2022

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, তোকমা দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সুস্থ হার্ট এবং হাড় গঠনে সহায়তা করে। তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে।

পুষ্টিবিদরা বলেন, কালোজিরায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফেট, ফসফরাস আর আয়রন, যা দেহের জন্য অতিমাত্রায় উপকারী।সব রোগের ওষুধ বল...
24/12/2022

পুষ্টিবিদরা বলেন, কালোজিরায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফেট, ফসফরাস আর আয়রন, যা দেহের জন্য অতিমাত্রায় উপকারী।
সব রোগের ওষুধ বলা হয় কালোজিরাকে। স্থূলতা, ক্যান্সার ও হৃদরোগ- সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালোজিরা।
কালোজিরার ১০ স্বাস্থ্য উপকারিতা-
১. সর্দি-কাশি, নাক বন্ধ, গলাব্যথা ও জ্বরে খেতে পারেন কালোজিরা।

রসুনের উপকারিতাএটি রক্ত ​​সঞ্চালন এবং কম কোলেস্টেরল বজায় রাখতে সহায়ক। এই বৈশিষ্ট্যগুলির কারণে অনেক হৃদরোগ নিজেরাই দূরে...
22/12/2022

রসুনের উপকারিতা
এটি রক্ত ​​সঞ্চালন এবং কম কোলেস্টেরল বজায় রাখতে সহায়ক। এই বৈশিষ্ট্যগুলির কারণে অনেক হৃদরোগ নিজেরাই দূরে থাকে। হার্টকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে একটি কাঁচা রসুনের কুঁড়ি খেলে উপকার পাওয়া যায়। উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণেও রসুনের ব্যবহার খুবই উপকারী।

হাঁপানি, পেটের গোলমাল সারাতে তাই পুদিনা পাতা বিশেষ উপকারী। "অপরদিকে এর ক্যালরি, প্রোটিন, চর্বি সবকিছুরই মাত্রা কম। ভিটাম...
20/12/2022

হাঁপানি, পেটের গোলমাল সারাতে তাই পুদিনা পাতা বিশেষ উপকারী। "অপরদিকে এর ক্যালরি, প্রোটিন, চর্বি সবকিছুরই মাত্রা কম। ভিটামিন এ, সি আর বি – কমপ্লেক্স মেলে পুদিনা পাতা থেকে, যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি উপাদান। এছাড়াও এই পাতায় মেলে লৌহ, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ।

নিম একটি ঔষধী গাছ  জানেন কি, নিমপাতা ও~জ~ন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কারণ এই প্রাকৃতিক ভেষজ গ্রহণে মেটাবলিজম বৃদ্ধি পায় ও...
12/12/2022

নিম একটি ঔষধী গাছ জানেন কি, নিমপাতা ও~জ~ন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কারণ এই প্রাকৃতিক ভেষজ গ্রহণে মেটাবলিজম বৃদ্ধি পায় ও কোলেস্টেরল কমে। এর ফলে ও~জ~ন ধীরে ধীরে কমতে শুরু করে।

শরীরে পানির মাত্রা যেমন বাড়াবে তেমনি বাড়তি পানি শরীর থেকে বের করে দিতেও কার্যকর এই শসা। ফলে পেট ফোলাভাব নিয়ে কষ্ট পাবেন ...
06/12/2022

শরীরে পানির মাত্রা যেমন বাড়াবে তেমনি বাড়তি পানি শরীর থেকে বের করে দিতেও কার্যকর এই শসা। ফলে পেট ফোলাভাব নিয়ে কষ্ট পাবেন না।
কানাডার পুষ্টিবিদ লিজা রিচার্ডস বলেন, “শরীরে পানি আটকে থাকার সমস্যা মেটাতে প্রয়োজনীয় উপাদানগুলে শসায় উপস্থিত। পেটের বিভিন্ন সমস্যা দূর করতেও শসা উপকারী। আর এতে থাকা ভোজ্য আঁশ অন্ত্র ভালো রাখে, মল অপসারণ সহজ করে।

যারা অতিরিক্ত ও~জ~ন কমাতে চান তারা 🍄মাশরুম 🍄 উপকার পাবেন। 🍄মাশরুমে 🍄রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। যা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূ...
06/12/2022

যারা অতিরিক্ত ও~জ~ন কমাতে চান তারা 🍄মাশরুম 🍄 উপকার পাবেন। 🍄মাশরুমে 🍄রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। যা দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়।
ও~জ~ন কমাতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন 🍄মাশরুম🍄।

ও~জ~ন কমানোর জন্য তুলসী 🌱( Tulsi Leaves For Weight Loss)ডায়েট সম্পর্কে কথা বললে, এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি শ...
06/12/2022

ও~জ~ন কমানোর জন্য তুলসী 🌱( Tulsi Leaves For Weight Loss)
ডায়েট সম্পর্কে কথা বললে, এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি শরীরকে ফ্রি ব়্যাডিকেল থেকে রক্ষা করে। সেই সঙ্গে ও~জ~ন কমাতেও তুলসী🌱 কার্যকর। এর সেবন শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, বিপাক বাড়ায় এবং হজমে সাহায্য করে।

18/11/2022
লেবুর কার্যকারিতা: লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে : লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় ...
16/11/2022

লেবুর কার্যকারিতা: লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে : লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাবার সহজে হজম হয়। কোষ্ঠকাঠিন্য ও হজম সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে লেবুর উপকারিতা অনস্বীকার্য। লেবু রক্তের অক্সিজেন পরিবহনের মাত্রাও বাড়িয়ে দেয়।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Hive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram